এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি

এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি

Arguments Against Uni-Cameral Legislature

এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যেসকল যুক্তি উপস্থাপন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হলো :

১. স্বৈরাচারী হঠকারিতামূলক আইন প্রণয়নের সম্ভাবনা : এককক্ষ বিশিষ্ট আইনসভায় নির্বাচিত জনপ্রতিনিধিগণ লাগামহীনভাবে স্বৈরাচারী ও হঠকারিতামূলক আইন প্রণয়নের সুযোগ পান। কেননা, জন স্টুয়ার্ট মিল ( J. S. Mill) বলেন, “একটি মাত্র কক্ষের হাতে ক্ষমতার মেরুকরণ কক্ষটিকে স্বেচ্ছাচারী করে তোলে ।”

২. ব্যক্তিস্বাধীনতা বিরোধী : এক-কক্ষ বিশিষ্ট আইনসভা ব্যক্তিস্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে পারে ।

জাতীয় স্বার্থের পরিপন্থী আইন প্রণয়ন : এক-কক্ষ বিশিষ্ট আইনসভা ভাবাবেগ, সাময়িক উত্তেজনা কিংবা জনমতের চাপে বিভ্রান্ত হয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী অকল্যাণকর, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত আইন প্রণয়ন করতে পারে ।

৪. জ্ঞানী-গুণী ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত : এক-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তিত হলে সমগ্র জাতি জ্ঞানী-গুণী ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত হয়। কেননা, জ্ঞানী-গুণী ব্যক্তিগণ সাধারণত নির্বাচনের ঝামেলা পোহাতে চান ।

৫. সংখ্যালঘুদের স্বার্থসরংক্ষণে ব্যাঘাত : এক-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যক্ষ নির্বাচনভিত্তিক হওয়ায় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত হয় না। কেননা, এখানে সংখ্যালঘুরা প্রতিনিধি প্রেরণে ব্যর্থ হয় ।

৬. রাজনৈতিক সচেতনতা হ্রাস পায় : এক-কক্ষ বিশিষ্ট আইনসভার প্রতিনিধিগণ সমদৃষ্টিসম্পন্ন হওয়ায় বিতর্ক প্রাণবন্ত হয় না। এর ফলে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় না ।

৭. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার অনুপযোগী : এক-কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার পক্ষে অনুপযোগী। কেননা, এ ব্যবস্থায় আঞ্চলিক স্বার্থের প্রতি গুরুত্ব প্রদান করা অসম্ভব হয়ে পড়ে ।

৮. কার্য সম্পাদন কষ্টকর : সাম্প্রতিক সময়ে আইনসভায় কাজ বৃদ্ধি পাওয়ায় একটি মাত্র কক্ষের মাধ্যমে তা সুষ্ঠুভাবে সম্পাদন করা কষ্টকর হয়ে পড়ে।

৯. জনস্বার্থবিরোধী সুযোগের উপস্থিতি : জনস্বার্থবিরোধী তথা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী কোনো সুযোগ গ্রহণের অবকাশ এ ব্যবস্থায় বিরাজমান।

পরিশেষে এক-কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে উপরিউক্ত যুক্তিসমূহ থাকা সত্ত্বেও বলা যায় যে, বর্তমান শাসনব্যবস্থায় এককক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। অধ্যাপক লাস্কি (Laski) বলেন, “বর্তমানে রাষ্ট্রব্যবস্থার প্রয়োজন মেটাবার জন্য ব্যাপক ক্ষমতাসম্পন্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভাই উপযুক্ত।

Leave a Reply