মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন?

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন?

উত্তর : ২৭০টি ভোটের ।

২. ‘নির্বাচনি সংস্থার’ প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয় কোন সময়?

উত্তর : নভেম্বর মাসের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবার ।

৩. নির্বাচনি সংস্থার নির্বাচিত প্রতিনিধিগণ কখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটদান করেন?

উত্তর : ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবারের পর প্রথম সোমবার।

৪. কত তারিখে ভোট গণনা কার্য শেষ হয়?

উত্তর : পরের বছর ৬ জানুয়ারি ।

৫. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কী?

উত্তর : পরোক্ষ নির্বাচন পদ্ধতি (Indirect election)।

৬. মার্কিন যুক্তরাষ্ট্র কোন সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা (Presidential Form fo Government )।

৭. মার্কিন শাসন বিভাগের প্রকৃত কর্ণধার কে?

উত্তর : রাষ্ট্রপতি (President)।

৮. মার্কিন সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে শাসন বিভাগের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত করা হয়েছে?

উত্তর : ২নং ধারায় ।

রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা

৯. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয় কীভাবে?

উত্তর : ‘নির্বাচনি সংস্থা’ (Electoral college) দ্বারা ।

১০. কত সদস্য নিয়ে ‘মার্কিন নির্বাচনি সংস্থা’ গঠিত হয়?

উত্তর : ৫৩৮ জন ।

১১. মার্কিন রাষ্ট্রপতি পদের জন্য কী কী যোগ্যতা থাকা আবশ্যক?

উত্তর : ৩৫ বছর বয়স হতে হবে, জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং একাধারে অন্তত ১৪ বছর মার্কিন

যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে।

১২. মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উত্তর : চার বছর।

১৩. কোনো ব্যক্তি কতবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন?

উত্তর : ২ বার।

১৪. কোন সংশোধনী দ্বারা কোনো ব্যক্তি দু’বারের অধিক রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারবে না বলে স্থির হয়?

উত্তর : ১৯৫১ সালের ২২ তম সংশোধনী ।

১৫. কে দু’বারের অধিক সময় রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (Franklin Roosevelt ) । ১৬. মার্কিন রাষ্ট্রপতিকে পদচ্যুতি করা যায় কোন পদ্ধতিতে?

উত্তর : ইমপিচমেন্ট বা অভিশংসন (Impeachment)। ১৭. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত ?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা।

১৮. একমাত্র কোন মার্কিন রাষ্ট্রপতিকে অভিশংসিত করা হয়েছিল?

উত্তর : এন্ড্রু জনসন ।

১৯. ‘ওয়াটারগেট কেলেঙ্কারির, সাথে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিল?

উত্তর : রিচার্ড নিক্সন ।

২০. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎগুলো কী কী?

উত্তর : সংবিধানের লিখিত বিধান, কংগ্রেস প্রণীত আইন, সাংবিধানিক রীতিনীতি, বিচার বিভাগের ব্যাখ্যা ও সিদ্ধান্ত এবং প্রভাবশালী রাষ্ট্রপতির কার্যকলাপ ।

২১. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় কে দেশের সর্বোচ্চ শাসনকর্তা এবং জাতির প্রধান?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

২২. কয়েকজন প্রভাবশালী মার্কিন রাষ্ট্রপতির নাম লিখ।

উত্তর : আব্রাহাম লিঙ্কন, উড্রো উইলসন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, থিয়োডর রুজভেল্ট, আইজেন হাওয়ার, ট্রম্যান প্রমুখ ।

২৩. “The president is more than an administrative. It must be the symbol of American Ideals. বলেছেন?

উত্তর : হার্বার্ট হুবার ।

২৪. “The President of the United States is both more and less than a king. He is also more and less

than a Prime Minister ” – কে বলেছেন?

উত্তর : এইচ. জে. লাস্কি (H. J. Laski) ।

২৫. “The position of the president of United States is double. He is the formal head of the nation. He

is also the effective head of the executive.” – কে বলেছেন?

উত্তর : ব্রোগান (Brogun ) ।

২৬. মার্কিন রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত চারটি ক্ষমতার নাম লিখ ।

উত্তর : প্রধান প্রশাসক হিসেবে ভূমিকা, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা, সামরিক ক্ষমতা।

CS CamScanner

মার্কিন রাষ্ট্রপতি

২৭. মার্কিন রাষ্ট্রপতির আইন সংক্রান্ত চারটি ক্ষমতার নাম লিখ ।

উত্তর : কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান, শাসন বিভাগীয় আদেশ জারি, ভেটো প্রয়োগ, কংগ্রেসে বাণী প্রেরণ।

২৮. কার ‘বাণীর’ মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতির মূলবক্তব্য নিহিত ছিল?

