Table of Contents
Toggleমার্কিন যুক্তরাষ্ট্রের হুইগ দল বর্তমানে কী দল নামে পরিচিত?
মার্কিন যুক্তরাষ্ট্রের হুইগ দল বর্তমানে কী দল নামে পরিচিত?
উত্তর : রিপাবলিকান দল ( Republican party)।
১. মার্কিন দ্বি-দলীয় ব্যবস্থার প্রকৃতি কী?
উত্তর : অস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা ।
২. মার্কিন যুক্তরাষ্ট্রের দল দু’টির কাঠামো কী?
উত্তর : বিকেন্দ্রীকৃত (Decentralized)।
৩. কোন দেশের নিম্নকক্ষে বিরোধী দল কম মর্যাদা ভোগ করে?
উত্তর : মার্কিন প্রতিনিধিসভায় ।
৪. ডেমোক্র্যাটিক দল কোন অংশের দলরূপে পরিগণিত?
উত্তর : দক্ষিণের।
৫. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দু’টি দলের নাম লিখ ।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রী দল এবং সাধারণতন্ত্রী দল (Democratic and Republican Party)।
৬. মার্কিন দলীয় ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : দ্বি-দলীয় ব্যবস্থা, আঞ্চলিকতা, বিকেন্দ্রীকরণ দলীয়-ব্যবস্থা, স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব ।
৭. “The American political system is a classical example of the two party system”— কে বলেছেন?
উত্তর : ই. ই. স্ক্যাটস্নেইডার ।
৮. মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের চারটি কার্যাবলি লিখ।
উত্তর : নির্বাচনমূলক কার্যকলাপ, সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন ।
৯. রিপাবলিকান দল কোন অংশের দলরূপে পরিগণিত?
উত্তর: উত্তর ও পশ্চিমাংশের।
১০. গণতন্ত্রী ও সাধারণতন্ত্রী দল দু’টি মূলত কী দল?
উত্তর : আঞ্চলিক ও রাজ্য দল ।
১১. কখন দল দু’টি জাতীয় দলে পরিণত হয়?
উত্তর : রাষ্ট্রপতি নির্বাচনের সময়।
১২. কে মার্কিন দ্বি-দলীয় ব্যবস্থাকে ‘অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা’ বলে বর্ণনা করেছেন?
উত্তর : অ্যালমন্ড ।
১৩. কে মার্কিন রাজনৈতিক দলসমূহকে ‘একটা চমকপ্রদ ঘটনা’ রূপে চিহ্নিত করেছেন?
উত্তর : এস. ই. ফাইনার (S.E. Finer)।
১৪. কে ‘রিপাবলিকান দল’ গড়ে তুলেন?
উত্তর : টমাস জেফারসন (Thomas Jeferson ) ।
১৫. রিপাবলিকান দলের মধ্যে সৃষ্ট দু’টি পরস্পরবিরোধী চক্রের নাম কী ছিল ? উত্তর : ডেমোক্রেটিক-রিপাবলিকান এবং ন্যাশনাল রিপাবলিকান ।
১৬. ডেমোক্র্যাটিক রিপাবলিকান চক্র পরবর্তীকালে কী নামে পরিচতি লাভ করে?
উত্তর : ডেমোক্র্যাটিক দল (Democratic Party)।
১৭. ন্যাশনাল রিপাবলিকান চক্র কী নামে পরিচিতি লাভ করে?
উত্তর : হুইগ দল।
হুইগ দল বর্তমানে কী দল নামে পরিচিত?
উত্তর : রিপাবলিকান দল ( Republican party)।
১৯. ফেডারেলিস্ট দলের প্রধান নীতি কী ছিল?
উত্তর : কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠা। ২০. ফেডারেলিস্ট বিরোধী দলের মূলনীতি কী ছিল?
উত্তর : অঙ্গরাজ্যের সরকারের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
২১. আলেকজান্ডার-হ্যামিলটন কোন দলে ছিলেন?
উত্তর : ডেমোক্রেটিক (Democratic)।
২২. কোন দল দক্ষিণের নিগ্রোদের অধিকার রক্ষার স্বপক্ষে ছিল?
উত্তর : ডেমোক্রেটিক দল (Democratic Party)।
২৩. কোন রাষ্ট্রপতির আমলে মার্কিন যুক্তরাষ্ট্রে দু’টি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?
