বিচার বিভাগের গুরুত্ব

বিচার বিভাগের গুরুত্ব Importance or Significance of the Judiciary

সরকারের বিচার বিভাগের তাৎপর্য ও অবদান খুবই গুরুত্বপূর্ণ। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগই এর মূল কাজ । তাছাড়া বিচার বিভাগ ঘটনার সত্যতা নির্ধারণ ও মীমাংসা, অন্যায়ের শাস্তি বিধান, আইনের ব্যাখ্যাদান, আইন সৃষ্টি, ব্যক্তির অধিকার, স্বাধীনতা প্রভৃতি সংরক্ষণ, সংবিধান রক্ষা, শাসন বিভাগকে পরামর্শ প্রদান, স্বৈরশাসন প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধ দমন, তথ্য-উপাত্ত উদঘাটন, তদন্ত পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা, সরকারের সাফল্য অর্জন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ।

 

বিরোধ নিষ্পত্তির মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে বিচার বিভাগ অবদান রাখে। এতে নাগরিক জীবনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হয়।

লর্ড ব্রাইস বলেন, “বিচার বিভাগের অস্তিত্ব ব্যতীত সভ্য রাষ্ট্রীয় জীবন কল্পনা করা যায় না।” সুতরাং বিচার বিভাগ রাজনৈতিক জীব রূপে মানুষের বন্ধু হিসেবে কাজ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলেন, “Administration of justice is the finest pillar of government”,

বিচার বিভাগ রাষ্ট্র ও সরকারের অভিভাবকরূপে বিশেষ অবদান রাখে। মোটকথা, সরকারের অন্য দু’বিভাগের উৎকর্ম সাধনের জন্য বিচার বিভাগের প্রয়োজন। সুতরাং গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। মনীষী লর্ড ব্রাইস সত্যিই বলেছেন, “সরকারের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার ব্যবস্থার দক্ষতার চেয়ে উৎকৃষ্টতর কোনো মাপকাঠি নেই।” তাঁর মতে, “If the lamp of justice goes out in darkness, how great is that darkness.”

বিচার বিভাগের উৎকর্ষতার মাধ্যমে সরকারের সাফল্য নির্ণীত হয়। অর্থাৎ সরকারের সার্বিক সাফল্য বিচার বিভাগের দক্ষতা ও উৎকর্ষতার উপর নির্ভরশীল। নাগরিক ও ব্যক্তিস্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। মনীথী ডি লোন এর ভাষায়, “Liberty means to live in a state where laws are equal for all and sure to be executed.”

সুতরাং আলোচনায় সমাপনীতে বলা যায়, আধুনিক যুগে বিচার বিভাগের গুরুত্ব অনস্বীকার্য। গণতন্ত্রকে সুসংহত করতে এবং নাগরিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্ব ও অবদান অনন্য ও অপরিহার্য। ড. গার্নার এর ভাষায়,  Civilized state without judicial organs hardly conceivable.”

বিচার বিভাগ কর্তৃক নাগরিক অধিকার সংরক্ষণের পদ্ধতি

Method to preservate the citizen rights by judiciary

গণতান্ত্রিক দেশের সংবিধানে সন্নিবেশিত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে বিচার বিভাগ তাদের সিদ্ধান্ত বা রায়কে কার্যকর করার জন্য কয়েক ধরনের রিট জারি করে থাকে। যথা :

১. রিট অব এক্সিকিউশন (Writ of execution);

২. রিট অব কুয়োওয়ারেন্টো (Writ of quo warranto);

রিট অব হেবিয়াস কর্পাস (Writ of habeas corpus );

৪. রিট অব প্রহিবিশন (Writ of prohibition)

এছাড়া বিচার বিভাগ কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘন রোধ করতে রিট অব ইনজাংশন (Writ of injunction), ডিক্রি অব স্পেসিফিক পারফরমেন্স (degree of specific performance) প্রভৃতি নিবৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আদালত সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদালতে হাজির হবার বা কারণ দর্শানোর জন্য ঐসব রিট বলে আদেশ দিতে পারে। আদালত তাদের কার্য-ব্যবস্থা চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তির হাজির হবার জন্য গ্রেপ্তারি পরোয়ানা, সমন প্রভৃতি আদেশও জারি করতে পারে।

Leave a Reply