উত্তর : ১৯৪১ সালের রুজভেল্ট এর বাণীর মধ্যে ।

২৯. মার্কিন কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করেন কে?

উত্তর : রাষ্ট্রপতি (The President)।

৩০. কোন আইন মার্কিন রাষ্ট্রপতির আইন-সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি করেছে?

উত্তর : ১৯৩৯ সালের ‘পুনর্গঠন আইন’ ।

৩১. শাসন বিভাগীয় আদেশ বা অর্ডিন্যান্স জারি করেন কে?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে কে?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতির ।

৩৩. কত সালে আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি স্থাপিত হয়?

উত্তর : ১৭৮৭ সালে।

৩৪. রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে হলে বয়স কত লাগে?

উত্তর : ৩৫ বছর ।

৩৫. মার্কিন রাষ্ট্রপতি নিক্সন কত সালে পদত্যাগ করেন?

উত্তর : ১৯৭৪ সালে।

৩৬. মার্কিন রাষ্ট্রপতির বার্ষিক বেতন কত?

উত্তর : বছরে ২ লক্ষ ডলার ।

৩৭. মার্কিন শাসনব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত, না মন্ত্রিপরিষদ শাসিত?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত ।

৩৮. কোন রাষ্ট্রপতিকে মার্কিন প্রথার স্রষ্টা বলা হয়?

উত্তর : জর্জ ওয়াশিংটনকে ।

৩৯. কোন আইন অনুসারে মার্কিন রাষ্ট্রপতির উপর ‘বাজেট’ প্রণয়নের প্রকৃত ভার অর্পিত হয়েছে?

উত্তর : ১৯২১ সালের বাজেট ও হিসাবরক্ষণ আইন।

৪০. কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ভোগ করেন?

উত্তর : ২(২) নং ধারা ।

৪১. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উপর সাংবিধানিক বাধা কী কী?

উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন, নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থার প্রতিষ্ঠা, রাষ্ট্রপতির স্বল্পকালীন মেয়াদ নির্ধারণ, তৃতীয়বার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার উপর নিষেধাজ্ঞা ।

৪২. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির চারটি কারণ লিখ ।

উত্তর : রাষ্ট্রপতিগণের ব্যক্তিগত প্রয়াস, সরকারি সম্প্রসারণ, সিদ্ধান্ত গ্রহণের উৎসরূপে রাষ্ট্রপতি, কংগ্রেসের ভূমিকা। ৪৩. আইন প্রণয়নে রাষ্ট্রপতির ভূমিকা বা উদ্যোগ কী নামে পরিচিত?

উত্তর : শক্তিমান রাষ্ট্রপতির প্রাতিষ্ঠানিকীরণ ।

  1. “Today congress share with president control over policies of profound consequence.” – কে বলেছেন?

উত্তর : রবার্ট ডাল ( Robert Dhal)।

  1. “The American President not only reigns, he also rules.” কে বলেছেন?

উত্তর : মাইম্যান ( Miman )।

৪৬. কত সালে কোন আইন অনুযায়ী মার্কিন রাষ্ট্রপতির শাসন বিভাগীয় দপ্তর প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৯ সালের ‘রি-অর্গানাইজেশন অ্যাক্ট’ ।

৪৭. মার্কিন রাষ্ট্রপতির প্রশাসনিক দপ্তর কয়টি সংস্থা নিয়ে গঠিত?

উত্তর : ৭টি ।

রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা

৪৮. রাষ্ট্রপতির প্রশাসনিক দপ্তরের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দপ্তর কোনটি?

উত্তর : হোয়াইট হাউস (White House ) ।

৪৯. মার্কিন সিনেটের সভায় সভাপতিত্ব করেন কে?

উত্তর : মার্কিন উপ-রাষ্ট্রপতি।

৫০. উপ-রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে এ পদ অধিকার করেন?

উত্তর : প্রতিনিধিসভার স্পিকার।

৫১. কে ‘নির্ণায়ক ভোট’ দিতে পারেন?

উত্তর : উপ-রাষ্ট্রপতি ( Vice President ) ।

৫২. উপ-রাষ্ট্রপতি পদ কার্যত মর্যাদাশূন্য হবার কারণ কী?

উত্তর : দলীয় মনোনয়ন ব্যবস্থা এবং সংবিধান প্রদত্ত ক্ষমতা।

৫৩. মার্কিন রাষ্ট্রপতির প্রভাব বৃদ্ধির কারণে তাঁকে কী নামে অভিহিত করা হয়?

উত্তর : কংগ্রেসের তৃতীয় কক্ষ নামে অভিহিত করা হয় ৷

৫৪. সাংবিধানিক বিশেষজ্ঞগণ মার্কিন রাষ্ট্রপতিকে কী নামে অভিহিত করেছেন?

উত্তর : সাংবিধানিক বিশেষজ্ঞগণ মার্কিন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদের প্রাতিষ্ঠানিকীকরণ নামে অভিহিত করেছেন। ৫৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির উল্লেখ রয়েছে?

উত্তর : ২নং ধারায় ।

৫৬. মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা কর্তৃক বিশেষ পদ্ধতি অনুসারে পরোক্ষভাবে নির্বাচিত হয় ।

৫৭. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে নির্বাচন সংস্থার কতটি ভোট পেতে হয়?

উত্তর : ২৭০টি ভোট ।

৫৮. মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার জন্য প্রার্থীকে কত বছর বয়স্ক হতে হয়?

উত্তর : অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হয় ।

৫৯. মার্কিন রাষ্ট্রপতি পদে প্রার্থীকে কত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়?

উত্তর : ১৪ বছর

৬০. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা কত?

উত্তর : ৫৩৮ জন ।

৬১. কততম সংশোধনী দ্বারা কোনো ব্যক্তি দু’বারের অধিক মার্কিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবে না বলে বিধান করা হয়?

উত্তর : ২২তম সংশোধনীর দ্বারা ।

৬২. কোন পদ্ধতির মাধ্যমে কেবল মার্কিন রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব?

উত্তর : ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যেই ।

৬৩. মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেবল একজন রাষ্ট্রপতিকে অভিসংশিত করা হয় তাঁর নাম কী ছিল?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কেবল এন্ড্রু জনসনকে অভিশংসিত করা হয়।

৬৪. মার্কিন শাসনব্যবস্থা কার নামে পরিচালিত হয়?

উত্তর : মার্কিন শাসনব্যবস্থা রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়।

৬৫. মার্কিন শাসনব্যবস্থার গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করেন কে?

উত্তর : মার্কিন শাসনব্যবস্থার গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করে মার্কিন রাষ্ট্রপতি ।

৬৬. “মার্কিন রাষ্ট্রপতি ব্রিটেনের রাজার মতো রাজত্ব করেন এবং প্রধানমন্ত্রীর মতো শাসন করেন” – কথাটি কে বলেছেন?

উত্তর : কথাটি বলেছেন হার্বার্ট হুবার ।

৬৭. মার্কিন শাসন বিভাগের সর্বোচ্চ অধিকর্তা কে?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

সংবিধানে কাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্বদেশরক্ষী বাহিনীর সর্বপ্রধান সেনাপতি বলে বর্ণনা করা হয়েছে?

উত্তর : সংবিধানে রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্বদেশরক্ষী বাহিনীর সর্বপ্রধান সেনাপতি বলে অভিহিত করা হয়েছে।

সংবিধান অনুসারে সিনেটের কত অংশ সদস্যের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তি কার্যকর হতে পারে না ? উত্তর : সংবিধান অনুসারে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তি কার্যকর হতে পারে না ।

৭০. ১৯২০ সালে সিনেট রাষ্ট্রপতি উইলসন কর্তৃক সম্পাদিত কোন চুক্তি অনুমোদন প্রস্তাব বাতিল করে দেয়?

উত্তর : ১৯২০ সালে সিনেট রাষ্ট্রপতি উইলসন কর্তৃক সম্পাদিত ভার্সাই চুক্তি অনুমোদন প্রস্তাব বাতিল করে দেয় ।

৭১. মার্কিন রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতার দুটি দিক কী কী?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতার দুটি দিক হলো- ১. সাংবিধানিক পদ্ধতি, ২. সংবিধান বহির্ভূত পদ্ধতি ।

৭২. মার্কিন সংবিধান কাকে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করার ক্ষমতা দিয়েছে?

উত্তর : মার্কিন সংবিধান রাষ্ট্রপতিকে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করার ক্ষমতা দিয়েছে ।

৭৩. কার সম্মতি ব্যতীত কংগ্রেস অনুমোদিত কোনো বিল আইনে পরিণত হয় না?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কংগ্রেস প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না । ৭৪. মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

৭৫. কাকে মার্কিন সিনেটের রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়?

