Table of Contents
Toggleমার্কিন কংগ্রেস কত কক্ষবিশিষ্ট আইনসভা?
মার্কিন কংগ্রেস কত কক্ষবিশিষ্ট আইনসভা?
উত্তর : দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
স্পিকার কাকে বলে?
উত্তর : প্রতিনিধি সভার সভাপতিকে স্পিকার বলে ।
মার্কিন কংগ্রেস কত কক্ষবিশিষ্ট আইনসভা?
উত্তর : দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
৩. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষে নাম প্রতিনিধি সভা ।
অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বমূলক কক্ষ কোনটি?
উত্তর : সিনেট (Senate)।
মার্কিন জনসাধারণের প্রতিনিধিত্বমূলক কক্ষ কোনটি?
উত্তর : প্রতিনিধি সভা ( House of Representative).
মার্কিন আইনসভার নাম কী?
উত্তর : কংগ্রেস (Congress ) ।
কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী?
উত্তর : প্রতিনিধি সভা ( House of Representative) ।
কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?
উত্তর : সিনেট (Senate) ।
বর্তমানে মার্কিন প্রতিনিধি সভার সদস্যসংখ্যা কত?
উত্তর : ৪৩৫ ।
১০. প্রতিনিধি সভার সদস্য পদপ্রার্থীর বয়স কত বছর লাগে?
উত্তর : ২৫ বছর।
মার্কিন কংগ্রেসের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?
উত্তর : প্রত্যক্ষভাবে ( Directly)।
১২. ‘প্রতিনিধি সভার সদস্যগণকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : ‘প্রতিনিধি’।
১৩. ‘সিনেটের’ সদস্যগণকে কী নামে সম্বোধন করা হয়?
উত্তর : ‘সিনেটর’ ।
১৪. ‘প্রতিনিধি সভা’ কী নামে পরিচিত?
উত্তর : ‘জনপ্রিয় কক্ষ’ বা ‘জনগণের সভা’ ।
১৫. ‘সিনেট’ কী নামে পরিচিত?
উত্তর : ‘রাষ্ট্রীয় সভা ।’
১৬. সংবিধান প্রবর্তনের প্রাক্কালে প্রথম কংগ্রেসে প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : মাত্র ৬৫ জন ।
প্রতিনিধি সভার কার্যকাল কত বছর?
উত্তর : দু’বছর।
১৯. প্রতিনিধি সভার কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় সদস্য সংখ্যা কত?
উত্তর : ২১৮ জন ।
২০. প্রতিনিধি সভার সদস্যদের কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
উত্তর : ২৫ বছর ।
২১. ‘জেরিমেন্ডারিং’ শব্দটি কার নাম অনুসারে প্রচলিত হয়েছে?
উত্তর : ম্যাসাতচুস্টেসের গভর্নর জেরি।
২২. প্রতিনিধি সভার অধিবেশন কখন আহ্বান করা হয়?
উত্তর : জানুয়ারি মাসের ৩ তারিখে ।
২৩. প্রতিনিধি সভার অধিবেশন চলে কত তারিখ পর্যন্ত ?
উত্তর : জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।
২৪. বর্তমানে প্রতিনিধি সভায় কতটি কমিটি আছে?
উত্তর : ৬০টির মতো ।
২৫. মার্কিন প্রতিনিধিসভার কার্যাদি কীসের মাধ্যমে সম্পাদিত হয়?
উত্তর : কমিটির মাধ্যমে ।
২৬. অর্থবিল সর্বপ্রথম কোথায় উত্থাপন করতে হয়?
উত্তর : প্রতিনিধিসভায় ।
২৭. মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকার কাকে বলা হয়?
উত্তর : প্রতিনিধিসভার সভাপতিকে।
২৮. প্রতিনিধিসভার স্পিকারের কার্যকাল কত বছর?
উত্তর : ২ বছর।
২৯. কে প্রতিনিধিসভার স্পিকার হিসেবে ১৬ বছর কাজ করেছেন?
উত্তর : স্যাম রেবার্ন ।
প্রতিনিধিসভার স্পিকারের চারটি কার্যাবলি লিখ।
উত্তর : সভা পরিচালনা, নিয়ামাবলি প্রয়াগ ও ব্যাখ্যা কমিটিতে বিল প্রেরণ, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা।
- “The speaker has traditionally been one of the more powerful position in American politics. ” কে বলেছেন?
