রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বি এস এস (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা-২০১৩ (অনুষ্ঠিত- ১৩/০৫/১৫)] [২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ।] বিষয় কোড: ৭১৯২
(Political Organization and Political System of UK & USA )
১. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
ক. “Constitution is the way of life”- উক্তিটি কার?
ক-বিভাগ
উত্তর : “Constitution is the way of life”- উক্তিটি এরিস্টটলের।
. “The Spirit of laws” গ্রন্থটি কার লেখ।
উত্তর : “The Spirit of Laws” গ্রন্থটি মন্টেস্কুর লেখা ।
গ. গ্রিক শব্দ “Demos”-এর অর্থ কী ?
উত্তর : গ্রিক শব্দ “Demos” এর অর্থ জনগণ ।
ঘ. “Foedus” শব্দের অর্থ কী?
উত্তর : সন্ধি বা মিলন
1
ঙ. সরকারে চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয়।
চ. ব্রিটিশ আইনসভার নাম কী?
উত্তর : ব্রিটিশ আইনসভার নাম ব্রিটিশ পার্লামেন্ট ।
ছ. পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান?
উত্তর : পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতে বিদ্যমান। জ. “ম্যাগনাকার্টা” কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন ‘ম্যাগনাকার্টা’ স্বাক্ষরিত হয়।
ঝ. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ফ্যাসিবাদের জনক মুসোলিনি।
ঞ. গণতন্ত্রকে সফল করার তিনটি শর্তের উল্লেখ কর।
উত্তর : আইনের অনুশাসন, স্বাধীন প্রচার মাধ্যম, গণতান্ত্রিক ঐতিহ্য ।
ট. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান স্পিকার।
ঠ. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলো মার্কিন উপরাষ্ট্রপতি ।
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
২. ব্রিটেনের সংবিধানের উৎসগুলো কী?
গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
খ-বিভাগ
‘ক্ষমতার পূর্ণস্বতন্ত্রীকরণ সম্ভব নয় এবং বাঞ্ছনীয়ও নয়’- ব্যাখ্যা কর।
৫. আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর ।
৬. আধুনিক রাষ্ট্রে বিচারক নিয়োগের পদ্ধতিসমূহ কী?
৭. নির্বাচকমণ্ডলী কারা?
৮. কেবিনেটের একনায়কত্ব’ কী?
৯. মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর ।
গ-বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১০. একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
১১. মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলেন? এ সরকারের দোষ-গুণ আলোচনা কর ।
১২. আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৩. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝ? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর ।
১৪. জনমত কী? জনমত গঠনের উপাদানসমূহ আলোচনা কর।
১৫. ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর ।
১৬. ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলির একটি তুলনামূলক আলোচনা কর।
১৭. ‘মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ।’- আলোচনা কর ।
[বি এস এস (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা-২০১৪ (অনুষ্ঠিত-১/১২/১৫)] [২০০৯-২০১০ শিক্ষাবর্গের সিলেবাস অনুযায়ী ।
বিষয় কোড: ৭১৯২
(Political Organization and Political System of UK & USA)
১. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
ক. একনায়কতন্ত্র কী?
ক-বিভাগ
উত্তর : যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত থাকে তাকে একনায়কতন্ত্র বলে। খ. সংবিধানের দুটি উৎসের নাম লিখ।
উত্তর : সংবিধানের দুইটি উৎসের নাম হলো- (ক) ঐতিহাসিক সনদ, (খ) আইনসভা ।
গ. নাৎসিবাদের জনক কে?
উত্তর : নাৎসিবাদের জনক হিটলার।
ঘ. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন।
“Voice of the people is the voice of God”- উক্তিটি কার?
উত্তর : “Voice of the people is the voice of God”- উক্তিটি হলো রুশোর।
চ. ‘গণতন্ত্র হলো জনগণের দ্বারা; জনগণের জন্য এবং জনগণের সরকার” – উক্তিটি কার?
উত্তর : “গণতন্ত্র হলো জনগণের দ্বারা; জনগণের জন্য এবং জনগণের সরকার”- উক্তিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের।
ছ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ফরাসি দার্শনিক মন্টেস্কু।
জ. ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কী? উত্তর : লর্ডসভার প্রিভি কাউন্সিল ।
ঝ. ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?
উত্তর : কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন ।
ঞ. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলী ।
ট. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
.
উত্তর : জর্জ ওয়াশিংটন।
ঠ. মার্কিন যুক্তরাষ্ট্রের “ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫৩৮ জন ।
(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)
২. যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
৩. সংসদীয় সরকার বলতে কী বুঝ?
৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
৫. জনমতের মাধ্যমগুলি আলোচনা কর ।
৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝায়?
৭. ‘রাজা কোনো অন্যায় করতে পারে না’- ব্যাখ্যা কর ।
৮. সিনেটের সৌজন্য বলতে কী বুঝায়?
৯. মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা কর ।
(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)
১০. সংবিধান প্রণয়নের পদ্ধতি আলোচনা কর ।
গ-বিভাগ
১১. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর ।
১২. বিরোধী দল কী? গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
১৩. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয়?
