Table of Contents
Toggleবিভিন্ন সরকার ব্যবস্থায় আইন বিভাগের সাংগঠনিক কাঠামো
Organizational Structure of Legislature in various types of Government
এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয়, রাষ্ট্রপতিশাসিত কিংবা সমাজতান্ত্রিক যে ধরনের সরকার ব্যবস্থাই হোক না কেন প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতিতে পার্থক্যের জন্য আইনসভার গঠন প্রণালি, মর্যাদা, ভূমিকা ও কার্যাবলির বিভিন্নতা লক্ষ করা যায়। যথা :
১. এককেন্দ্রিক ব্যবস্থায় আইনসভা : এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আইনসভা সাধারণত এক-কক্ষ কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশ ও যুক্তরাজ্যে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। এক্ষেত্রে বাংলাদেশে এক-কক্ষ বিশিষ্ট এবং যুক্তরাজ্যে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে। আবার উভয় দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে।
২. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভা : যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় আইনসভা সাধারণত দ্বি-কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। যদিও মর্যাদার দিক থেকে উভয় কক্ষ সমমানের হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুটি দেশেই যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির শাসনব্যবস্থা বিদ্যমান। আর রাষ্ট্র দুটির কেন্দ্রিয় আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা এবং ভারতের উচ্চ কক্ষের নাম লোকসভা ও নিম্ন কক্ষের নাম রাজ্যসভা ।
৩. সংসদীয় ব্যবস্থায় আইনসভা : সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে আইনসভা এক-কক্ষ কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট হতে পারে। এ ব্যবস্থার অধীনে আইনসভার গঠন, প্রকৃতি ও কার্যাবলির মধ্যে ভিন্নতা লক্ষ করা যায়। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এক্ষেত্রে বাংলাদেশের আইনসভা, এক-কক্ষ বিশিষ্ট হলেও ভারত ও যুক্তরাজ্যের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট।
৪. রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আইনসভা : রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থার অধীনেও আইনসভা এক-কক্ষ কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট হতে পারে। যেমন— মার্কিন যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ উভয় রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা বিদ্যমান থাকলেও মার্কিন ৷ আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট, কিন্তু মালদ্বীপের আইনসভা এক-কক্ষ বিশিষ্ট ।
৫. একনায়কতন্ত্রে আইনসভা : একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রে আইনসভার ভূমিকা খুবই নগণ্য। মুসোলিনীর মতে, “পার্লামেন্ট। হলো একটি ক্রীড়ানক মাত্র।” একনায়কতন্ত্রে সাধারণত এক-কক্ষ বিশিষ্ট আইনসভা পরিলক্ষিত হলেও সামরিকতন্ত্রের অধীনে আইনসভা এক-কক্ষ কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট হতে পারে।
৬. সমাজতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা : সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার ক্ষেত্রেও আইনসভা এক-কক্ষ কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট হতে পারে। যদিও গঠন, প্রকৃতি ও কার্যাবলির দিক থেকে এদের মধ্যে বিভিন্নতা লক্ষ করা যায়।