‘ হুইগ’ দলের পরিবর্তিত নাম কী?

‘ হুইগ’ দলের পরিবর্তিত নাম কী?

উত্তর : উদারনৈতিক দল ।

  1. ‘টোরি’ দলের বর্তমান নাম কী?

উত্তর : রক্ষণশীল দল ।

ব্রিটেনের দলীয়ব্যবস্থা

৩. রাজা তৃতীয় উইলিয়ামের রাজত্বকালে বিদ্যমান ব্রিটেনে ২টি দলের নাম কী?

উত্তর : হুইগ ও টোরি দল ।

৪. যুক্তরাজ্যের দলীয় ব্যবস্থা কীরূপ? কোন ধরনের?

উত্তর : দ্বি-দলীয় ব্যবস্থা (Bi-Party System)।

৫. যুক্তরাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো কী কী?

উত্তর : ১. রক্ষণশীল দল (Conservative Party); ২. শ্রমিক দল (Labour Party); ৩. সামাজিক গণতন্ত্রী দল (Social Democratic Party); ৪. কমিউনিস্ট দল (Communist Party)।

৬. ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে?

উত্তর : রাজা দ্বিতীয় চার্লসের সময়।

৭. ইংল্যান্ডের প্রথম রাজনৈতিক দল-

উত্তর : টোরি (Tory) এবং হুইগ (Whig)।

৮. কোন আইনের মাধ্যমে হুইগ ও টোরি দলের নাম পরিবর্তন হয়?

উত্তর : ১৮৩২ সালের সংস্কার আইনের মাধ্যমে।

কত সালের সংস্কার আইনে হুইগ ও টোরি দলের নাম পরিবর্তন করা হয়?

উত্তর : ১৮৩২ সালের।

১০. হুইগ ও টোরি দলের পরিবর্তিত নাম কী?

উত্তর : উদারনৈতিক ও রক্ষণশীল দল ।

১১. উদারনৈতিক দলের নির্বাচনি ক্লাবের নাম কী?

উত্তর : রিফর্ম ক্লাব ।

১২. রক্ষণশীল দলের নির্বাচনি ক্লাবের নাম কী?

উত্তর : কার্লটন ক্লাব ।

১৩. কত সালে ব্রিটেনে শ্রমিক দল পরিচিতি লাভ করে?

উত্তর : ১৯০৬ সালে ।

১৪. ব্রিটেনে দলপ্রথায় প্রাচীন দল কোনটি?

উত্তর : রক্ষণশীল দল ।

১৫. ব্রিটেনে রাজনৈতিক ব্যবস্থায় ক্ষুদ্রতম দল কোনটি?

উত্তর : কমিউনিস্ট দল ।

১৬. সামাজিক গণতন্ত্রী দল ১৯৮৩ সালের নির্বাচনে কয়টি আসন লাভ করে?

উত্তর : ৬টি আসন।

১৭. মার্গারেট থ্যাচারের নেতৃত্বে কোন দল ১৯৮৭ সালের নির্বাচনে তৃতীয় বারের মতো ক্ষমতাসীন হয়?

উত্তর : রক্ষণশীল দল ।

১৮. “Parliaments and parties are essentially connected. “–কে বলেছেন?

উত্তর : অধ্যাপক বার্কার।

১৯. হুইগ দল কাদের সমর্থনপুষ্ট ছিল?

উত্তর : সমকালীন উদীয়মান বণিকশ্রেণির সমর্থনপুষ্ট।

২০. টোরি দল কাদের সমর্থনপুষ্ট ছিল?

উত্তর : অভিজাত ও সামন্তশ্রেণির সমর্থনপুষ্ট ।

২১. কোন আইনের পরিপ্রেক্ষিতে ব্রিটেনে দ্বি-দল ব্যবস্থার সৃষ্টি হয়?

উত্তর : ১৮৬৭ সালের সংস্কার আইন ।

২২. শ্রমিক প্রতিনিধি সমিতি’র পরিবর্তিত নাম কী?

