Table of Contents
Toggleকত সালে স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত হয়?
২. কত সালে স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত হয়?
উত্তর : ১৭০৭ সালে ।
১. যুক্তরাজ্য হচ্ছে সংসদীয় শাসনব্যবস্থার-
উত্তর : মাতৃভূমি ।
৩. কত সালে আয়ারল্যাণ্ড UK এর সাথে যুক্ত হয়?
উত্তর : ১৮০১ সালে।
৪. ব্রিটেনের আয়তন কত?
উত্তর : প্রায় ২,৪৩.৬১০ কি.মি. ।
৫. ব্রিটেনের লোকসংখ্যা কত?
উত্তর : ৬ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৪২৮ জন (২০১৬)।
৬. ব্রিটেনের স্থানীয় নাম কী?
উত্তর : ইউনাইটেড কিংডম (UK)।
৭. UK এর পূর্ণরূপ কী?
উত্তর : United Kingdom.
৮. যুক্তরাজ্যের (UK) রাষ্ট্রীয় কাঠামো—
উত্তর : এককেন্দ্রিক।
৯. ব্রিটেনের মুদ্রার নাম কী?
উত্তর : পাউন্ড স্টার্লিং।
১০. জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব কোন অব্দে ইংল্যান্ড দখল করেন?
উত্তর : খ্রিস্টপূর্ব ৫৪ অব্দে ।
১১. প্রাচীন রোমানগণ কত বছর পর্যন্ত ইংল্যান্ডে আধিপত্য বিস্তার করে?
উত্তর : প্রায় ৪০০ বছর।
১২. ব্রিটেনে শতকরা কতভাগ মানুষ শহরে বাস করে?
উত্তর : ৭০ ভাগ ।
১৩. ইংল্যান্ডের চার্চ এর প্রধান কে?
উত্তর : রাজা বা রানী।
১৪. কোন যুগে ব্রিটেনের রাজতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার উদ্ভব ঘটে?
উত্তর : অ্যাংলো স্যাক্সন যুগে।
১৫. কত সালে নর্মান্ডির উইলিয়াম ইংল্যান্ড জয় করেন?
উত্তর : ১০৬৬ সালে।
১৬. ব্রিটিশ শাসনতন্ত্র লিখিত না অলিখিত?
উত্তর : অলিখিত।
১৭. ব্রিটেনে কত সালের পার্লামেন্টকে মডেল পার্লামেন্ট বলা হয়?
উত্তর : ১২৯৫ সালের পার্লামেন্টকে।
১৮. গোলাপের যুদ্ধ কত বছর পর্যন্ত চলে?
উত্তর : ৩০ বছর ৷
১৯. কত সালে রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়?
উত্তর : ১৬৪৯ সালে।
২০. ব্রিটিশ শাসনতন্ত্রের মূল উৎস দুটি কী?
উত্তর : শাসনতান্ত্রিক আইন, শাসনতান্ত্রিক রীতিনীতি।
২১. ম্যাগনাকার্টা (Magna Carta) কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন; রুনিমিড প্রান্তর, ব্রিটেন-এ স্বাক্ষরিত হয়।
২২. কোন রাজা মহাসনদ (Magna Carta) মেনে নেন?
উত্তর : রাজা জন ।
২৩. ব্রিটেন গৌরবময় বিপ্লব (Glorious Revolution) সংগঠিত হয় কত সালে?
উত্তর : ১৬৮৮ সালে।
২৪. গৌরবময় বিপ্লবের প্রকৃতি কীরূপ ছিল?
উত্তর : এটি ছিল ইংল্যান্ডের রক্তপাতহীন বিপ্লব ।
২৫. The British constitution is the mother of all constitutions – উক্তিটি কার ?
উত্তর : ডব্লিউ বি মুনরো (W.B. Munro) এর ।
২৬. ব্রিটেনের রাজধানীর নাম কী?
উত্তর : লন্ডন (London)।
২৭. ইউরোপের উপকূল ভাগে সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তর : ব্রিটেন।
২৮. ম্যাগনাকার্টা কী?
উত্তর : ১২১৫ সালে রাজা জন ও ব্যারনদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, যা ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার ভিত্তি।
২৯. Parliamentary Government in England-গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : হ্যারল্ড জে. লাস্কি (Harold J. Laski) ।
৩০. কখন ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল (Bill of Rights) প্রণীত হয়? উত্তর : ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল প্রণীত হয় ।
৩১. গোলাপের যুদ্ধ কত সাল পর্যন্ত চলে?
উত্তর : ১৪৪৫-১৪৮৫ সাল পর্যন্ত।
৩২. ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব?
উত্তর : ব্রিটেনের।
৩৩. ইউনিয়ন জ্যাক কোন দেশের জাতীয় পতাকার নাম?
উত্তর : ইংল্যান্ডের।
৩৪. কোন কোন দেশ নিয়ে যুক্তরাজ্য (UK) গঠিত?
উত্তর : ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে যুক্তরাজ্য গঠিত
৩৫. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন।
৩৬. ব্রিটেনের পতাকার নাম কী?
উত্তর : ইউনিয়ন জ্যাক।
৩৭. ব্রিটেনের জাতীয় প্রতীক কী?
উত্তর : গোলাপ।
৩৮. কমন ল কী?
উত্তর : কমন ল হলো সুদীর্ঘকাল যাবৎ প্রচলিত সেইসব প্রথা ও রীতিনীতি, যেগুলো কালক্রমে আদালতের মাধ্যমে
আইনের মর্যাদা লাভ করেছে।
৩৯. ব্রিটেনে কোন রাজতন্ত্র বিদ্যমান রয়েছে?
উত্তর : নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক রাজতন্ত্র ।
১. ব্রিটেনের সাংবিধানিক বিকাশ ধারাটি বর্ণনা কর।
Discuss about the constitutional evolution of Britain.
২. ব্রিটিশ সংবিধানের বিবর্তনের পর্যায়গুলো কী কী?
What are the stages of evolution of British Constitution?
৩. “ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয় নি।”-ব্যাখ্যা কর।
“The British Constitution has not been made, but has grown. Explain it.
৪. ব্রিটিশ সংবিধানের প্রকৃতি বর্ণনা কর।
Describe the nature of British Constitution.
৫. ব্রিটিশ সংবিধানের উৎসগুলো আলোচনা কর।
Discuss about the sources of British Constitution.
৬. ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী?
What are the main characteristics of British Constitution?
১.
ব্রিটিশ সংবিধানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা
কর ।
২.
ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
Discuss about the characteristics
of British Constitution
৩.
ব্রিটিশ সংবিধানের উৎসগুলো আলোচনা কর ।
Discuss about the sources of
British Constitution
৪.
“ব্রিটিশ সংবিধান বহু শতাব্দির বিবর্তনেরই
ফল।”- উক্তিটি ব্যাখ্যা কর ।
British constitution is the
result of the evolution of several centuries.” explain the quotation.
৫.
ব্রিটিশ সংবিধানের প্রকৃতি সম্পর্কে আলোচনা কর ।
Discuss about the nature of
British constitution
৬.
ব্রিটেনের সংবিধানের ক্রমবিকাশের ধারাটি বিবৃত কর।
Discuss about the constitutional
evolution of Britain.
৭.
ব্রিটিশ সংবিধান তৈরি করা হয়নি,
গড়ে উঠেছে।— ব্যাখ্যা কর।
“The British Constitution
has not been made, but has grown”. Explain it.