উত্তর : মার্কিন উপ-রাষ্ট্রপতিকে সিনেটের রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়।

৭৬. মার্কিন যুক্তরাষ্ট্রে কে বাজেট তৈরি করেন, যুদ্ধ ঘোষণা করতে পারেন?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

৭৭. কে কংগ্রেস কর্তৃক পাসকৃত বিলে ‘ভেটো’ (Veto) প্রদান করতে পারেন?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি।

৭৮. রাষ্ট্রপতি রুজভেল্ট কতটি সাধারণ ভেটো এবং কতটি পকেট ভেটো প্রদানের মাধ্যমে আইন বিভাগকে নিয়ন্ত্রণ করেছিলেন?

উত্তর : ৩৭২টি সাধারণ এবং ২৬৩ টি পকেট ভেটো ।

৭৯. কত সালে কার প্রবল বিরোধিতার মুখে বাধ্য হয়েই রাষ্ট্রপতি নিক্সন পদত্যাগ করেন?

উত্তর : ১৯৭১ সালে কংগ্রেসের প্রবল বিরোধিতার মুখে ।

৮০. মার্কিন যুক্তরাষ্ট্রে কে বিভিন্ন সরকারি পদগুলোতে লোক নিয়োগ করে থাকেন?

উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ।

৮১. সংকটকালীন অবস্থায় কে রাষ্ট্রপতির নেতৃত্ব স্বীকার করে?

উত্তর : কংগ্রেস (Congress)।

৮২. মার্কিন রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ চারটি কাজ উল্লেখ কর ।

উত্তর : রাষ্ট্রপতির চারটি কাজ— ১. বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মচারীদের নিয়োগ প্রদান, ২. রাষ্ট্রদূত, মন্ত্রী ও বাণিজ্য দূত নিয়োগ, ৩. বৈদেশিক নীতি নির্ধারণ, ৪. বাণী প্রদান ।

৮৩. মার্কিন উপ-রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ চারটি কাজ উল্লেখ কর।

উত্তর : উপ-রাষ্ট্রপতির চারটি কাজ— ১. সিনেটে সভাপতিত্ব করা, ২. নৌ-বিদ্যালয়ে পাঁচজন শিক্ষানবিশ নিযুক্ত করা, ৩. জাতীয় প্রতিরক্ষা সংস্থার সভাপদ গ্রহণ এবং ৪. আইনের তালিকাবদ্ধ খসড়া ও যুগ্ম-প্রস্তাবাবলিতে রাষ্ট্রপতির পূর্বে স্বাক্ষর করা। ৮৫. মার্কিন রাষ্ট্রপতির চারটি ক্ষমতার উৎস লিখ ।

উত্তর : ১. সংবিধান, ২. কংগ্রেস কর্তৃক প্রণীত আইন, ৩. সুপ্রিম কোর্ট কর্তৃক সংবিধানের ব্যাখ্যা, ৪. শাসনতান্ত্রিক রীতিনীতি বা প্রথা ।

৮৬. মার্কিন কংগ্রেসের চারটি কমিটির নাম লেখ।

উত্তর : ১. স্থায়ী কমিটি ব্যবস্থা, ২. সমগ্র কক্ষ কমিটি, ৩. কনফারেন্স কমিটি, ৪. বিশেষ কমিটি ।

৮৭. মার্কিন কমিটি ব্যবস্থার ৪টি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : ১. মার্কিন কংগ্রেসের বিধি অনুযায়ী প্রতিটি কমিটি স্থায়ীভাবে গঠিত হয়, ২. আইনের বিষয়বস্তু অনুসারে প্রতিটি স্থায়ী কমিটির এখতিয়ার নির্ধারিত হয়, ৩. মার্কিন কমিটি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর বৈচিত্র্যপূর্ণ, ৪. প্রতিটি কমিটি প্রবীণতার নীতির ভিত্তিতে গঠিত ।

“৮৮. মার্কিন রাষ্ট্রপতিকে কী কী কারণে পদ থেকে অপসারণ করা যায়?

উত্তর : ১. দেশদ্রোহিতা, ২. উৎকোচ গ্রহণ, ৩. দুর্নীতি ।

৮৯. মার্কিন রাষ্ট্রপতির কত ধরনের ভেটো ক্ষমতা আছে এবং কী কী?

উত্তর : দু’ধরনের। যথা ১. Veto, ২. Pocket-Veto

৯০. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত দু’টি শাসনতান্ত্রিক রীতিনীতি বা প্রথার উল্লেখ কর ।

উত্তর : ১. দলীয় ব্যবস্থা, ২. কেবিনেট ব্যবস্থা, ৩. কংগ্রেসের কমিটি ব্যয়, ৪. জনপ্রতিনিধি সভায় অর্থ বিল ও বাজেট উপস্থাপন । ৯১. মার্কিন রাষ্ট্রপতি কোন অপরাধের দণ্ডাদেশ মওকুফ করতে পারে না?

