. “ভেটো” ক্ষমতা কী?

. “ভেটো” ক্ষমতা কী?

 

১. কোন ধরনের শাসনব্যবস্থায় একই ব্যক্তি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ভূমিকা পালন করেন?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকারে।

রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নির্বাহী কে? উত্তর : রাষ্ট্রপতি।

৩. “ভেটো” ক্ষমতা কী?

উত্তর : কোনো বিষয়ে রাষ্ট্রপতির নাকচ করে দেয়ার ক্ষমতা।

৪. কোন কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত আছে?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইতালি, ফ্রান্স ইত্যাদি দেশে।

৫. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার।

৬. রাষ্ট্রপতি শাসিত সরকার কী?

উত্তর : যে শাসনব্যবস্থায় শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে ।

৭. কোন নীতি প্রয়োগের ফলে রাষ্ট্রপতি শাসিত সরকারের সৃষ্টি হয়?

উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি ।

৮. রাষ্ট্রপতি শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : রাষ্ট্রপতি প্রকৃত রাষ্ট্রপ্রধান, ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি, বিচার বিভাগের প্রাধান্য ।

৯. কোন সরকার আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নন?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ।

১০. কোন সরকার স্থিতিশীল সরকার?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ।

  1. “When legislature and executive are of different parties; there is constant danger of deadlock. ” – কে বলেছেন?

উত্তর : অধ্যাপক গেটেল ।

১২. জরুরি অবস্থায় কোন সরকার বিশেষ উপযোগী?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার।

১৩. কোন সরকারের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ।

১৪. কোন শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্র শাসক প্রধান নন, তিনি প্রকৃত শাসক প্রধান?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়।

১৫. “রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই ব্যবস্থা যেখানে শাসন বিভাগ গঠনমূলকভাবে আইন বিভাগ থেকে স্বাধীন।”— মন্তব্যটি কে করেছেন?

উত্তর : অধ্যাপক গার্নার ।

১৬. কোন সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ।

১৭. রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যেকোনো দু’টি পার্থক্য লিখ ।

উত্তর : ক: রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান নির্বাহী একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। কিন্তু সংসদীয় সরকারের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি ।

খ. রাষ্ট্রপতি শাসিত সরকারের আইনসভা সার্বভৌম তথা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না হলেও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আইনসভা সার্বভৌম তথা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী।

Leave a Reply