গণতন্ত্র কী?

গণতন্ত্র প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা কী?

১. গণতন্ত্র কী?

উত্তর : জনগণের শাসন ।

২. গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ কী?

উত্তর : জনগণের শাসন বা ক্ষমতা ।

৩. গণতন্ত্র প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা কী?

উত্তর : Democracy is a government of the people, by the people and for the people. ৪. কোন ধরনের শাসনব্যবস্থায় ব্যক্তি শাসনের পরিবর্তে আইনের শাসনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর : গণতান্ত্রিক শাসনব্যবস্থার।

৫. কোন ধরনের শাসনব্যবস্থায় আইনের চোখে সকলেই সমান?

উত্তর : গণতন্ত্রে ।

৬. কোন ধরনের শাসনব্যবস্থায় শাসকগণ জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী থাকে?

উত্তর : গণতান্ত্রিক শাসনব্যবস্থায়।

৭. গণতন্ত্রের সমর্থক ও সমালোচকদের নাম উল্লেখ কর ।

উত্তর : সমর্থক— এরিস্টটল, বেন্থাম, টকভিল প্রমুখ। সমালোচক- প্লেটো, কার্লাইল, লেকী, হেনরি মেইন প্রমুখ । ৮. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

৯. কোথায় গণতন্ত্রের উদ্ভব হয়?

উত্তর : প্রাচীন গ্রিসে।

১০. প্রাচীনকালে কোথায় গণতন্ত্র প্রচলিত ছিল?

উত্তর : গ্রিসে।

১১. গণতন্ত্র প্রচলিত আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম বল ।

উত্তর : বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি।

১২. গণতন্ত্রকে ‘বর্তমান যুগের শ্রেষ্ঠ আবিষ্কার’ বলে উল্লেখ করেছেন কোন চিন্তাবিদ

উত্তর : জেমস্ মিল।

১৩. ইংরেজি “Democracy” শব্দটির উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে?

উত্তর : গ্রিক শব্দ “Demos” এবং “Kratos” বা “Kratia” থেকে।

১৪. “Demos” শব্দের অর্থ কী?

উত্তর : জনগণ।

১৫. “Kratos” বা “Kratia” শব্দের অর্থ কী?

উত্তর : শাসন ক্ষমতা ।

১৬. গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা কে প্রদান করেছেন?

উত্তর : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ।

১৭. “Democracy is a Government in which everyone has a share. ” কে বলেছেন?

উত্তর : অধ্যাপক সীলি ।,

১৮. “Democracy is a system of Government by discussion.”-কে বলেছেন?

উত্তর : অধ্যাপক বার্কার।

১৯. “Democracy is a Government of the people, by the people and for the people.”—উক্তিটি করেছেন?

উত্তর : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ।

২০. গণতন্ত্রে কে সকল ক্ষমতার উৎস?

উত্তর : জনগণ ।

২১. গণতন্ত্রের রূপ কয়টি?

উত্তর : ২টি। (যথা- প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র) ।

২২. প্রত্যক্ষ গণতন্ত্র কী?

উত্তর : রাষ্ট্রীয় কার্যাবলিতে জনগণের সরাসরি অংশগ্রহণ।

২৩. বর্তমানে কোথায় প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন দেখা যায়?

উত্তর : সুইজারল্যান্ডের পাঁচটি ক্যান্টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে । ২৪. পরোক্ষ গণতন্ত্র কী?

উত্তর : প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ।

২৫. পরোক্ষ গণতন্ত্রের কয়েকটি উদাহরণ দাও । উত্তর : বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র।

২৬. প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলোর নাম লিখ ।

উত্তর : গণভোট, গণউদ্যোগ, পদচ্যুতি, জনমত নির্ধারণ ।

২৭. বাংলাদেশে কোন সালে ‘গণভোট’ অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : ১৯৭৭, ১৯৮৫ এবং ১৯৯১ সালে।

২৮. “Democracy is the cult of incompetence. “—কে বলেছেন?

উত্তর : অধ্যাপক কার্লাইল ।

২৯. “Democracies are the most conservative of all forms of state.” – কে বলেছেন?