উত্তর : চার্লস ও জোন্স ।
৩২. “The Speaker of the house is almost one of the two or three most respecte and influential
members of the majority party”- কে বলেছেন?
উত্তর : কার, বার্নাস্টেইন ও মর্ফি ।
৩৩. “He is today one of the majority party leaders”- কে বলেছেন?
উত্তর : অধ্যাপক ফাইনার (Prof. Finer ) ।
৩৪. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা কত?
উত্তর : ১০০ জন ।
৩৫. মার্কিন সিনেটের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর : ৬ বছরের জন্য ।
৩৬. প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সিনেটে কতজন করে সদস্য নির্বাচিত হয়?
উত্তর : ২ জন করে ।
৩৭. সিনেটের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা কী কী?
উত্তর : কমপক্ষে ৯ বছর মার্কিন নাগরিক হতে হবে, ৩০ বছর বয়স্ক হতে হবে, নির্বাচিত অঙ্গরাজ্যের অধিবাসী হতে হবে। ৩৮. ‘পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় পরিষদ”— কোনটি?
উত্তর : মার্কিন সিনেট (Senate)।
৩৯. ‘The Senate is not only as strong as but probably stronger than the Lower House of the United
States Congress”- কে বলেছেন?
উত্তর : কে.সি. হুইয়ার ।
৪০. সিনেটের চারটি প্রধান কার্যাবলি লিখ ।
উত্তর : বিল উত্থাপন, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, বৈদেশিক সম্পর্ক বিষয়ক ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা।
৪১. ‘সিনেটের সৌজন্যবিধি’ নামক সাংবিধানিক প্রথা কোথায় গড়ে উঠেছে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে।
৪২. যে কোনো বৈদেশিক চুক্তি বা সন্ধি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার অনুমোদন বাধ্যতামূলক?
উত্তর : সিনেটের ( Senate)।
- “The American Senate has became the most remarkable invention of modern politics”— কে বলেছেন?
উত্তর : লিন্ডসে রোজার্স ।
৪৪. মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র কার্যকরী যুক্তরাষ্ট্রীয় পরিষদ কোনটি?
উত্তর : সিনেট (Senate) ।
৪৫. প্রথম কংগ্রেসে সিনেটের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ২৬ জন ।
৪৬. সিনেটের কর্তৃত্ব বৃদ্ধির চারটি কারণ লিখ ।
উত্তর : গঠন ব্যবস্থা, সংবিধান প্রদত্ত ক্ষমতা, কার্যকাল, রাজনৈতিক অভিজ্ঞতা ।
- “American Government is Congressional Government”- কে বলেছেন?
উত্তর : উড্রো উইলসন (Woodrow Willson ) ।
৪৮. “The Congress is a leviathan in chains” – কে বলেছেন?
উত্তর : অধ্যাপক মুনরো (Prof. Monro) ।
৪৯. মার্কিন কংগ্রেসের চারটি সীমাবদ্ধতা লিখ ।
উত্তর : আইন প্রণয়নের ক্ষমতা অবাধ নয়, বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা, শাসন বিভাগের ক্রমবর্ধমান গুরুত্ব, রাষ্ট্রপতির রাজনৈতিক প্রভাব ।
৫০. “Congressional politics is committee politics” – কে বলেছেন?
উত্তর : জে. এ. রবিনসন (J.A. Robinson)।
৫১. মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন পদ্ধতির প্রথম পর্যায় কোনটি?
উত্তর : বিল উত্থাপন ।
৫২. মার্কিন কংগ্রেসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কমিটি কোনটি?
উত্তর : স্থায়ী কমিটি।
৫৩. বিল পাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পর্যায় কোটি?
উত্তর : কমিটি পর্যায় ।
৫৪. মার্কিন সংবিধান কংগ্রেসকে কয় ধরনের ও কী কী আইন প্রণয়নমূলক ক্ষমতা প্রদান করেছে?
উত্তর : মার্কিন সংবিধান দুই ধরনের আইন প্রণয়নমূলক ক্ষমতা প্রদান করেছে। যথা ১. হস্তান্তরিত ক্ষমতা, ২. যুগ্ম ক্ষমতা । ৫৫. কে মার্কিন কংগ্রেসকে শৃঙ্খলিত বলে অভিহিত করেছেন?
উত্তর : অধ্যাপক মুনরো ৷
৫৬. যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুসারে সিনেটকে কী বলা হয়?
উত্তর : যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুসারে সিনেটের অঙ্গরাজ্যের প্রতিনিধিমূলক কক্ষ বলা হয়।
৫৭. যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুসারে প্রতিনিধি সভাকে কী বলা হয়?