উত্তর : শ্রমিক দল ।

২৩. ব্রিটিশ দলীয় ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : দ্বি-দলীয় ব্যবস্থা, দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা।

২৪. কে ব্রিটিশ দলীয় ব্যবস্থাকে ‘সুস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা’ বলেছেন?

উত্তর : জি.এ. অ্যালমন্ড ।

২৫. “The two-party system is the key to the understanding how the constitution really works.”-কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার ।

২৬. দ্বি-দলীয় ব্যবস্থার অন্যতম সাংগঠনিক ভিত্তি কী?

উত্তর : শৃঙ্খলাবোধ ।

২৭. ব্রিটেনে দ্বি-দলীয় ব্যবস্থার তিনটি কারণ লিখ ।

উত্তর : কমন্সসভার কার্য পদ্ধতি, আঞ্চলিক দলের সুযোগ নেই, দু’টি দলের পারস্পরিক ঐক্য ও সংহতি। ২৮. ব্রিটেনে রাজনৈতিক দলের তিনটি কার্যাবলি লিখ ।

উত্তর : নির্বাচনমূলক, জাতীয় সমস্যা নির্ধারণ, জনমত গঠন।

রক্ষণশীল দলের জাতীয় সংস্থার নাম কী?

উত্তর : ‘রক্ষণশীল ও ইউনিয়নিস্ট সমিতির জাতীয় সংঘ’।

৩০. উদারনৈতিক দলের জাতীয় সংস্থার নাম কী?

উত্তর : ‘জাতীয় উদারনৈতিক সংঘ’। ৩১. শ্রমিক দলের জাতীয় সংস্থার নাম কী?

উত্তর : ‘জাতীয় কার্যনির্বাহক কমিটি’। ৩২. রক্ষণশীল দল কীসের ধারক ও বাহক?

উত্তর : ধনতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার । ৩৩. শ্রমিক দল কোন মতবাদে বিশ্বাসী?

উত্তর : সমাজতন্ত্রে ।

৩৪. উদারনৈতিক দল কোন মতাবাদে বিশ্বাসী?

উত্তর : মিশ্র অর্থনীতি ।

৩৫. ব্রিটেনের কয়েকটি রাজনৈতিক দলের নাম লিখ।

ব্রিটেনের দলীয়ব্যবস্থা

উত্তর : শ্রমিক দল, রক্ষণশীল দল, উদারনৈতিক দল, কমিউনিস্ট দল, সামাজিক গণতন্ত্রী দল, ন্যাশনাল ফ্রন্ট প্রভৃতি ।

৩৬. পার্লামেন্টারি গণতন্ত্রের মূল ভিত্তি কী?

উত্তর : দলীয় প্রতিদ্বন্দ্বিতা ।

৩৭. ব্রিটেনের রাজনৈতিক দলগুলো মূলত কেমন?

উত্তর : কর্মসূচিমূলক।

৩৮. “দ্বি-দলীয় ব্যবস্থাই সুষ্ঠু ব্যবস্থা”–এই উক্তিটি কার?

উত্তর : শ্রমিক দলের নেতা মরিসন-এর ।

৩৯. রক্ষণশীল দলের জাতীয় সংস্থাগুলো কী?

উত্তর : রক্ষণশীল ও ইউনিয়নিস্ট সমিতির জাতীয় সংঘ।

৪০. ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের?

উত্তর : দ্বি-দলীয় ব্যবস্থা ।

৪১. শ্রমিক দলের কেন্দ্রীয় অফিস কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডন শহরে ।

৪২. “শ্রমিক দল ব্রিটেনে সাম্যবাদের নবযুগ স্থাপনে আগ্রহী।”—এই উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক বার্কার-এর।

৪৩. ব্রিটেনে কো-অপারেটিভ পার্টি কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯১৭ সালে ।

৪৪. কত সালে ব্রিটিশ ন্যাশনাল পার্টি গঠিত হয়?

