প্রথাগত বিধান কী?

একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য Characteristics of Dictatorship

 

. প্রথাগত বিধান কী?

উত্তর : সাংবিধানিক রীতিনীতি হলো প্রথা এবং প্রয়োজনীয়তার সমন্বয়ে গড়ে ওঠা নিয়মাবলির সমষ্টি

. প্রথাগত বিধান মান্য করার বাস্তব চারটি কারণের নাম লিখ।

উত্তর : জনমতের চাপ, ইংরেজ জাতির রক্ষণশীলতা, সংবিধানের ধারাবাহিকতা সংরক্ষণ, শাসনব্যবস্থার ভারসাম্য রক্ষ ইত্যাদি।

কোন কোন দেশের স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রথাগত বিধানের মাধ্যমে প্রবর্তিত হয়?

উত্তর : কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি

. ব্রিটিশ সংবিধান কাদের বা কোন শ্রেণির স্বার্থ রক্ষা করে?

উত্তর : বুর্জোয়া শ্রেণির।

. ব্রিটিশ সংবিধানের অধিযুক্ত আছে কী?

উত্তর : নেই

. ব্রিটিশ সংবিধানের তিনটি মৌলিক বৈশিষ্ট্য লিখ

উত্তর : বিবর্তনের ফল, আইনের অনুশাসন, রাজকীয় সাধারণতন্ত্র।

. ব্রিটিশ সংবিধানের চারটি সাধারণ বৈশিষ্ট্য লিখ।

উত্তর : বহুলাংশে অলিখিত, সুপরিবর্তনীয়, সংসদীয় গণতন্ত্র, দুর্বল বিচার বিভাগ

. প্রকৃত বিচারে ব্রিটিশ সংবিধানকে কী বলে বর্ণনা করা যায়?

উত্তর : ‘বহুলাংশে অলিখিত সংবিধান

. “The British constitution is the most flexible constitution among free states.”-কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার

১০. কে সর্বপ্রথমসাংবিধানিক প্রথা‘ (Conventions of the constitution) কথাটি ব্যবহার করেন?

উত্তর : অধ্যাপক ডাইসি

১১. ব্রিটিশ সংবিধানের পাঁচটি উৎসের নাম লিখ

উত্তর : ) ঐতিহাসিক সনদ চুক্তি (Bill of Right-1689); ) বিধিবদ্ধ আইন (Parliamentary Act-1911, 1949); 3) বিচার বিভাগের সিদ্ধান্ত (বুসেল মামলার রায়১৬৭০); ) প্রথাগত আইন (রাজার বিশেষ ক্ষমতা); ) প্রামাণ্য পুস্তক (Walter Bagehot, The English Constitution )

১২. ব্রিটিশ শাসনতন্ত্রের ৪টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : ) অলিখিত; ) সুপরিবর্তনীয়; ) আইনের অনুশাসন; ) এককেন্দ্রিক শাসনব্যবস্থা

১৩. ব্রিটিশ সংবিধানে প্রথাগত বিধানের তিনটি গুরুত্ব লিখ।

উত্তর : আইনের ত্রুটি দূরীকরণ, সংবিধানের নমনীয়তা বজায় রাখা, কেবিনেট শাসনব্যবস্থার শ্রেষ্ঠত্ব রক্ষা।

১৪. “The conventions can able the men who govern to work the machines.”-কে বলেছেন?

উত্তর : জেনিংস।

১৫. আইনের অনুশাসন কী?

উত্তর : আইনের সুস্পষ্ট প্রাধান্য, সকলে আইনের অধীন এবং আইনের চোখে সকলে সমান

১৬. ‘আইনের অনুশাসনতত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : অধ্যাপক এভি ডাইসি (A. V. Diecy)

১৭. ডাইসি কোন্ গ্রন্থেআইনের অনুশাসন‘-এর ব্যাখ্যা দেন?

উত্তর : ‘An Introduction to the Law of the Constitution’ – 1885.

১৮. ডাইসির আইনের অনুশাসনের তিনটি মূলনীতি লিখ

উত্তর : (i) আইনের প্রাধান্য, (ii) আইনের দৃষ্টিতে সকলে সমান এবং (iii) জনগণের অধিকার সাধারণ আইন দ্বারা সংরক্ষিত।

১১. Introduction to the law of the constitution – গ্রন্থটির রচচিতা কে?

উত্তর : অধ্যাপক .ভি ডাইসি (১৮৮৫ সাল)

২০. যুক্তরাজ্যের প্রথাগত বিধানকে কয়ভাগে ভাগ করা যায় এবং কী কী?

উত্তর : ভাগে; যথা) রাজশক্তির বিশেষাধিকার সম্পর্কিত প্রথা (Convention relating to the Royal Prerogatives); ) কেবিনেট ব্যবস্থা সম্পর্কিত প্রথা (Convention relating to the Cabinet); ) পার্লামেন্ট সম্পর্কিত প্রথা (Convention relating to the Parliament); এবং ) কমনওয়েলথ সম্পর্কিত প্রথা (Convention relating to the Commonwelath)

২১. রাজশক্তির বিশেষাধিকার সম্পর্কিত চারটি প্রথার উল্লেখ কর

উত্তর : . নিয়মতান্ত্রিক রাজা বা রানী রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করে। . রাজা বা রানী সংখ্যাগরিষ্ঠ দলের কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। . প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। . সরকার ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিলে রাজা বা রানী সেই পরামর্শ মেনে চলতে বাধ্য

কেবিনেট ব্যবস্থা সম্পর্কিত চারটি প্রথার উল্লেখ কর।

উত্তর : . রাজা/রানী কেবিনেটের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন। . কেবিনেট মন্ত্রীদের কমন্সসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। . কমন্সসভার আস্থা হারালে কেবিনেট তথা সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। . পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে বিশেষত যুদ্ধ ঘোষণা শান্তি স্থাপনের প্রশ্নব্যতিরেকে পার্লামেন্টের সম্মতি গ্রহণ করতে হয়। ২৩. পার্লামেন্ট সম্পর্কিত চারটি প্রথার উল্লেখ কর।

উত্তর : . পার্লামেন্টের অধিবেশনের শুরুতে রাজা বা রানী ভাষণ দেন; . বছরে অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হয়; . লর্ডসভা কমন্সসভার মধ্যে বিরোধ হলে কমন্সসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়; . কমন্সসভার অধ্যক্ষ বা স্পিকার দল নিরপেক্ষভাবে কাজ করেন।

২৪. কমনওয়েলথ সম্পর্কিত চারটি প্রথার উল্লেখ কর

উত্তর : . কোনো ডোমিনিয়নের গভর্নর জেনারেল নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডোমিনিয়নের প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক রাজা/রানী নিয়োগ দেবেন; . ডোমিনিয়ন সরকারের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী গভর্নর জেনারেল পরিচালিত হবেন; . ডোমিনিয়নে নিযুক্ত গভর্নর জেনারেল ব্রিটিশ রাজা/ রানীর প্রতিনিধি ব্রিটিশ সরকারের নয়; . পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীদের মধ্যে মাঝে মাঝে সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৫. ব্রিটিশ সাংবিধানিক প্রথাগুলো মান্য করার ৪টি কারণ লেখ

উত্তর : . ইংরেজ জাতির রক্ষণশীলতা ঐতিহ্যপ্রিয়তা; . সহজবোধ্যতা; . সংবিধানের ধারবাহিকতা রক্ষা; . বাস্তব উপলব্ধি

 

২৬. ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থায় প্রথাগত আইনের দ্বারা সংরক্ষিত চারটি অধিকার উল্লেখ কর।

উত্তর : . জুরির সাহায্যে বিচার; . বাকস্বাধীনতা; . সমাবেশের স্বাধীনতা; . রাজার বিশেষ ক্ষমতা

২৭. “ব্রিটেনে সংবিধান বলে কিছু নেই।“—উক্তিটি কার?

