সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
১. নির্বাচকমণ্ডলী কারা?
উত্তর : ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।
২. “নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ”- উক্তিটি কার?
উত্তর : ডব্লিউ এফ উইলোৰী ।
৩. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলী ।
৪. নির্বাচক কী?
উত্তর : রাষ্ট্র যেসব নাগরিককে ভোট প্রদানের ক্ষমতা প্রদান করে তাদেরকে নির্বাচক বলা হয় ।
৫. নির্বাচন কমিশন কী?
উত্তর : নির্বাচন পরিচালনাকারী রাষ্ট্র স্বীকৃত সংস্থা । .
৬. বাংলাদেশে ভোটাধিকার অর্জনের বয়সসীমা কত?
উত্তর : ১৮ বছর।
৭. নারীর ভোটাধিকার প্রথম কোথায় স্বীকৃত হয়?
উত্তর : নিউজিল্যান্ডে, ১৮৯৩ সালে।
৮. প্রত্যক্ষ নির্বাচনের ২টি সুবিধা বল।
উত্তর : ক. শাসক শ্রেণিকে নিয়ন্ত্রণ, খ. গণতান্ত্রিক ব্যবস্থায় সাফল্য ।
৯. পরোক্ষ নির্বাচনের দুটি সুবিধা বল।
উত্তর : ক. প্রতারণার অবসান, খ. জনকল্যাণ নিশ্চিতকরণ।
১০. নির্বাচন কী?
উত্তর : প্রতিনিধি বাছাই করার পদ্ধতি বা প্রক্রিয়া।
১১. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে ‘নির্বাচন কমিশন’ গঠনের বিষয় উল্লেখ রয়েছে?
উত্তর : ১১৯নং অনুচ্ছেদে।
১২. ভোটাধিকার নাগরিকের কী অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
১৩. নারীর ভোটাধিকারের সর্বনিম্ন বয়ঃসীমা কত?
উত্তর : ১৮ বছর ৷
১৪. “Adult suffrage has crowned nan as citizen.”- কে বলেছেন?
উত্তর : ভিক্টর হুগো ।
১৫. কত সালে প্রথম নারীর ভোটাধিকার প্রশ্নে আন্দোলন শুরু হয়?
উত্তর : ১৮৬১ সালে ।
১৬. প্রতিনিধিত্ব নির্ধারণের কয়টি মূলনীতি রয়েছে?
উত্তর : তিনটি। ·
১৭. আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব কী?
উত্তর : যখন অঞ্চল ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা হয়।
১৮. পেশাগত প্রতিনিধিত্ব কী?
উত্তর : যখন পেশার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা হয়।
১৯. সমানুপাতিক প্রতিনিধিত্ব কী?
উত্তর : সংখ্যালঘিষ্ঠরা ভোটারের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পাবে।
২০. কে একক হস্তান্তরযোগ্য ভোট ব্যবস্থা উদ্ভাবন করেন?
উত্তর : ইংরেজ লেখক টমাস হেয়ার।
২. চি পদ্ধতি কত প্রকারা
উত্তর : দু’প্রকার। যথা- প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচন।
২২. কোন নির্বাচন দু’বার হয়ে থাকো
উত্তর : পরোক্ষ নির্বাচন ।
২৩. নির্বাচন কী?
উত্তর : যেখানে প্রতিনিধি ভোটারগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়।
২৪. পরোক্ষ নির্বাচন কী?
উত্তর : যেখানে ভোটারগণ প্রথম মধ্যবর্তী সংস্থার সদস্য নির্বাচন করে, পরে নির্বাচিতরাই চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। ২৫. ভোটদানের পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দু ভাগে । (যথাঃ প্রকাশ্য ভোটদান এবং গোপন ভোটদান পদ্ধতি।)
২৬. প্রকাশ্য ভোটদান পদ্ধতির সমর্থক কারা?
উত্তর : মন্টেস্কু, মিল প্রমুখ।
২৭. আধুনিককালে সর্বোৎকৃষ্ট ভোটদান পদ্ধতি কী?
উত্তর : গোপন ভোটদান পদ্ধতি
২৮. আধুনিক গণতন্ত্রে নির্বাচকমণ্ডলীর তিনটি গুরুত্বের নাম লিখ ।
উত্তর : প্রতিনিধি নির্বাচন, সরকারি নীতি নির্ধারণ, জনমত গঠন ।
২৯. কোন রাষ্ট্রবিজ্ঞানী নির্বাচকমণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ হিসেবে গণ্য করেছেন?
উত্তর : ডব্লিউ. এফ. উইলোবি ।
৩০. উত্তম নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি, গোপন ভোটদান পদ্ধতি ।
৩১. কোন কোন রাষ্ট্রে নারীরা এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত?
উত্তর : বেলজিয়াম, ইরান, মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্রে।
৩২. নির্বাচক (voter) কারা?