উত্তর : রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের দ্বিতীয় মেয়াদের শাসনকালে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাঁচটি রাজনৈতিক দলের নাম লিখ ৷
উত্তর : সমাজতন্ত্রী শ্রমিক দল, কমিউনিস্ট দল, উদারনৈতিক দল, রক্ষণশীল দল, শ্রমিক দল । ২৫. যুক্তরাষ্ট্রীয় দলের প্রতিষ্ঠাতার নাম কী? (ওয়াশিংটন আমলের)
উত্তর : আলেকজান্ডার হ্যামিলটন ।
২৬. যুক্তরাষ্ট্র বিরোধী দলের প্রতিষ্ঠাতার নাম কী? (ওয়াশিংটন আমলের)
উত্তর : টমাস জেফারসন ।
২৭. জেফারসন কত সালে আমেরিকার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তর : ১৭৯৩ সালে।
২৮. রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : টমাস জেফারসন।
২৯. কত সালে নির্বাচনে টমান জেফারসন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তর : ১৮০০ সালের নির্বাচনে।
৩০. আমেরিকায় কত সালে যুক্তরাষ্ট্রীয় দলের বিলোপ ঘটে?
উত্তর : ১৮১৬ সালে।
৩১. মার্কিন সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে চিন্তা-ভাবনা শুরু হয় কবে?
উত্তর : ১৭৮৭ সালে ।
৩২. কে কবে রিপাবলিকান দল গড়ে তোলে?
উত্তর : ১৭৯৩ সালে জেফারসন ওয়াশিংটনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের কিছু দিনের মধ্যে রিপাবলিকান দল গড়ে তুলে। ৩৩. জর্জ ওয়াশিংটনের কার্যকালের দ্বিতীয় পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি রাজনৈতিক দলের উদ্ভব হয়?
উত্তর : দু’টি।
৩৪. হ্যামিলটন-ওয়াশিংটন রাজনৈতিক দলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : Federalist নামে ।
৬৭২
৩৫. জেফারসন-ম্যাডিসনের রাজনৈতিক দলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : Anti-federalist নামে।
৩৬. কবে রিপাবলিকান দলের মধ্যে পরস্পরবিরোধী দু’টি দলের সৃষ্টি হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দিতে ।
৩৭. ঊনবিংশ শতাব্দিতে রিপাবলিকান দলের মধ্যে সৃষ্ট পরস্পরবিরোধী গোষ্ঠী দুটি কী কী?
উত্তর : ডেমোক্র্যাটিক রিপাবলিক এবং ন্যাশনাল রিপাবলিক।
৩৮. ডেমোক্রেটিক রিপাবলিক পরবর্তীতে কী নামে পরিচিত হয়?
উত্তর : ডেমোক্র্যাটিক নামে ।
সংক্ষিপ্ত প্রশ্ন PART – B
মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় ব্যবস্থার উদ্ভব বর্ণনা কর ।
Describe the origin of party system in the USA.
২. মার্কিন দলীয় ব্যবস্থার সাংগঠনিক কাঠামো দেখাও ।
Show the organizational structure of the party system in the USA.
৩. মার্কিন দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ।
Write the characteristics of the party system in the USA.
৪. মার্কিন দ্বি-দলীয় ব্যবস্থাকে ‘অস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা’ বলা হয় কেন?
Why the bi-party system in the USA is called indistinct bi-party system?
৫. মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থা টিকে থাকার কারণ উল্লেখ কর।
Mention the causes to exist the bi-party system in the USA.
৬. মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থার পরিণামসমূহ উল্লেখ কর ।
Mention the consequence of the bi-party system in the USA.
৭. গণতন্ত্রী ও সাধারণতন্ত্রী দলের দলীয় কর্মসূচি বর্ণনা কর ।
Describe the party programs of the Democratic Party and the Republican Party
৮. মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি কী কী?
What are the functions of the political party in the USA?
রচনামূলক প্রশ্ন PART – C
১. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর । Describe a short history of the political party of the USA.
২. মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।
Discuss the basic characteristics of the party system of the USA.
৩. মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থা টিকে থাকার কারণ আলোচনা কর ।
Discuss the causes to exist the bi-party system in the USA.
৪. মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর কার্যাবলি আলোচনা কর ।
Discuss the functions of the political party in the USA.
৫. মার্কিন ও ব্রিটিশ দলীয় ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা কর ।
Comparatively discuss between the party system of the USA and the UK.
৬. মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় ব্যবস্থার পরিণামসমূহ আলোচনা কর ।
Discuss the consequence of the bi-party system in the USA.
৭. মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান থাকার কারণ ব্যাখ্যা কর ।
Explain the causes to exist the bi-party system in the USA.
মার্কিন যুক্তরাষ্ট্রের হুইগ দল বর্তমানে কী দল নামে পরিচিত?