উত্তর : কোকার।

৩০. গণতন্ত্রকে সফল করার তিনটি শর্তের নাম লিখ ।

উত্তর : ব্যাপক শিক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, সুসংগঠিত রাজনৈতিক দল ।

  1. “Of all the forms of Government, democracy is the most difficult. ” — কে বলেছেন?”

উত্তর : হেনরি মেইন ।

৩২. “Universal education must precede universal suffrage.” — কে বলেছেন?

উত্তর : জে. এস. মিল।

৩৩. আব্রাহাম লিংকন কত সালে গণতন্ত্র সম্পর্কে বহুল আলোচিত বক্তৃতা দিয়েছিলেন?

উত্তর : ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ।

৩৪. গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Democracy.

৩৫. শাসনকার্যে অংশগ্রহণের ভিত্তিতে গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?

উত্তর : দুই ভাগে । যথা- ১. প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র (Direct or pure Democracy), ২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র (Indirect or Representative Democracy)।

৩৬. আব্রাহাম লিংকন কত সালে গণতন্ত্র সম্পর্কে বহুল আলোচিত গেটিসবার্গ বক্তৃতা দিয়েছিলেন?

উত্তর : ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ।

৩৭. ‘গণতন্ত্র’ শব্দটি সর্বপ্রথম কবে ব্যবহার করে?

উত্তর : ‘গণতন্ত্র’ শব্দটি সর্বপ্রথম খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিকগণ ব্যবহার করে।

৩৮. কারা গণতন্ত্রকে সুনজরে দেখেননি?

উত্তর : গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটল গণতন্ত্রকে সুনজরে দেখেন নি।

৩৯. বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্র জনপ্রিয়তা লাভ করতে শুরু করে কবে?

উত্তর : বিংশ শতাব্দির গোড়ার দিকে।

৪০. “Democracy is a theory of society as well as theory of government.” গণতন্ত্র সম্পর্কে সংজ্ঞাটি কে করেছেন?

উত্তর : সংজ্ঞাটি অধ্যাপক লিন্ডসে করেছেন। neglige

৪১. “গণতন্ত্র বলতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশ অধিকার বুঝায়।” -উক্তিটি কার?

উত্তর : মিল এর।

  1. “Democracy is a fact not fiction.” উক্তিটি কার?

উত্তর : টি.ইউ. স্মিথ, এর।

৪৩. আধুনিক গণতন্ত্র কয় প্রকার ও কী কী?

উত্তর : আধুনিক গণতন্ত্র প্রধানত দুই প্রকার। যথা: ১. প্রত্যক্ষ গণতন্ত্র, ২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । ৪৪. কে গণতন্ত্রকে মূর্খের শাসন বলে অভিহিত করেছেন?

উত্তর : প্লেটো ।

৪৫. ‘গণতন্ত্র’ (Democracy) শব্দটি সর্বপ্রথম ইতিহাসে স্থানলাভ করে কোন গ্রন্থে?

উত্তর : গ্রিক ঐতিহাসিক থুসিডাইস (Thescydides) এর History of Peoloponnesian War নামক গ্রন্থে

৪৬. উদারনৈতিক গণতন্ত্রের (Liberal Democracy) আবির্ভাব ঘটে কীভাবে?

উত্তর : ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে।

৪.৭. “Modern democracy is the representative democracy.” (বর্তমান গণতন্ত্র প্রতিনিধিত্বশীল গণতন্ত্র)— উক্তিটি কার?

উত্তর : John Stuart Mill.

৪৮. “Plundering democracy is not more better than the exploiting aristocracy,” – (লুটপাট করে খাওয়া

গণতন্ত্র কোনো সময়ে চুরি করা অভিজাততন্ত্রের চেয়ে উত্তম নয়।) — উক্তিটি কার?

উত্তর : Aristotle.

৪৯. ‘Democracy is a fact not fiction,” (গণতন্ত্র কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব সত্য) – উক্তিটি কার?

উত্তর : T. U. Smith (টি. ইউ. স্মিথ)।

৫০. গণতন্ত্রের সফলতার দুটি শর্ত লিখ ।

উত্তর : আইনের শাসন ও ন্যায়পরায়ণতা।

Leave a Reply