কাকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়?

কাকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়?

উত্তর : সুপ্রিমকোর্টকে ।

১. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিগণ কত বছর বয়সে অবসরগ্রহণ করেন?

উত্তর : ৭০ বছর বয়সে।

২. ক্ষমতাসীন রাষ্ট্রপতির দলের লোক ছাড়া কোন দু’জন বিচারপতি সুপ্রিমকোর্টের প্রধান বিচারক ছিলেন?

উত্তর : এডওয়ার্ড হোয়াইট, হার্লন স্টোন

৩. সুপ্রিমকোর্টের এখতিয়ারভুক্ত এলাকা দুটির নাম কী?

উত্তর : মূল এলাকা ও আপিল এলাকা।

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আদালত কত প্রকার?

উত্তর : তিন প্রকার । ক. সুপ্রিমকোর্ট, খ. যুক্তরাষ্ট্রীয় আপিল আদালত এবং গ. জেলা আদালত ।

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের কতটি যুক্তরাষ্ট্রীয় আপিল আদালত রয়েছে?

উত্তর : ১১টি।

৬. মার্কিন বিচার ব্যবস্থার অঙ্গ দুটি কী কী?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় আদালত, অঙ্গরাজ্যসমূহের আদালত ।

৭. যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থায় সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তর : সুপ্রিমকোর্ট।

৮. সর্বপ্রথম মার্কিন সুপ্রিমকোর্ট কত সালে গঠিত হয়?

উত্তর : ১৭৮৯ সালে।

৯. মার্কিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বছরে কত মার্কিন ডলার বেতন পান?

উত্তর : ৬৫,৬০০ ডলার।

১০. সহকারী বিচারপতি বছরে কত মার্কিন ডলার বেতন গ্রহণ করেন?

উত্তর : ৬৫,০০০ ডলার ।

১১. যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার সর্বনিম্নে কোন আদালত অবস্থিত?

উত্তর : জেলা আদালত ।

১২. সমগ্র যুক্তরাষ্ট্রে কতটি জেলা আদালত রয়েছে?

উত্তর : ৯১ টি।

১৩. বিশেষ আদালত কোনগুলো?

উত্তর : দাবি আদালত, শুল্ক আদালত, শুল্ক ও পেটেন্ট সংক্রান্ত আপিল আদালত। ১৪. সুপ্রিমকোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত?

উত্তর : একজন প্রধান বিচারপতি এবং আটজন সহকারী বিচারপতি ।

১৫. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন?

উত্তর : রাষ্ট্রপতি কর্তৃক ।

১৬. সুপ্রিমকোর্টের বিচারপতিদের কার্যকাল কত?

উত্তর : অনির্দিষ্ট ।

১৭. সুপ্রিমকোর্টের বিচারপতিদের কোন উপায়ে অপসারণ করা যায়?

উত্তর : ইমপিচমেন্ট পদ্ধতিতে ।

১৮. সুপ্রিমকোর্টের অধিকাংশ মামলার বিচার কীরূপ?

উত্তর : আপিল বিচার ।

১৯. সুপ্রিমকোর্টের কয় ধরনের এখতিয়ার রয়েছে?

উত্তর : দু’ধরনের। ক. মূল এলাকা বা আদি এখতিয়ার এবং খ. আপিল এলাকা বা এখতিয়ার ।

২০. সুপ্রিমকোর্টের আপিল এখতিয়ার কয় ভাগে বিভক্ত?

উত্তর : দু’ভাগে । ক. বাধ্যতামূলক এখতিয়ার এবং খ. স্বেচ্ছাধীন বা ঐচ্ছিক এখতিয়ার।

২১. মার্কিন শাসনব্যবস্থায় সুপ্রিমকোর্টের চারটি ভূমিকা লিখ।

উত্তর : আইনের ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা, নাগরিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা ।

  1. “The Supreme Court is the living voice of the constitution.” – কে বলেছেন?

উত্তর : লর্ড ব্রাইস (Lord Bryce)।

২৩. “The court are superior to the judgement of all other instituations including Congress”- কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার (Prof. Finer)।

  1. “The Supreme Court is the Constitution”- কে বলেছেন?

