এককেন্দ্রিক সরকার

এককেন্দ্রিক সরকার Unitary Government

ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সরকারকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় এই দুই ভাগে ভাগ করেছেন। বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রেই হয় এককেন্দ্রিক, নয় যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সরকার ক্ষমতায় রয়েছে। যেমন— বাংলাদেশে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সরকার প্রতিষ্ঠিত রয়েছে। যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সরকারব্যবস্থায় সংবিধানের আওতায় ক্ষমতা কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে বণ্টন করে দেয়া হলেও এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সকল ক্ষমতা কেন্দ্ৰিয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। অর্থাৎ, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হলেও এককেন্দ্রিক সুরকারব্যবস্থায় ক্ষমতা একত্রীকরণ নীতি অনুসরণ করা হয়।

এককেন্দ্রিক সরকার

Unitary Government

যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রিয় সরকারের হাতে ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে। যদিও এরূপ ব্যবস্থায় কেন্দ্রিয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারের অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে।

১. সি. এফ. স্ট্রং (C. F. Strong )-এর মতে, “যে শাসনব্যবস্থায় কেন্দ্রিয় সরকার ও কেন্দ্রিয় আইনসভা সংবিধানের মাধ্যমে

অপ্রতিহত ক্ষমতার অধিকারী তাই এককেন্দ্রিক সরকার। “

২. অধ্যাপক গার্নার ( Prof. Garner ) -এর মতে, “এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রিয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এবং স্থানীয় সরকারসমূহের ক্ষমতা, স্বাতন্ত্র্য্যতা এমনকি অস্তিত্বও কেন্দ্রিয় সরকারের উপর নির্ভরশীল। “

৩. অধ্যাপক ডাইসী (Prof. A. V. Diecy)-এর মতে, “এককেন্দ্রিক শাসনব্যবস্থা হলো একটি কেন্দ্রিয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার।”

৪. অধ্যাপক গেটেল (Prof. Gettell)-এর ভাষায়, “Unitary government is a system in which the constitution

of the state delegates all governmental powers to the national government.”

৫. অধ্যাপক উইলোবী ( Prof. Willoughby) বলেন, “In unitary government all the powers of the government are conferred in the first instance upon a single central government and that’ government is left in complete freedom to effect such a distribution of these powers, territorially as in its opinion is wise.”

৬. কে. সি. হুইয়ার (K. C. Wheare)-এর ভাষায়, “In a unitary constition the legislature of the whole country is the supreme law making body in the country. It may permit other legislatives to exit…… but they are sub-ordinate to it.”

৭. ড. ফাইনার (Dr. Finer)-এর মতে, “Unitary government is one in which all authority and power are

lodged in a single centre whose will and agents are legally omnipotent over the whole area.” সুতরাং বলা যায় এককেন্দ্রিক সরকার হলো এমন এক প্রকার সরকারব্যবস্থা যেখানে একটি মাত্র সরকারের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা ন্যস্ত থাকে এবং একটি কেন্দ্র থেকেই রাষ্ট্রের সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়। ব্রিটেন, বাংলাদেশ এককেন্দ্রিক সরকারের প্রকৃষ্ট উদাহরণ ।

Leave a Reply