রাষ্ট্রপতি শাসিত সরকার Presidential Government
আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে দু’ভাগে ভাগ করা যায়। যথা— সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কহীনতা কাজ করে। এ ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কৃতকর্মের জন্য আইনসভার নিকট দায়ী নয়, বরং এই শাসনব্যবস্থায় রাষ্ট্রপতিই হলেন একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। এই সরকারের মন্ত্রিসভা রাষ্ট্রপতির একান্ত অনুগত ও বাধ্যগত। অর্থাৎ, সার্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সংসদীয় সরকারের বিপরীতধর্মী সরকার
ব্যবস্থা।
রাষ্ট্রপতি শাসিত সরকার Presidential Government
সাধারণত যে শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা একত্রিত না হয়ে সংবিধানসম্মতভাবে পৃথক করা হয় ও নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনভাবে শাসন পরিচালনা করেন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে।
১. অধ্যাপক ডাইসি ( Prof. Diecy)-এর মতে, “In this system the president enjoys real powers of the government, he is not responsible to the legislature for his administration and it regards as presidential government.”
২. ওয়াল্টার বেজহট (W. Bagehot)-এর মতে, “আইন ও শাসন সংক্রান্ত ক্ষমতার স্বাধীনতা রাষ্ট্রপতি শাসিত সরকারে একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য।”
৩. রাষ্ট্রবিজ্ঞানী গিলক্রিস্ট (Gilchrist)-এর ভাষায়, “রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে ঐ ধরনের সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। আর এ ক্ষেত্রে রাষ্ট্রপতি তাঁর কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত।”
৪. মহাপাত্র ( Mahapatra)-এর মতে, “রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে ঐ শাসনব্যবস্থা যেখানের শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর পৃথক থেকে স্ব স্ব দায়িত্ব সম্পাদন করে।”
৫. অধ্যাপক গার্নার (Prof. Garner)-এর মতে, “রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে সে ধরনের শাসনব্যবস্থা যেখানে প্রধান নির্বাহী (রাষ্ট্রপ্রধান ও তার মন্ত্রীবর্গ) তাঁর বা তাঁদের কার্যকলাপের দিক থেকে ও তাঁর বা তাঁদের রাজনৈতিক নীতিমালার জন্য সাংবিধানিকভাবে আইনসভার নিয়ন্ত্রণ হতে স্বাধীন, নিরপেক্ষ এবং এর কাছে দায়ী নয়।”
৬. অ্যালান আর. বল ( Allan R. Ball)-এর মতে, “The relation between the executive and legislature is the only way to know whether a government is parliamentary or presidential, if real executive is responsible to the legislature or the parliament, the form of government is parliament.”