১৪. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
১৫. বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বুঝ? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় এর তাৎপর্য বিশ্লেষণ কর ।
১৬. শাসন বিভাগ কী? আধুনিককালে শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে?
১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বি এস এস (অনার্স) দ্বিতীয় বর্ষ, পরীক্ষা-২০১৫ ( অনুষ্ঠিত- ২৮/০৫/১৬)] (Political Organization and Political System of UK & USA )
বিষয় কোড। 22১৯০৯
১. নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
ক. Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর : পলিটি (Policy) বা মধ্যতন্ত্র।
‘Demos’ শব্দের অর্থ জনগণ।
উত্তর : ‘Demos’ শব্দের অর্থ জনগণ ।
ক-বিভাগ
গ. “The System of fundamental political institutions is the constitution” উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক হারম্যান ফাইনার ।
ঘ. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
৫. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব।
চ. সংসদীয় সরকার ব্যবস্থায় আইন সভার প্রধান কে? উত্তর : স্পিকার।
ছ. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?
উত্তর : গ্রেট ব্রিটেন ও উত্তর আয়াল্যান্ডের যুক্তরাজ্য ।
জ. লর্ড সভার সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ড চ্যান্সেলর ।
ঝ. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়টি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র ৫০টি।
ঞ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর : একটি নির্বাচনি সংস্থা (Electoral college) দ্বারা নির্বাচিত হয় ।
ট . মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম হলো— প্ৰতিনিধি সভা ।
ঠ. গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
উত্তর : ব্রিটেনের গৌরবময় বিপ্লব ১৬৮৮ সালে সংঘটিত হয় ।
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
২. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর ।
৩. এরিস্টটল কীভাবে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
৪. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী? ৬. বৃটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী?
৭. কেবিনেট একনায়কত্ব কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী?
খ-বিভাগ
৯. মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন?
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
গ-বিভাগ
১০. গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সফলতার শর্তসমূহ আলোচনা কর ।
১১. যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর । ১২. সংসদীয় সরকার কাকে বলে? সংসদীয় সরকারের দোষ-গুণ আলোচনা কর ।
১৩. “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়”- ব্যাখ্যা কর।
১৪. ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর ।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
১৬. জাতীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা বর্ণনা কর ।
১৭. ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা কর ।
পূর্ণমান-চা
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলি জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) দ্বিতীয় বর্ষ, পরীক্ষা-২০১৬ ( অনুষ্ঠিত – ০৪/০২/২০১৭ইং)] রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয় কোড : 221909
ক-বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও) ১ × ১০ = ১০
ক. “Constitution is the way of life” উক্তিটি কার?
উত্তর : প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
খ. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন-এ ।
গ. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
উত্তর : দুই প্রকার ।
ঘ. সংবিধানের দুইটি উৎসের নাম লিখ।
G.
উত্তর : সংবিধানের দুইটি উৎসের নাম হলো— (ক) ঐতিহাসিক সনদ ও (খ) আইনসভা ।
“Foedus” শব্দের অর্থ কী?
উত্তর : সন্ধি বা মিলন ।
চ. নাৎসিবাদের জনক কে?
উত্তর : হিটলার।
ছ. ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর : লর্ডসভার প্রিভি কাউন্সিল।
জ. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর : ব্রিটেনের সংবিধান ।
ঝ. ব্রিটেনের কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬৫০ জন ।
ঞ. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : জর্জ ওয়াশিংটন।
ট. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত?
উত্তর : ৪ বছর।
ঠ. মার্কিন যুক্তরাষ্ট্রের “ইলেকটোরাল কলেজের” সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫৩৮ জন ।
খ-বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) ৪ × ৫ = ২০
যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর । বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
– গণতন্ত্রে জনমতের গুরুত্ব আলোচনা কর ।
.
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝায়?
- “রাজা কোনো অন্যায় করতে পারে না”- ব্যাখ্যা কর ।
– মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা কর ।
- . বিচার বিভাগীয় পর্যালোচনা কী ।
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
০. সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
১. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আলোচনা কর।
গ-বিভাগ
২. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর । ৩. “ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয়নি”-ব্যাখ্যা কর ।
৪. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয়?
৫. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৬. “মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ”- আলোচনা কর । ৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার মধ্যে পার্থক্য আলোচনা কর ।
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) দ্বিতীয় বর্ণ; পরীক্ষা- ২০১৭ ( অনুষ্ঠিত – ১৩/০১/২০১৮)। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিষয়: Political Organization and the Political System of UK and UAS বিষয় কোড 22.1900
১. নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
‘Modem Constitution’ বইটির লেখক কে?
বিভাগ
উত্তর : ‘Modern Constitution’ বইটির লেখক কে.সি. হুয়ার। ‘Sovereignty’ শব্দের উৎস কী?
উত্তর : ‘Sovereignty’ শব্দের উৎস চূড়ান্ত বা প্রধান ।
গ. ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর : ব্রিটেনে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ১৬৮৮ সালে।
ঘ. ব্রিটেনে বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম থেরেসা মে।
সরকারের অঙ্গসমূহ কী কী ?
