জনমতের সীমাবদ্ধতা

জনমতের সীমাবদ্ধতা আলোচনা কর । Discuss the limitations of public opinion.

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের গুরুত্ব পরিলক্ষিত হলেও এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে :

উদারনৈতিক শাসনব্যবস্থায় অনেকক্ষেত্রে সাধারণ জনগণের পরিবর্তে মুষ্টিমেয় ও স্বার্থান্বেষী কতিপয় প্রভাবশালী ব্যক্তির অভিমত জনমত হিসেবে গণ্য হয়।

২. উন্নয়নশীল দেশগুলোতে জনগণের অধিকাংশই অশিক্ষিত বিধায় জনমত গুণগত বিচারে নিম্নমানের হয়ে থাকে।

অধিকাংশ জনগণের মধ্যে রাজনৈতিক চেতনাবোধ কাজ করে না বিধায় জনমতে রাজনৈতিক চেতনার অভাব পরিলক্ষিত হয়।

৪. জনমতে জনগণের গুণগত যোগ্যতার পরিবর্তে সংখ্যাগরিষ্ঠের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়।

অধিকাংশ জনগণ সমকালীন জাতীয় সমস্যাদি সম্পর্কে ওয়াকিবহাল থাকে না বিধায় জনমতে সাম্প্রতিক বাস্তব পরিস্থিতির চিত্র অনেকক্ষেত্রেই ফুটে ওঠে না।

৬. বর্তমানে জনমত গঠনের মাধ্যমে গণমাধ্যমসমূহ পুঁজিবাদী শ্রেণির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় বিধায় সঠিক জনমত ব্যাহত হয়।

৭. বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের উপর প্রভাব বিস্তার করে থাকে বিধায় জনমতে দলীয় প্রভাব পরিলক্ষিত হয়। ৮. জনমতের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হলো এক্ষেত্রে সংখ্যালঘুরা উপেক্ষিত হয়।

আধুনিক শাসনব্যবস্থায় জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শাসনব্যবস্থায় শক্তিশালী ও সদাজাগ্রত জনমতের প্রতিফলন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা সফল হয় না। কারণ গণতন্ত্র ও জনমত পরস্পরের নির্ভরশীল। সুস্থ, সতর্ক ও সুগঠিত জনমত গণতন্ত্রের অস্তিত্বের পক্ষে অপরিহার্য। জনমতের যেসব সীমাবদ্ধতার কথা বলা হয় সেগুলো প্রকৃত জনমতের সীমাবদ্ধতা নয়, বরং জনমতের বাহনসমূহের দোষেই এসব সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।

Leave a Reply