উত্তর : ফরাসি লেখক Alexis de Tocqueville.

২৮. আইন সাংবিধানিক রীতিনীতি / প্রথার মধ্যে ৪টি পার্থক্য দেখাও

উত্তর : . আইনসমূহ লিখিত কিন্তু প্রথা অলিখিত; . আইন অধিকতর সুস্পষ্ট সুনির্দিষ্ট; পক্ষান্তরে সাংবিধানিক রীতিনীতি বা প্রথা অস্পষ্ট এবং অনির্দিষ্ট; . আইন মান্য করা বাধ্যতামূলক, প্রথা মান্য করা বাধ্যতামূলক নয়; , আইন স্থিতিশীল, পক্ষান্তরে সাংবিধানিক রীতিনীতিসমূহ গতিশীল

২৯. ব্রিটিশ সংবিধানবিচারকদের দ্বারা প্রণীত সংবিধান‘-কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ডাইসি

৩০. সাংবিধানিক প্রথাগুলোকেসংবিধানের অলিখিত বিধানবলে অভিহিত করেছেন কে?

উত্তর : জে. এস. মিল

৩১. ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যকে কয় ভাগে ভাগ করা হয় এবং তা কী কী?

উত্তর : দুভাগে ভাগ করা হয়। যথা– () সাধারণ বৈশিষ্ট্যসমূহ () মৌলিক বৈশিষ্ট্যসমূহ

উত্তর : . এককেন্দ্রিক; . সংসদীয় গণতন্ত্র

৩২. ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখ।

৩৩. “সাংবিধানিক রীতিনীতি জনগণের নীরব সম্মতির উপর প্রতিষ্ঠিত”–এই উক্তিটি কার?

উত্তর : জেনিংস (Jennings) –এর।

৩৪. সাংবিধানিক রীতিনীতি বা প্রথা কী?

উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথা বলতে সংবিধানের সেই অংশকে বুঝায়, যা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, জনমত ঐতিহ্যের বলে প্রযোজ্য হয়

৩৫. সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসসমূহ উল্লেখ কর।

কিন্তু

উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসসমূহ হলো. প্রথাগত আইন বা সাধারণ আইন, . দেশাচার . সংবিধান সংক্রান্ত গ্ৰন্থ

৩৬. জে. এস. মিল সাংবিধানিক প্রথাকে কী হিসেবে অভিহিত করেছেন?

উত্তর : জে. এস. মিল সাংবিধানিক প্রথাকেসংবিধানের অলিখিত বিধানহিসেবে উল্লেখ করেছেন।

৩৭. কে সাংবিধানিক প্রথাকে সাংবিধানিক রীতিনীতি হিসেবে অভিহিত করেছেন?

উত্তর : অ্যানসন (Anson) সাংবিধানিক প্রথাকে সাংবিধানিক রীতিনীতি হিসেবে অভিহিত করেছেন।

কীসের মধ্যে দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে?

উত্তর : প্রথাগত বিধানের মধ্যে দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে।

৩৯. প্রথাগত বিধান মান্য করা হয় কেন?

উত্তর : জনমতের চাপ, কেবিনেট ব্যবস্থার অস্তিত্ব, ব্রিটিশ জাতির রক্ষণশীলতা ঐতিহ্যপ্রিয়তা, ভারসাম্য রক্ষা প্রভৃতি কারণে সাংবিধানিক রীতিনীতি মান্য করা হয়।

৪০. কে আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন?

উত্তর : রোমান দার্শনিক সিসেরো আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন।

৪১. ব্রিটিশ নাগরিকদের অধিকার স্বাধীনতার মূলভিত্তি রক্ষক কোনটি?

উত্তর : ব্রিটিশ নাগরিকদের অধিকার স্বাধীনতার মূলভিত্তি রক্ষক হচ্ছে আইনের অনুশাসন

৪২. আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত ব্যাখ্যা করেন কে?