উত্তর : জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ বলা হয় ৷
৫৮. মার্কিন কংগ্রেসের প্রতিনিধিসভা এবং সিনেটের সদস্যরা কীভাবে নির্বাচিত হয়?
উত্তর : প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়।
৫৯. মার্কিন প্রতিনিধিসভার এবং সিনেটের সদস্যদেরকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : সিনেটর নামে অভিহিত করা হয় ।
৬০. মার্কিন প্রতিনিধি সভা কীভাবে গঠিত হয়?
উত্তর : বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় ভিত্তিতে গঠিত হয় । ৬১. সংবিধান প্রবর্তনের প্রাক্কালে প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৬৫ জন ।
৬২. মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম ক?
উত্তর : প্রতিনিধি সভা ৷
৬৩: প্রতিনিধিসভার কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় সদস্য সংখ্যা কত?
উত্তর : ২১৮ জন ।
৬৪. প্রতিনিধিসভার কার্যকালের মেয়াদ কয় বছর?
উত্তর : দু’বছর।
৬৫. মার্কিন প্রতিনিধিসভার সদস্য পদপ্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হয়?
উত্তর : ২৫ বছর হতে হবে।
৬৬. মার্কিন প্রতিনিধিসভার পদপ্রার্থীকে অন্তত কত বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে?
উত্তর : সাত বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে।
৬৭. মার্কিন প্রতিনিধিসভার অধিবেশন বছরে অন্তত কয় বার আহ্বান করতে হয়?
উত্তর : একবার আহ্বান করা হয় ।
৬৮. মার্কিন প্রতিনিধিসভার অধিবেশন কবে আহ্বান করা হয়?
উত্তর : জানুয়ারি মাসের ৩ তারিখে আহ্বান করা হয় ।
৬৯. মার্কিন প্রতিনিধিসভার অধিবেশন কত দিন পর্যন্ত চলে?
উত্তর : জানুয়ারি ৩ তারিখে থেকে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত চলে ।
৭০. মার্কিন সিনেটের সদস্যা সংখ্যা কত?
উত্তর : ১০০।
৭১. মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর : ৬ বছরের জন্য নির্বাচিত হন ।
৭২. মার্কিন সিনেট কোন ধরনের সভা?
উত্তর : স্থায়ী সভা ।
৭৩. কত বছর অন্তর মার্কিন সিনেটের এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে এবং তাদের শূন্য আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : প্রত্যেক দু’বছর অন্তর মার্কিন সিনেটের এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে এবং তাদের শূন্য আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
৭৪. মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তর : ৩০ বছর
৭৫. মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে?
উত্তর : ৯ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে।
৭৬. অর্থ বিল সর্বপ্রথম কংগ্রেসের কোন কক্ষে উত্থাপন করতে হয়?
উত্তর : নিম্নকক্ষ প্রতিনিধি সভায় ।
৭৭. কোন বিলের ব্যাপারে প্রতিনিধিসভা ও সিনেটের মধ্যে মতপার্থক্য দেখা দিলে কীভাবে তার নিষ্পত্তি করা হয়?
উত্তর : উভয় কক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত কনফারেন্স কমিটিতে তা নিষ্পত্তি করা হয় ।
৭৮. মার্কিন প্রতিনিধি সভা প্রেসিডেন্টের নির্বাচনি কার্যে অংশগ্রহণ করে কয় বছর অন্তর?
উত্তর : মার্কিন প্রতিনিধিসভা প্রেসিডেন্টের নির্বাচনি কার্যে প্রতি চার বছর অন্তর অংশগ্রহণ করে থাকে ।
৭৯. পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কাকে?
উত্তর : পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় মার্কিন সিনেটকে।
৮০. মার্কিন কংগ্রেসের অধিকতর মর্যাদাসম্পন্ন কক্ষ কোনটি?
উত্তর : সিনেট।
৮১. “The Power of the Senate are very great, probably no second chamber in the world has an
influence so real and direct”- কথাটি কে বলেছেন?
উত্তর : অধ্যাপক ফাইনার ।
৮২. আধুনিক আইনসভা সমূহের সময়ের অভাব, আইন প্রণয়নে জটিলতা, সমস্যার বৈচিত্র্যতা, সদস্যদের বিশেষজ্ঞতার
অভাব প্রভৃতি কারণে কোন ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে?
