"টেকনোক্র্যাট মন্ত্রী" কারা?
কোন ধরনের শাসনব্যবস্থায় আইনের চোখে সকলে সমান?
উত্তর : সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়।
২. “টেকনোক্র্যাট মন্ত্রী” কারা?
উত্তর : আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ করা হলে তাকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
৩. বাংলাদেশের জন্য উপযোগী সরকার কোনটি?
উত্তর : সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ।
৪. কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কৃতকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকে?
উত্তর : মন্ত্রিপরিষদ শাসিত সরকার।
৫. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান কে ?
উত্তর : প্রধানমন্ত্রী ।
৬. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান কী ধরনের শাসক ?
উত্তর : নামমাত্র শাসক।
৭. মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সরকারের নেতৃত্ব প্রদান করেন কে ?
উত্তর : প্রধানমন্ত্রী।
৮. স্পিকার কে?
উত্তর : আইনসভার অভিভাবক।
৯. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে ?
উত্তর : স্পিকার।
১০. মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে ?
উত্তর : যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কার্যাবলির জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে ।
১১. বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত ?
উত্তর : মন্ত্রিপরিষদ শাসিত ।
১২. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের রাষ্ট্রের নির্বাহী কে ?
উত্তর : প্রধানমন্ত্রী ।
১৩. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রিরা কি প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ ?
উত্তর : না, তারা প্রধানমন্ত্রীর সহকর্মী মাত্ৰ ।
১৪. নামসর্বস্ব রাষ্ট্রপ্রধানের উদাহরণ দাও ।
উত্তর : বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রপতি এবং ব্রিটেনের রাজা বা রানী। I
১৫. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, দায়িত্বশীল শাসনব্যবস্থা, প্রধানমন্ত্রীর নেতৃত্ব।
১৬. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কী?
উত্তর : দায়িত্বশীল সরকার।
১৭. সংসদীয় সরকারের অধীনে পরিচালিত হচ্ছে কোন কোন রাষ্ট্র?
উত্তর : ব্রিটেন, ভারত, বাংলাদেশ, জাপান, মালয়েশিয়া, জার্মানি প্রভৃতি রাষ্ট্র।
১৮. সংসদীয় সরকার ব্যবস্থায় কাকে সংসদ নেতা বলা হয়?
উত্তর : প্রধানমন্ত্রীকে।
মন্ত্রিপরিষদ শাসিত সরকার
১৯. কে বিরোধী দলকে ‘সংসদীয় গণতন্ত্রের নির্দিষ্ট ও অপরিহার্য অংশ’ বলে বর্ণনা করেছেন?
উত্তর : আইভর জেনিংস।
২০. ব্রিটেনে বিরোধী দলকে কী নামে ডাকা হয়?
উত্তর : বিকল্প সরকার ।
২১. সংসদীয় সরকারে আইনসভা কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণের চারটি উপায় লিখ।
উত্তর : প্রশ্ন উত্থাপন, বিভিন্ন প্রস্তাব গ্রহণ, কমিটি গঠন, অপসারণ ।
২২. সংসদীয় সরকারের সাফল্যের তিনটি শর্তের নাম লিখ ।
উত্তর : সুসংসগঠিত রাজনৈতিক দল, মন্ত্রিসভার দায়িত্বশীলতা, সময়োচিত নির্বাচন।
- “Parliamentary government is decidedly better than any other government.”— উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক অ্যাপলবি ।
২৪. সংসদীয় সরকারকে অপরাপর সরকার থেকে উৎকৃষ্টতর বলার স্বপক্ষে তিনটি যুক্তি লিখ ।
উত্তর : আইন ও শাসন বিভাগের মধ্যে সেতুবন্ধন, দায়িত্বশীলতা, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা ।
সংসদীয় সরকারের কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?
উত্তর : আইনসভা ।
২৬. সংসদীয় সরকারের ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ নেই কেন?
উত্তর : এখানে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ।
২৭. সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় কবে?
উত্তর : অষ্টাদশ শতাব্দির প্রথম দিকে ।
২৮. সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয় কেন?
উত্তর : মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার নিকট দায়ী থাকেন বলে সংসদীয় সরকারকে দায়িত্বশীল সরকার বলে ।
২৯. “মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের মাধ্যমে গড়ে ওঠ এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : অধ্যাপক ডাইসি করেছেন।
৩০. কোন শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে?
উত্তর : সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় ।
৩১. মন্ত্রিপরিষদ বা সংসদীয় শাসনব্যবস্থায় মন্ত্রিসভা বা শাসন বিভাগ কার নিকট দায়ী থাকে?
উত্তর : পার্লামেন্ট বা আইনসভার নিকট।
৩২. কোন শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ অসম্ভব?
উত্তর : সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়।
৩৩. কোন শাসনব্যবস্থা জরুরি অবস্থায় খুবই অনুপযোগী?
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থা।
৩৪. সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর : প্রধানমন্ত্রী ।
৩৫. “পার্লামেন্টারি সরকারের প্রধান বৈশিষ্ট্যই হলো যে আইন ও শাসন বিভাগের মিশ্রণ।”— মন্তব্যটি কে করেছেন?
উত্তর : কার্টার।
৩৬. সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে এমন দুটি দেশের নাম লিখ ।
উত্তর : ভারত ও বাংলাদেশ ।
৩৭. আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক ।