ফেডারেশন (Federation) শব্দের অর্থ কী?

ফেডারেশন (Federation) শব্দের অর্থ কী?

১. এককেন্দ্রিক সরকারের বিপরীত শাসনব্যবস্থা কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকার ।

২. কোন সরকারব্যবস্থায় ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে বণ্টন করা হয়ে থাকে?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায়।

৩. কোন ধরনের সরকারব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন বিদ্যমান থাকে?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকারে ।

৪. লিপিবদ্ধকরণের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান কী প্রকৃতির হয়ে থাকে?

উত্তর : লিখিত।

৫. আধুনিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র প্রবণতা বৃদ্ধির দুটি কারণ উল্লেখ কর ।

উত্তর : ক. যুদ্ধ ও যুদ্ধের ভীতি, খ. অর্থনৈতিক মন্দা ।

৬. কয়েকটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকারের শাসিত দেশের নাম লেখ ।

উত্তর : ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি।

৭. . ফেডারেশন (Federation) শব্দের অর্থ কী?

উত্তর : মিলন বা সন্ধি ।

৮. যুক্তরাষ্ট্রীয় সরকারে কীসের ভিত্তিতে ক্ষমতার বণ্টন করা হয় ?

উত্তর : কেন্দ্র বা প্রদেশের ভিত্তিতে।

৯. ইংরেজি “Federation” শব্দটি কী শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

উত্তর : ল্যাটিন শব্দ ‘Focdus’ থেকে ।

১০. ‘Foedus’ শব্দের অর্থ কী?

উত্তর : সন্ধি বা মিলন।

১১. শব্দগত অর্থে, যুক্তরাষ্ট্র কী?

যুক্তরাষ্ট্রীয় সরকার

উত্তর : কতিপয় রাষ্ট্রের মধ্যে সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় ।

১২. যুক্তরাষ্ট্রীয় সরকার কী?

উত্তর : কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতিমালার ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়।

১৩. “Federalism is a dual form of government calculated to reconcile unity with diversity.”-কে বলেছেন?

উত্তর : জে. এ. কোরী ।

১৪. যুক্তরাষ্ট্রীয় সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : দ্বৈত সরকার, সংবিধান কর্তৃক ক্ষমতা বণ্টন, সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ।

১৫. যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান কী প্রকৃতির?

উত্তর : লিখিত এবং দুষ্পরিবর্তনীয়।

১৬. যুক্তরাষ্ট্রীয় সরকারের আইনসভা কয় কক্ষবিশিষ্ট ?

উত্তর : দ্বি-কক্ষবিশিষ্ট ।

১৭. কোন শাসনব্যবস্থায় বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়

১৮. কোন কোন রাষ্ট্রে কেন্দ্রীয়করণ পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে?

উত্তর : আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া প্রভৃতি

১৯. কোন কোন রাষ্ট্রে বিকেন্দ্রীকরণ পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে?

উত্তর : ভারত ও কানাড়া ।

২০. যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত লিখ ।

উত্তর : যুক্তরাষ্ট্রীয় মনোবৃত্তি, ভৌগোলিক সংলগ্নতা, সাংবিধানিক প্রাধান্য

২১. “Federal government is rare because it’s pre-requisites are many “—কে বলেছেন?

উত্তর : কে. সি. হুইয়ার।

২২. “Communities of states must desire to be united, but not be unitary.”-কে বলেছেন?

উত্তর : কে. সি. হুইয়ার ।

২৩. যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার প্রথম শর্ত’ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় মনোবৃত্তি ।

২৪. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার অন্যতম প্রবক্তা কে?

উত্তর : কে. সি. হুইয়ার ।

২৫. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কে সার্বভৌম?

উত্তর : সংবিধান।

২৬. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় প্রদেশগুলো কী ভোগ করে?

উত্তর : স্বায়ত্তশাসন ।

  1. “The constitution of the united states is the most completely federal constitution in the

world.” কে বলেছেন?

উত্তর : সি.এফ. ।

২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

উত্তর : কংগ্রেস।

২৯. ব্রিটেনের আইনসভার নাম কী?

উত্তর : পার্লামেন্ট ।

৩০. ভারতের আইনসভার নাম কী?

উত্তর : লোকসভা ।

৩১. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কী?

উত্তর : সিনেট।

৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কী?

উত্তর : জনপ্রতিনিধি সভা ।

৩৩. ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কী?

উত্তর : লর্ড সভা।

৩৪. ব্রিটেনের আইনসভার নিম্ন কক্ষের নাম কী?

উত্তর : কমন্স সভা ।

৩৫. ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কী?

উত্তর : বিধানসভা ।

৩৬. ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম কী?

উত্তর : রাজ্যসভা ।

৩৭. বাংলাদেশের আইনসভার নাম কী?

উত্তর : জাতীয় সংসদ ।

৩৮. আইনসভা কী?

উত্তর : আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধনের জন্য সরকারের যে বিভাগ কাজ করে তাকে আইনসভা বলে ।

৩৯. হুইপ কী?

উত্তর : সংসদের অধিবেশনে শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সদস্যকে হুইপ বলা হয় । ৪০. মার্কিন প্রতিনিধিসভার মেয়াদ কত বছর?

উত্তর : ৪ বছর।

৪১. কার্যপ্রণালি বিধিমালা কী?

উত্তর : আইনসভার পরিচালনার নিয়মাবলি ।

 ৪২. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার নেতা কে?

উত্তর : প্রধানমন্ত্রী।

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন ৩টি দেশের নাম লিখ ।

উত্তর : গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত।

৪৪. এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?

উত্তর : যে আইনসভায় একটিমাত্র কক্ষ থাকে তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে।

  1. “Power trends corrupts and absolute power corrupts absolutey.”-উক্তিটি কার?

উত্তর : লর্ড অ্যাকটন (Lord Acton)। se. “Federation is the central territorial fabric of the state.”- উক্তিটি কে করেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার (Prof. Finer )

৪৭. যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ ।

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স ।

৪৮. “যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল কারণ ইহার পূর্বশর্ত অনেক”।—উক্তিটি কার।

উত্তর : কেসি হুইয়ার ।

৪৯. এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে যেকোনো দু’টি পার্থক্য লিখ ।

উত্তর : ক. এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট কেন্দ্রীভূত থাকে। অপরদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারের শাসন ক্ষমতা কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে বণ্টন করা হয়।

খ. এককেন্দ্রিক সরকারে প্রশাসনিক ঐক্য বিদ্যমান। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারে প্রশাসনিক দ্বন্দ্ব বিদ্যমান ।

Leave a Reply