উত্তর : ১৯৭৪ সালে।

৪৫. কত সালে ব্রিটেনে ন্যাশনাল ফ্রন্ট গঠিত হয়?

উত্তর : ১৯৬৭ সালে ।

৪৬. কত সালে ব্রিটেনে ফেলোশিপ পার্টি গঠিত হয়?

উত্তর : ১৯৫৫ সালে।

৪৭. ব্রিটেনের গ্রীন পার্টির সূত্রপাত হয় কবে?

উত্তর : ১৯৭৩ সালে ইকোলজি পার্টি নামে এ পার্টির সূত্রপাত হয়।

৪৮. কবে ইকোলজি পার্টির নাম গ্রীন পার্টি রাখা হয়?

উত্তর : ১৯৮৫ সালে ইকোলজি পার্টির নাম গ্রীন পার্টি রাখা হয় ।

৪৯. যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থা বর্তমান থাকার কারণ কী?

উত্তর : ১. ঐতিহ্যের প্রতি আসক্তি; ২. উদার দৃষ্টিভঙ্গি; ৩. সমঝোতার মনোভাব; ৪. নির্বাচন ব্যবস্থা; ৫. দলীয় শৃঙ্খলার কঠোরতা

৫০. ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখ ।

উত্তর : শ্রমিক দল’ ও রক্ষণশীল দল।

৫১ ব্রিটেনের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

উত্তর : রক্ষণশীল দল (Conservative party)।

 

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

১. ব্রিটেনে দলীয় ব্যবস্থার বিকাশ বর্ণনা কর ।

Describe about the evolution of British Party System.

২. ব্রিটিশ দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ।

Write down the characteristics of British Party System.

৩. ব্রিটেনে দ্বি-দলীয় ব্যবস্থার কারণ কী?

What are causes Bi-Party System in Britain?

৪. ব্রিটেনে দ্বি-দলীয় ব্যবস্থার সমর্থনে যুক্তি দাও ।

Give the arguements in favour of Bi-Party System in Britain.

৫. ব্রিটেনের রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলি বর্ণনা কর।

Describe the role and functions of the political partys in Britain.

৬. ব্রিটিশ দলীয় ব্যবস্থার সাংগঠনিক কাঠামো ব্যাখ্যা কর ।

Explain the organizational structure of Party System in Britain.

৭. ব্রিটেনের রাজনৈতিক দলসমূহের বর্ণনা দাও ৷

Describe about the political Parties of Briatain.

৮. রক্ষণশীল ও শ্রমিক দলের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

Make difference between the Conservative party and the Labour party.

রচনামূলক প্রশ্ন PART – C

১. ব্রিটেনের দলীয় ব্যবস্থা আলোচনা কর ।

Discuss the party system of Britain.

২. ব্রিটেনের রক্ষণশীল দল ও শ্রমিক দলের মধ্যে তুলনা কর ।

Compare bwtween Conservative Party and Labour Party.

৩. ব্রিটেনে দলীয় ব্যবস্থার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the origin and evolution of the Party system in Britain.

৪. ব্রিটিশ দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

Discuss about the characteristics of the Party system in Britain.

৫. ব্রিটেনে রাজনৈতিক দলগুলোর কার্যাবলি আলোচনা কর।

Discuss about the functions of the political parties in Britain.

৬. ব্রিটেনে রক্ষণশীল দল ও শ্রমিক দলের মৌলিক নীতি ও উদ্দেশ্য বর্ণনা কর ।

Describe the basic principles and objectives of the Conservative Party and the Labiur Party.

৭. ব্রিটেনে দ্বি-দলীয় ব্যবস্থার কারণগুলো আলোচনা কর ।

Discuss the causes of the Bi-Party system in Britain.

৮. ব্রিটেনের রক্ষণশীল দল ও শ্রমিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the the organizational structure of Conservative Party and Labour Party.

‘ হুইগ’ দলের পরিবর্তিত নাম কী?

Leave a Reply