উত্তর : কমিটি ব্যবস্থা ।
৮৩. মার্কিন কংগ্রেসের কক্ষসমূহ কয়টি ও কী কী?
উত্তর : ২টি। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি সভা ।
৮৪. মার্কিন আইনসভায় কোনগুলো শ্রম বণ্টনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে কাজ করে?
উত্তর : কমিটিসমূহ।
৮৫. কমিটি ব্যবস্থাকে আইনসভার কোন ধরনের সংস্করণ বলা হয়?
উত্তর : ‘সংক্ষিপ্ত সংস্করণ’ বলা যায়।
৮৬. কংগ্রেসের যে কোনো কক্ষে বিল উত্থাপনের পর কোনো রকম বিতর্ক ছাড়াই বিলটিকে কোথায় প্রেরণ করা হয়?
উত্তর : সংশ্লিষ্ট কমিটির নিকট।
৮৭ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিবেচনার পর সংশ্লিষ্ট বিলটি সম্পর্কে কমিটি কয় প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে?
উত্তর : চার প্রকার ।
৮৮. মার্কিন কংগ্রেসের কমিটিগুলোকে উড্রো উইলসন কী নামে অভিহিত করেছিলেন?
উত্তর : ‘ক্ষুদ্র আইনসভা’ (Little Legislature ) ।
৮৯. ‘কংগ্রেসের রাজনীতি হলো মূলত কমিটি রাজনীতি’ (Congressional politics is Committee politics) কে বলেছেন?
উত্তর : রবিনসন (J. A. Robinson)।
৯০. কে মার্কিন শাসনব্যবস্থাকে “কংগ্রেসের স্থায়ী কমিটির মাধ্যমে পরিচালিত শাসনব্যবস্থা” (Government by standing Committees of Congress) বলে অভিহিত করেছেন?
উত্তর : উড্রো উইলসন ।
৯১. ‘কমিটিগুলো হলো প্রতিনিধিসভার চক্ষু, কর্ণ, হস্ত এবং অধিকাংশ ক্ষেত্রেই উহার মস্তিষ্ক’ (The Committees act as “the
eye, the ear, the hand and very often the brain of the house.” কে বলেছেন ?
উত্তর : প্রতিনিধিসভার খ্যাতিমান প্রাক্তন স্পিকার টমাস রীড (Thomas B. Reed)।
সংক্ষিপ্ত প্রশ্ন PART – B
মার্কিন কংগ্রেসের গঠন পদ্ধতি বর্ণনা কর।
Describe the formation of the congress of the USA.
মার্কিন প্রতিনিধি সভার গঠন উল্লেখ কর?
Mention the formation of the house of representative of USA.
জেরিমেন্ডারিং কী?
What is Jerimendaring?
8.মার্কিন প্রতিনিধিসভার কার্যাবলি লিখ।
৫.Write down the functions of the house of representative of USA.
প্রতিনিধিসভার স্পিকারের নির্বাচন বর্ণনা কর ।
Describe the election procedure of the speaker of the house of representative of USA.
৬. প্রতিনিধিসভার স্পিকারের কার্যাবলি বর্ণনা কর ।
Describe the functions of the speaker of the house of representative.
9.মার্কিন প্রতিনিধিসভা ও ব্রিটিশ কমন্সসভার মধ্যে তুলনা কর ।
Compare between the house of representative of USA and the Congress of UK. ৮. সিনেটের গঠন পদ্ধতি বর্ণনা কর।
Describe the formation of the Senate.
৯. সিনেটের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা কী কী?
What are the qualifications to elect the member of the Senate?
১০. সিনেটের ক্ষমতা ও কার্যাবলি কী কী?
What are the powers and functions of the Senate?
১১. ‘সিনেটের সৌজন্যবিধি’ কী?
What is the Senatorial Courtesy?
১২. সিনেটের শক্তিশালী হওয়ার কারণ কী কী?
What are the cause to strong the Senate?
১৩. মার্কিন সিনেটের সীমাদ্ধতাগুলো লিখ ।
Write the limitations of the Senate of the USA.
১৪. সিনেট ও প্রতিনিধিসভার মধ্যে পার্থক্য কী কী?
What are the difference between the Senate and the house of representative?
১৫. মার্কিন সিনেটকে ‘পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ’ বলার কারণ কী?
What are the causes to call the Senate as “the most powerful 2nd chamber of the World”?
১৬. মার্কিন কংগ্রেসের আইন সংক্রান্ত ক্ষমতা লিখ ।
Write the legal powers of the Congress of the USA.
