চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

১. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কী?

উত্তর : নিজেদের সুযোগ-সুবিধা আদায় করা।

২. এলান বল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কী কী ভাগে ভাগ করার কথা বলেছেন?

উত্তর : স্বার্থকামি গোষ্ঠী ও সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী বলে অভিহিত করেছেন। ৩. অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে বিভক্ত করেছেন?

উত্তর : ৪ ভাগে ।

৪. ডেভিড ট্রুম্যান চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন ?

উত্তর : ২ ভাগে ।

৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

উত্তর : যে গোষ্ঠী সরকারি নীতিকে প্রভাবিত করে কোনো কিছু লাভ করতে চায়।

৬. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও।

উত্তর : বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ছাত্র সংসদ।

চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে আর কী নামে ডাকা যায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী

উত্তর : স্বার্থানেষী গোষ্ঠী, স্বার্থকামি গোষ্ঠী, সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী, সংগঠিত গোষ্ঠী প্রভৃতি ।

. “Fundamentally pressure groups are the representation of homogeneous interests seeking influence.”—কে বলেছেন?

উত্তর : অধ্যাপক নিউম্যান।

  1. “The interest group is strong and effective when it has a directed specific puprose.” কে বলেছেন?

উত্তর : অ্যালান আর, বল ।

১০. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর তিনটি ভূমিকা লিখ ।

উত্তর : সাধারণ নির্বাচনে সহায়তা প্রদান, আইনসভার উপর সার্বক্ষণিক প্রভাব বিস্তার, রাজনৈতিক প্রচার।

১১. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কী?

উত্তর : সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।

১২. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কর্মপদ্ধতি কীরূপ?

উত্তর : গোপন বা অপ্রকাশ্য।

১৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উৎপত্তি হয় কাকে কেন্দ্র করে?

উত্তর : সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে।

১৪. ট্রুম্যান স্বার্থান্বেষী গোষ্ঠীকে কয়ভাগে বিভক্ত করেছেন?

উত্তর : দু’ভাগে । (রাজনৈতিক ও অ-রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী।) ১৫. প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী কী?

উত্তর : কোনো পেশা বা বৃত্তিভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত গোষ্ঠী ।

১৬. রাজনৈতিক স্বার্থকামি গোষ্ঠী কী?

উত্তর : যে গোষ্ঠী তাদের স্বার্থ সম্পর্কিত অভাব অভিযোগ সরকারের নিকট পেশ করে তাকে রাজনৈতিক স্বার্থকামি গোষ্ঠী বলে ।

.১৭. অরাজনৈতিক স্বার্থকামি গোষ্ঠী কী?

উত্তর : যে গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত নয় তাকে অরাজনৈতিক স্বার্থকামি গোষ্ঠী বলে ।

১৮. অ্যালমন্ড এবং পাওয়েল এর স্বার্থকামি গোষ্ঠী চারটি কী কী?

উত্তর : অ্যালমন্ড এবং পাওয়েল এর স্বার্থকামি গোষ্ঠী চারটি হলো— ১. স্বতঃস্ফূর্ত স্বার্থকামি গোষ্ঠী, ২. সংগঠনভিত্তিক স্বার্থকামি গোষ্ঠী, ৩. প্রাতিষ্ঠানিক স্বার্থকামি গোষ্ঠী ।

১৯. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে কোনটি?

উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো।

  1. “Far from weaken democratic government they play an essential part in it.”- সম্পর্কে কথাটি কে বলেছেন? ·

উত্তর : Harvey and Bather বলেছেন ।

২১. স্বার্থগোষ্ঠীর মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থ উদ্ধার করা।”— উক্তিটি কার?

উত্তর : Car-এর।

২২. “The group and the interest are not separated” —বক্তব্যটি কে দিয়েছেন?

উত্তর : বেন্টলি ।

চাপসৃষ্টিকারী গোষ্ঠী

Leave a Reply