সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান কে?

সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান কে?

১. সরকারের কোন বিভাগটি রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে থাকে?

উত্তর : শাসন বিভাগ ।

প্রতিটি দেশের রাষ্ট্রীয় প্রশাসন কোন বিভাগকে কেন্দ্র করে আবর্তিত হয়?

উত্তর : শাসন বিভাগ ।

সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান কে?

উত্তর : প্রধানমন্ত্রী।

৪. রাজনৈতিক শাসক কারা?

উত্তর : মন্ত্রীবর্গ ।

৫. অরাজনৈতিক শাসক কারা?

উত্তর : আমলারা।

৬. আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ কর।

উত্তর : ক. আইনসভার সদস্যদের অযোগ্যতা, খ. জনমত গঠনে ব্যর্থতা ।

৭. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বুঝায়?

উত্তর : রাষ্ট্রপতি হতে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত।

৮. শাসন বিভাগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৪ ভাগে।

৯. ব্যাপক অর্থে, শাসন বিভাগের অন্তর্ভুক্ত কারা?

উত্তর : রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে গ্রাম্য চৌকিদার পর্যন্ত ।

১০. সংকীর্ণ অর্থে, শাসন বিভাগের অন্তর্ভুক্ত কারা?

উত্তর : রাষ্ট্র ও সরকারের প্রধান এবং তার মন্ত্রিপরিষদ

১১. শাসন বিভাগের কয়টি অংশ থাকে?

উত্তর : দু’টি। যথা- (i) রাজনৈতিক বা অস্থায়ী অংশ এবং (ii) অ-রাজনৈতিক বা স্থায়ী অংশ ।

১২. শাসন বিভাগের রাজনৈতিক অংশের কাজ কী?

উত্তর : রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ ।

১৩. শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশের কাজ কী?

উত্তর : রাষ্ট্রের শাসন নীতি ও আইন বলবৎকরণ।

১৪. নামমাত্র বা নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও ।

উত্তর : ব্রিটেনের রাজা বা রানী, জাপানের রাজা, ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতি ।

Leave a Reply