উত্তর : সরকারের অঙ্গসমূহ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
চ. ব্রিটিশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
. উত্তর : দ্বিকক্ষ বিশিষ্ট যথা লর্ডসভা ও কমন্সসভা ।
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?
উত্তর : ১৭৮৯ সালে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম রিপাবলিকান দল ।
ঝ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়?
উত্তর : একটি নির্বাচনি সংস্থা (Electoral college) দ্বারা নির্বাচিত হয়।
ঞ. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি প্রয়োগ করেন । মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি মার্কিন উপরাষ্ট্রপতি।
ঠ. লর্ড সভার সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ডসভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
খ বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
২. উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী?
৩. সাংবিধানিক আইন কাকে বলে?
৪. ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিগুলো কী কী?
৫. রাজকীয় বিশেষাধিকার বলতে কী জান?
৬. কেবিনেটের একনায়কত্ব কী?
৭. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব কী?
৮. সিনেটের সৌজন্য বলতে কী বুঝ?
৯. মার্কিন যুক্তরাষ্ট্রে “Spoil system” কী?
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১০. গণতন্ত্রের সফলতার শর্তগুলো বর্ণনা কর ।
১১. যুক্তরাষ্ট্রীয় সরকারের পূর্ব শর্তগুলো ব্যাখ্যা কর ।
গ-বিভাগ
১২. আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন কর।
১৩. ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার মধ্যে তুলনামূলক আলোচনা কর ।
১৪. ‘ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম’- উক্তিটি ব্যাখ্যা কর ।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন; ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর ।
১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলি জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) ২য় বর্ষ পরীক্ষা- ২০১৮ ( অনুষ্ঠিত – ১৫/০১/২০১৯)।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিষয়: (Political Organization and Political System of UK & USA)
নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
. ‘Constitution is the way of life. – উক্তিটি কার?
উত্তর : প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
‘Demos’ শব্দের অর্থ কী?
উত্তর : জনগণ ।
গ. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : মুসোলিনি।
ঘ. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব।
ম্যাগনাকাটা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন-এ।
চ. ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?
উত্তর : কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন ।
গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?
ক-বিভাগ
উত্তর : গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য।
জ. “The Spirit of Laws” গ্রন্থটির লেখক কে?
উত্তর : মন্টেস্কু।
ঝ. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?
উত্তর : জো বাইডেন ।
এবং. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কতটি?
উত্তর : ৫০টি ।
ঠ. সংবিধানের দুটি উৎসের নাম লিখ ।
উত্তর : (ক) ঐতিহাসিক সনদ ও (খ) আইনসভা ।
খ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
২. সংবিধান বলতে কী বুঝ?
৩. নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও।
৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ ?
৫. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝ?
৬. বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
৭. সংসদীয় সরকার বলতে কী বুঝ?
৮. মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।
আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর ।
গ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১০. গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১১. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর ।
১২. “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়”- ব্যাখ্যা কর।
১৩. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৪. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর।
১৫. যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১৬. “মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ”- ব্যাখ্যা কর। ১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার মধ্যে পার্থক্য আলোচনা কর ।
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) ২য় বর্ষ; পরীক্ষা- ২০১৯ (অনুষ্ঠিত- ০৪/১২/২০১৯) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিষয় : (Political Organization and Political System of UK & USA)
১. নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ।
ক বিভাগ
ক. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার”—উক্তিটি কার?
উত্তর : সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ।
খ. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার। ১. সুপরিবর্তনীয় সংবিধান ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান ।
গ. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলী।
ঘ. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
চ.
উত্তর : জন লক ।
‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : মন্টেস্কু।
ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : মন্টেস্কু ।
ছ. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
উত্তর : স্পিকার।
‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তর : সন্ধি বা মিলন
ঝ. ` “Electorate is the main basis of Representative Democracy”-উক্তিটি কার?
উত্তর : প্রফেসর উইলোবী ।
ঞ. ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর : ১৬৮৮ সালে ।
ট. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫৩৮ জন ।
ঠ. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
খ-বিভাগ
উত্তর : মার্কিন উপ-রাষ্ট্রপতি।
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
২. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য লিখ।
৩. যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
- গণতন্ত্রে জনমতের গুরুত্ব আলোচনা কর ।
৫. রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
৬. চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী?
৭. কেবিনেটের একনায়কত্ব কী?
৮. “রাজা কোনো অন্যায় করতে পারে না” ব্যাখ্যা কর।
৯. মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা কর ।
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]
১০. গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি আলোচনা কর।
১১. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আলোচনা কর।
গ-বিভাগ
১২. জনমতের সংজ্ঞা দাও। জনমত গঠনের উপাদানসমূহ আলোচনা কর ।
১৩. “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম”— উক্তিটি ব্যাখ্যা কর।
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
১৬. মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা কর । ১৭. ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা কর ।