উত্তর : ভোটাধিকার প্রাপ্ত নাগরিক।
৩৩. “Electorate implies voters those select the representatives to represent the state.”- মন্তব্যটি কার? .
উত্তর : অধ্যাপক লেকি Lecky-এর।
- “Votes should not be counted they should be weighted.” কথাটি কে বলেছেন?
উত্তর : Taine
৩৫. সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতিগুলো হলো : ১. সমানুপাতিক পদ্ধতি, ২. সীমাবদ্ধ ভোটদান পদ্ধতি, ৩. স্তূপীকৃত ভোটদান পদ্ধতি, ৪. স্বতন্ত্র নির্বাচন এবং ৫. যৌথ নির্বাচন ও আসন সংরক্ষণ।
৩৬. ফ্রান্স এবং বেলজিয়ামে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয় কবে?
উত্তর : ফ্রান্স এবং বেলজিয়ামে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয় যথাক্রমে— ১৯৪৫ সালে এবং ১৯৪৮ সালে।
৩৭. “বর্তমান গণতন্ত্র প্রতিনিধিত্ব গণতন্ত্র।”- বক্তব্যটি কার?
উত্তর : জন স্টুয়ার্ট মিল এর ।
৩৮. Electorate is the fourth organ of government. “- উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক উইলোবী (Willoughby.)
৩৯. “There is no permanent right of power: ” কথাটি কে বলেছেন?
উত্তর : অধ্যাপক লাস্কি ।
- “If government is to be democratic, it must subscribe the universal adult suffrage.” কথাটি কে বলেছেন?
উত্তর : Reinnow বলেছেন।
৪১. ভোটাধিকারকে মানুষের প্রাকৃতিক এবং জন্মগত অধিকার বলেছেন কে?
উত্তর : রুশো ও মন্টেস্কু ।
৪২. উত্তম নির্বাচনি ব্যবস্থার কয়েকটি পূর্বশর্ত উল্লেখ কর।
উত্তর : উত্তম নির্বাচনি ব্যবস্থার পূর্বশর্ত হলো সর্বজনীন ভোটাধিকার, প্রত্যক্ষ নির্বাচন, গোপন ব্যালট পদ্ধতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি ।
৪৩. প্রতিনিধিত্বের অর্থ কী?
উত্তর : এক কথায় প্রতিনিধিত্ব হলো জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধির উপস্থাপনার কাজ বা ভূমিকা ।
৪৪. প্রতিনিধি নির্বাচনের প্রধানত কয়টি পদ্ধতি আছে ও কী কী?
উত্তর : প্রতিনিধি নির্বাচনের প্রধানত ৪ (চার)টি পদ্ধতি আছে। যথা- ১. সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব, ২. সংখ্যালঘিষ্ঠের প্রতিনিধিত্ব, ৩. আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব এবং ৪. পেশাগত প্রতিনিধিত্ব ।
৪৫. সমানুপাতিক প্রতিনিধিত্ব কী?
উত্তর : সমানুপাতিক প্রতিনিধিত্ব হলো প্রতিনিধি নির্বাচনের এমন ব্যবস্থা যাতে সংখ্যালঘুরা ভোটারের সংখ্যার অনুপাতে নির্বাচিত হতে পারে ।
৪৬. সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রধান পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর : সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রধান পদ্ধতি দুটি। যথা— ক. একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি, খ. তালিকা পদ্ধতি । ৪৭. একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি সর্বপ্রথম কখন ও কোথায় প্রয়োগ করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে ফ্রান্সের জাতীয় কনভেনশনে সর্বপ্রথম একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি প্রয়োগ করা হয়।
৪৮. কে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি প্রবর্তন করেন?
উত্তর : ইংরেজ লেখক টমাস হেয়ার ১৮৫১ সালে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি প্রবর্তন করেন।
৪৯. সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রধান দু’জন সমর্থকের নাম লিখ ।
উত্তর : জন স্টুয়ার্ট মিল এবং লেকি ।
৫০. সমানুপাতিক প্রতিনিধিত্ব প্রচলিত আছে এমন ৪টি দেশের নাম লিখ ।
উত্তর : জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক প্রভৃতি দেশে সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা প্রচলিত আছে।
৫১. সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব কী?
উত্তর : সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব হলো- প্রতিনিধি নির্বাচনের এমন পদ্ধতি যাতে নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থী নির্বাচিত হন।
৫২. সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বের ব্যবস্থায় একজন ভোটারের কয়টি ভোট থাকে?
উত্তর : একজন ভোটারের কেবল একটি ভোট থাকে ।
৫৩. সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বের ব্যবস্থা কোন কোন রাষ্ট্রে প্রচলিত আছে?
উত্তর : বাংলাদেশ, ভারত, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া প্রভৃতি রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বের ব্যবস্থা প্রচলিত আছে।
৫৪. কোন ধরনের ভোটদান পদ্ধতি সর্বোৎকৃষ্ট?
উত্তর : গোপন ভোটদান পদ্ধতি ।