উত্তর : আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত ব্যাখ্যা করেন অধ্যাপক ডাইসি

৪৩. “ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিগুলোর মধ্যে আইনের অনুশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ।“-উক্তিটি কার?

উত্তর : হ্যারল্ড জিঙ্ক (Harold Zink ).

প্রথাগত বিধান আইনের অনুশাসনধারণা দুটির প্রবক্তা কে?

উত্তর : অধ্যাপক ডাইসি

৪৫. ব্রিটেনেরগৌরবময় বিপ্লবকত সালে অনুষ্ঠিত হয়?

 

উত্তর : ১৬৮৮ সালে

প্রথাগত বিধান কী?

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

. ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য বর্ণনা কর

Describe the characteristics of British constitution.

. ব্রিটিশ সংবিধানকেবহুলাংশে অলিখিতসংবিধান বলা হয় কেন?

Why British constitution is called ‘Mostly Unwritten’?

. ব্রিটিশ সংবিধানে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ আছে কী?

Has the British Constition the practice of separation of power?

. ব্রিটেনকেরাজকীয় প্রজাতন্ত্রবলা হয় কেন?

Why Britain is called “The Royal Republic”?

. প্রথাগত বিধানের সংজ্ঞা দাও

Give the definition of convention.

. প্রথা বলতে কী বুঝায়?

What is understood by Convention?

. আইন প্রথাগত বিধানের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

Find out the differnces between Law and Conventions.

. রাজার বিশেষাধিকার সম্পর্কিত প্রথাগত বিধান কী কী?

What are the Conventions relating to the royal prerogatives?

. কেবিনেট ব্যবস্থা সম্পর্কিত প্রথাগত বিধান কোনগুলো?

What are the conventional rules relating to Cabinet?

১০. পার্লামেন্ট সম্পর্কিত প্রথাগত বিধান কী কী?

What are the conventional rules relating to Parliament?

১১. কমনওয়েলথ সম্পর্কিত প্রথাগত বিধান কী ?

What are the conventional rules relating to Commonwealth?

১২. ব্রিটেনে প্রথাগত বিধান মেনে চলা হয় কেন?

Why are followed Conventions in Britain?

১৩. ব্রিটেনে প্রথাগত বিধানের গুরুত্ব ব্যাখ্যা কর।

Explain the importance of Conventions in Britain.

১৪. আইনের অনুশাসন কী?

What is rule of law?

১৫. সংক্ষেপে আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির তত্ত্ব ব্যাখ্যা কর

Describe briefly the principles of rule of law of Dicey.

১৬. ডাইসির আইনের অনুশাসনের তিনটি নীতি বর্ণনা কর

Describe three of the principles of rule of law of Dicey.

রচনামূলক প্রশ্ন PART – C

. ব্রিটেনের সংবিধানে প্রথা মান্য করা হয় কেন? আলোচনা কর Why are obeyed conventions in Britain? Discuss it.

. প্রথাগত বিধানের সংজ্ঞা দাও। আইন প্রথার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

Give the defintion of Conventions. Distinguish between law and Conventions.

. ব্রিটিশ সংবিধানের প্রথাগত বিধানের শ্রেণিবিভাজন কর।

Classify the conventions in British Constitution.

. আইনের অনুশাসন বলতে কী বুঝ? সংক্ষেপে ব্যাখ্যা কর।

What do you understand by Rule of Law? Explain it briefly.

. ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রথাগত বিধানের গুরুত্ব আলোচনা কর

Discuss the importance of Conventions in the executive system of Britain.

. আইনের অনুশাসন বলতে কী বুঝায়? আইনের অনুশাসন তত্ত্ব সম্পর্কে ডাইসির ব্যাখ্যা সমালোচনা সহকারে আলোচনা কর।

What do you understand by Rule of Law? Discuss the Rule of law theory of Dicey with criticism.

প্রথা বলতে কী বোঝ? ব্রিটেনে প্রথা কেন মান্য করা হয়?

What do you understand by Convention? Why are obeyed conventions in Britain?

 

 

 

Leave a Reply