Table of Contents
Toggleক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
উত্তর : ফরাসি লেখক মন্টেস্কু (Montesquieu) ।
কোন দেশের সংবিধানে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির সর্বাধিক প্রয়োগ লক্ষ করা যায়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের (USA)।
“The American constitution was consciously and elaborated made an essay in the separation of power”-কে বলেছেন?
উত্তর : অধ্যাপক ফাইনার ( Prof. Finer )।
৩. কাদের চিন্তাধারা দ্বারা মার্কিন সংবিধানের প্রণেতাগণ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন?
উত্তর : জন লক ও মন্টেস্কুর।
৪. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির অর্থ কী?
উত্তর : সরকারের তিনটি বিভাগের ক্ষমতাকে স্বতন্ত্র করে দেয়া।
ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
উত্তর : ফরাসি লেখক মন্টেস্কু (Montesquieu) ।
৬. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কী কী?
উত্তর : ১. সংবিধান, ২. কংগ্রেস কর্তৃক প্রণীত আইন, ৩. শাসনতান্ত্রিক রীতিনীতি, ৪. সুপ্রিম কোর্ট কর্তৃক সংবিধানের ব্যাখ্যা।
৭. মন্টেস্কু ১৭৪৮ সালে রচিত কোন গ্রন্থে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পরিপূর্ণ ব্যাখ্যা দেন?
উত্তর : The Spirit of Laws |
৮. কোন কোন মার্কিন নেতৃবৃন্দ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি প্রদান করেন?
উত্তর : হ্যামিলটন, ম্যাডিসন প্রমুখ ।
৯. মার্কিন সংবিধানের কোন অনুচ্ছেদে তিন বিভাগের ক্ষমতা স্বতন্ত্র করে দেয়া হয়েছে?
উত্তর : ১, ২ ও ৩ নং অনুচ্ছেদে।
১০. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি’ থেকে কোন নীতি উদ্ভূত হয়েছে?
উত্তর : ‘ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’।
১১. ‘ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’ কী?
উত্তর : যে নীতির মাধ্যমে সরকারের তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
১২. রাষ্ট্রপতি নিক্সনের ভেটোকে বাতিল করে কংগ্রেস কী প্রণয়ন করে?
উত্তর : ‘War Powers Act. ‘
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের তাত্ত্বিক ভিত্তি কোন্ নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর : ‘ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি’ (Separation of Powers)।
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যবহারিক ভিত্তি কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর : ‘ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি ।’
১৫. ‘Almost from the beginning to end, the constitution reflects the profound influence of the twin
theories of separation of powers and checks and balance.” – কে বলেছেন?
উত্তর : উইং ও ফিলিপিস্ ।
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ ক্ষমতাস্বতন্ত্রীকরণ সম্ভব হয়েছে কী?
উত্তর : না ।
১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের তাত্ত্বিক ভিত্তি কীসের উপর প্রতিষ্ঠিতা
উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি।
১৮. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে ক
উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আইন বিভাগকে শাসনকার্য পরিচালনায় শাসন বিভাগকে এবং বিচার কার্য সম্পাদনে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাতন্ত্র্য্য প্রদান করার নীতিকে বুঝায়।
১৯. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মূল প্রতিপাদ্য বিষয় কয়টি?
উত্তর : ৪টি ।
২০. কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম ভিত্তি?
উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি।
সংক্ষিপ্ত প্রশ্ন PART – B
১. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কী?
What is the principle of separation of power?
২. মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির উদ্ভব বর্ণনা কর ।
Describe the origin of the principle of separation of power in USA.
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখাও ।
Show the implementation of the principle of separation of power in the politica system of the USA.
৪. ক্ষমতার পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি কী?
What is the principle of check and balance of power?
৫. মার্কিন শাসনব্যবস্থায় পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতির প্রয়োগ দেখাও ।
Show the implementation of the principle of check and balance of power in the politica system of the USA.
৬. কেন নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কার্যকারিতা হ্রাস পেয়েছে?
Why the effectiveness of principle of check and balance of power is decline?
৭. মার্কিন সংবিধানে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি সংযোজনের কারণ কী?
What is the reason to include the principle of separation of power in the constitution in the USA?
৮. মার্কিন সংবিধানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সংযোজনের কারণ কী?
What is the reason to include the principle of check and balance power in the constitution in the USA?
রচনামূলক প্রশ্ন PART – C
১. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আলোচনা কর। [জা.বি. ২০১৫ (উত্তর
Discuss about the principle of separation of power in the political system of the USA.
২. আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা কর।
Discuss about the control on the executive by the legislature.
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি কার্যকারিতা আলোচনা কর ।
Discuss the effectiveness of the principle of check and balance of power in the pilitical system of USA.
৪. মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা কর ।
Discuss the background of the origin of principle of separation of power in USA.
৫. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির সীমাবদ্ধতা আলোচনা কর।
Discuss the limitations of the principle of separation of power.
৬. পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি আলোচনা কর ।
Discuss the principle of check and balance of power.