১৭. মার্কিন কংগ্রেসের শাসন সংক্রান্ত ক্ষমতা বর্ণনা কর ।
Describe the executive powers of the Congress of the USA.
১৮. মার্কিন কংগ্রেসের উপর আরোপিত সাংবিধানিক বাধাগুলো কী কী?
What are the constitutional barriers on the Congress of the USA?
১৯. মার্কিন কমিটি ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ ।
Write the characteristics of the committee system of the USA. ২০. কংগ্রেসের বিভিন্ন কমিটির বর্ণনা দাও ।
Describe the various committee of the Congress. ২১. মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন পদ্ধতির পর্যায়গুলো বর্ণনা কর ।
Describe the law making stages of the Congress of USA. ২২. “কংগ্রেস হলো একটি শৃঙ্খলিত ‘লেভিয়াথান’- আলোচনা কর ।
*”The Congress of USA is a Leviathan in Chain” – Discuss.
২৩. মার্কিন কংগ্রেসের বৈশিষ্ট্য উল্লেখ কর।
Mention the characteristics of the Congress of USA.
২৪. মার্কিন কংগ্রেসের কমিটি ব্যবস্থার গুরুত্ব বর্ণনা কর।
Describe the importance of the committee system of the Congress of USA.
রচনামূলক প্রশ্ন PART – C
১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
Discuss the formation, power and functions of the house of representative of USA.
২. মার্কিন প্রতিনিধিসভার স্পিকারের নির্বাচন, কার্যাবলি এবং পদমর্যাদা আলোচনা কর ।
Discuss the election procedure, functions and status of the speaker of the house of representative of USA. ৩. মার্কিন প্রতিনিধিসভার স্পিকারের ক্ষমতা ও মর্যাদার সাথে ব্রিটিশ কমন্সসভার স্পিকারের ক্ষমতা ও মর্যাদার তুলনা কর ।
Compare the the functions and status of the speaker of the house of commons of the UK with the speaker of the house of representative of USA.
৪. মার্কিন প্রতিনিধিসভার সাথে ব্রিটিশ কমন্সসভার তুলনামূলক আলোচনা কর।
Comparatively discuss the power of the house of commons of the UK, with the house of representative of USA.
৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা কর ।
Discuss the formation, power and the functions of the Senate of the USA.
৬. মার্কিন সিনেটের শক্তিশালী হওয়ার কারণ আলোচনা কর। এর সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর ।
Discuss the causes to strong the Senate of the USA. Describe tle limitations of it.
৭. মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হিসেবে গণ্য করা কতদূর যুক্তিসঙ্গত? ব্যাখ্যা কর।
How does reasonable to consider the Senate the most powerful 2nd chamber of the World? Explain.
৮. ব্রিটেনের লর্ডসভার ক্ষমতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের তুলনামূলক আলোচনা কর ৷
Comparatively discuss the powers the Senate of the USA with the powers of the house of lords of UK.
৯. মার্কিন কংগ্রেসের দু’টি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা কর ।
Discuss the relations between two chambers of the Congress of USA. ১০. মার্কিন কংগ্রেসের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা কর ।
Discuss the powers, functions, and status of the Congress of USA. ১১. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর ।
Discuss the limitations of the power of the Congress of USA. ১২. মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার সাথে ব্রিটিশ কমিটি ব্যবস্থার তুলনা কর ।
Compare the committee system of the UK with the committee system of the USA.
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আইন প্রণয়ন পদ্ধতির বর্ণনা দাও ।
Give a description of the law making procedure of the Congress of the USA.
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন পদ্ধতির সাথে ব্রিটেনের আইন প্রণয়ন পদ্ধতির তুলনা কর ।
Compare the law making procedure of the UK with the law making procedure of the USA.
১৫. মার্কিন ও ব্রিটিশ আইন প্রণয়ন পদ্ধতির মধ্যকার পার্থক্য আলোচনা কর।
Discuss the difference between the law making procedure of the USA and the UK.
১৬. মার্কিন রাষ্ট্রপতি ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আলোচনা কর ।
Discuss the relation between the president and the Congress of the USA.
১৭. কংগ্রেসের উপর রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ আলোচনা কর।
Discuss the control of the president on Congress.
১৮. মার্কিন কংগ্রেসের কমিটি ব্যবস্থার ভূমিকা আলোচনা কর।
Discuss the role of the committee system of the Congress of the USA.