উত্তর : বিচারপতি ফ্রাংকফার্টার।

২৫. মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে?

উত্তর : সুপ্রিমকোর্ট।

২৬. কোন দেশের বিচার বিভাগ ‘বিচার বিভাগীয় পর্যালোচনা’ ক্ষমতার অধিকারী?

উত্তর : মার্কিন সুপ্রিমকোর্ট ।

২৭. কার নেতৃত্বে সুপ্রিমকোর্টের প্রাধান্য ও বৈধতা বিচারের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়?

উত্তর : প্রাক্তন বিচারপতি মার্শাল ।

২৮. প্রত্যেক বিচারপতি কত বছর বয়সে অবসর নিতে পান?

উত্তর : ৭০ বছর বয়সে।

২৯. মার্কিন জুরি ব্যবস্থা কী?

উত্তর : জুরি ব্যবস্থা বিচারকদের পরার্শক সভা। তাদের রায় প্রদানের ক্ষমতা আছে ।

৩০. মার্কিন বিচারব্যবস্থায় শীর্ষদেশে অবস্থিত কোনটি?

উত্তর : সুপ্রিমকোর্ট।

৩১. মার্কিন কংগ্রেস আপিল আদালত গঠন করে কবে? উত্তর : ১৮৯১ সালে আপিল আদালত গঠন করে।

৩২. মার্কিন আপিল আদালত পূর্বে কী নামে পরিচিত ছিল?

উত্তর : ভ্রাম্যমাণ আপিল আদালত ।

৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রকে কয়টি অঞ্চলে বিভক্ত করে প্রত্যেক অঞ্চলকে একটি আপিল আদালতের আওতাধীন করা হয়েছে?

উত্তর : ১১টি অঞ্চলে।

৩৪. মার্কিন সংবিধান কর্তৃক প্রতিষ্ঠিত একমাত্র আদালত কোনটি?

উত্তর : সুপ্রিমকোর্ট।

কাকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়?

উত্তর : সুপ্রিমকোর্টকে ।

৩৬. মার্কিন সুপ্রিমকোর্ট কীভাবে গঠিত হয়?

উত্তর : মার্কিন সুপ্রিমকোর্ট একজন প্রধান বিচারপতি এবং ৮ জন সহকারী বিচারপতি নিয়ে গঠিত হয় । ৩৭. মার্কিন সুপ্রিমকোর্টে বিচারকার্য সম্পাদনের সময় অন্তত কয়জন বিচারপতির উপস্থিতি অপরিহার্য?

উত্তর : ৬ জন বিচারপতির উপস্থিতি অপরিহার্য।

৩৮. সুপ্রিমকোর্টে কয়জন বিচারপতির ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হতে পারে?

উত্তর : সুপ্রিমকোর্টে ৫ জন ।

৩৯. মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কীভাবে নিযুক্ত হন?

উত্তর : মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতিগণ সিনেটের পরামর্শ এবং অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন । ৪০. মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের একমাত্র পন্থা কী?

উত্তর : ইম্‌পিচমেন্ট ।

৪১. মার্কিন কংগ্রেস কোন বিচারপতিকে কিসের ভিত্তিতে ইম্‌পিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করতে পারে?

উত্তর : অসদাচরণের ভিত্তিতে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করতে পারে ।

৪২. মার্কিন সংবিধান অনুযায়ী সুপ্রিমকোর্টের দু’ধরনের এখতিয়ার কী কী ?

উত্তর : মার্কিন সংবিধান অনুযায়ী সুপ্রিমকোর্টের দু’ধরনের এখতিয়ার হলো— ১. মূল এখতিয়ার, ২. আপিল এখতিয়ার । ৪৩. বিচার বিভাগীয় পর্যালোচনা কী?

উত্তর : বিচার বিভাগীয় পর্যালোচনা এমন এক পদ্ধতি বিশেষ যার মাধ্যমে বিচার বিভাগ দেশের আইনসভা বা শাসন বিভাগের দ্বারা গৃহীত কার্যব্যবস্থার সাংবিধানিক বৈধতা নির্ধারণ করে ।

৪৪. বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?

উত্তর : বিচার বিভাগীয় পর্যালোচনা।

৪৫. মার্কিন বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণার সৃষ্টি হয়েছে কীসের দ্বারা?

উত্তর : মার্কিন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্শাল মারবারি বনাম মেডিসন মামলায় যে ঐতিহাসিক রায় দেন তার থেকেই এ ধারণার সৃষ্টি হয়েছে।

৪৬. বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার কার্যকারিতা কোন মামলার দ্বারা প্রতিফলিত হয়ে ওঠে?

উত্তর : মারবারি বনাম মেডিসন মামলার দ্বারা ।

৪৭. “আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান” কে বলেছেন?

উত্তর : মার্কিন সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি হিউজেস (Hughes)।

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

১. মার্কিন বিচার বিভাগের সংগঠন বর্ণনা কর ।

Describe the organization of the judiciary of the USA.

২. মার্কিন সুপ্রিম কোর্টের গঠন পদ্ধতি বর্ণনা কর ।

Describe the formation of the Supreme Court of the USA.

৩. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া বর্ণনা কর ।

Describe appointment procedures of the judges of the Supreme Court.

৪. মার্কিন সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্ণনা কর ।

Describe the jurisdictions of the Supreme Court of the USA.

৫. মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকা লিখ।

Write down the role of the Supreme Court of the USA.

৬. সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা লিখ ।

Write down the role of the Supreme Court as the explainer of the constitution.

৭. বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা কী?

What is judicial review?

৮. সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার বিভিন্ন দিক ব্যাখ্যা কর ।

Explain the various aspects of the judicial review power Supreme Court.

৯. সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার পক্ষে যুক্তি দাও ।

Give the arguments in favour of the judicial review power Supreme Court.

১০. সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার বিপক্ষে যুক্তি দাও।

Give the arguments in against the judicial review power of the Supreme Court.

 ১১. মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকার মূল্যায়ন কর ।

Evaluate the role of the Supreme Court of the USA.

 ১২. মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা বিশ্লেষণ কর।

Analyze the qualifications of the judges of the Supreme Court of the USA.

১৩. বিচার বিভাগের উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ আলোচনা কর।

Discuss the control of the executive on the judiciary.

১৪. বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ আলোচনা কর ।

Discuss the control of the legislature on the judiciary.

রচনামূলক প্রশ্ন PART – C

১. মার্কিন বিচার বিভাগীয় কাঠামোর বর্ণনা দাও ।

Describe the legislative structure of the USA.

২. মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা কর ।

Discuss the formation and functions of the supreme court of the USA.

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাংবিধানিক তাৎপর্য কী? তার এখতিয়ার ও ক্ষমতা পর্যালোচনা কর ।

What is the constitutional significance of the supreme court of the USA? Analyze the jurisdictions and powers of it.

৪. মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকা বর্ণনা কর ।

Describe the role of the supreme court of the USA.

৫. সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা কর ।

Discuss the role of the supreme court of the USA as the explainer of the constitution.

৬. “মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টকে সংবিধানের রক্ষক ও অভিভাবক বলা হয়।”-এ দাবি কতদূর যুক্তিসঙ্গত? ব্যাখ্যা কর ।

The Supreme Court is called the protector and guardian of the constitution”-How far is logical this claim? Explain.

৭. নাগরিক অধিকারের সংরক্ষক হিসেবে মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকা পর্যালোচনা কর ।

Analyze the role of the supreme court of the USA as the protector of the citizen rights.

৮. বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বুঝায়? মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা কর ।

What do you mean by judicial review? Discuss about the judicial review power of the supreme court of the USA.

৯. মার্কিন সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা আলোচনা কর ।

Discuss the limitations of the supreme court of the USA.

১০. বিচার বিভাগীয় পর্যালোচনার ইতিবাচক দিক আলোচনা কর ।

Discuss the positive sides of the judicial review.

১১. বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার সমালোচনা ব্যাখ্যা কর ।

Explain the limitations of the judicial review power.

১২. মার্কিন বিচার বিভাগীয় পর্যালোচনার গুরুত্ব বর্ণনা কর।

Explain the importance of the judicial review power.

Leave a Reply