উত্তর : ইমপিচমেন্টের মাধ্যমে দণ্ডিত ব্যক্তিদের, ২. অঙ্গরাজ্যের আইনভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ।

৯২. মার্কিন কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি?

উত্তর : ওয়াশিংটন ডি.সি. ।

৯৩. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য নির্ধারক দুইটি উদাহরণ দাও।

উত্তর : ১. দেশের প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সংস্থাকে সংবিধানের অধীন করা হয়েছে, ২. সংবিধান বিরোধী কোনো আইন প্রণীত হলে সেই আইন বাতিল বলে বন্ধ হয় ।

৯৪. Electoral College এর সদস্যরা কীভাবে আসে?

উত্তর : প্রতিনিধি সভার ৪৩৫ ও সিনেটের ১০০ জনের সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে মোট ৫৩৫ জন সদস্য নির্বাচিত হন। আর কেন্দ্র শাসিত ওয়াশিংটন ডিসি হতে ৩ জন। এই মোট ৫৩৮ জন সদস্য নিয়ে Electoral College গঠিত ৯৫. Electoral College এর সদস্যরা কখন নির্বাচিত হন?

উত্তর : প্রতি চার বছর পর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবার নির্বাচক সংস্থার প্রতিনিধি নির্বাচিত হন। ৯৬. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির ২টি কারণ লিখ ৷

উত্তর : শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্য ।

৯৭. মার্কিন জনপ্রতিনিধি সভার অধিবেশন বছরে অন্তত কয়বার আহ্বান করতে হয়?

উত্তর : বছরে কমপক্ষে ১ বার।

৯৮. জনপ্রতিনিধি সভার অধিবেশন কখন আহ্বান করা হয় এবং কী পর্যন্ত তা চলে?

উত্তর : সাধারণত জানুয়ারি মাসের ৩ তারিখে অধিবেশন আহ্বান করা হয় এবং জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত চলে। ৯৯. সংবিধান অনুযায়ী কংগ্রেস আইন প্রণয়নের ক্ষেত্রে কয় ধরনের ক্ষমতা ভোগ করে এবং কী কী?

উত্তর : ২ ধরনের। যথা— ১. হস্তান্তরিত ক্ষমতা, ২. যুগ্ম ক্ষমতা ।

১০০. কোনো বিলের ব্যাপারে কংগ্রেসের দুটি কক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে কীভাবে নিষ্পত্তি হয়?

উত্তর : উভয় কক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত “কনফারেন্স কমিটি’-এর মাধ্যমে ।

১০১. মার্কিন কংগ্রেসের প্রধান কাজ কী?

উত্তর : আইন প্রণয়ন

১০২. মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?

উত্তর : হোয়াইট হাউজ ।

১০৩. যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয় কবে?

উত্তর : ১৯৬৬ সালে ।

১০৪. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন?

উত্তর : ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।

CS CamScanner

আমেরিকার স্বাধীনতার সংগ্রামের মহানায়ক কে ?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

১০৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর : জর্জ ওয়াশিংটন ।

১০৭. মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উত্তর : ইলেকট্রোরাল কলেজ এর সদস্যরা ।

১০৮. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার (Elactoral College) সদস্য সংখ্যা কত?

উত্তর : ৫৩৮ জন ।

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

মার্কিন রাষ্ট্রপতি পদের যোগ্যতা কী?

What are the qualifications of the presidential post in the USA?

২. মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি বর্ণনা কর ।

Describe the election method of the president of the USA.

৩. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস উল্লেখ কর ।

Mention the sources of powers of the president of the USA.

৪. মার্কিন রাষ্ট্রপতির শাসন বিভাগীয় ক্ষমতা উল্লেখ কর ।

Mention the executive powers of the president of the USA.

৫. মার্কিন রাষ্ট্রপতির আইন বিভাগীয় ক্ষমতা কী কী?

What are the legislative powers of the president of the USA?

৬. মার্কিন রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতা কী কী?

What are the judicial powers of the president of the USA?

৭. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উপর যে সকল বাধা রয়েছে সেগুলো উল্লেখ কর ।

Mention the barriers on the presidential powers of the USA.

৮. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও প্রভাব বৃদ্ধির কারণগুলো উল্লেখ কর ।

Mention the causes to increase the power and influence of the president of the USA. ৯. মার্কিন রাষ্ট্রপতি ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক কী?

What is the relation between the president of the USA and Congress?

১০. কংগ্রেসের উপর রাষ্ট্রপতির নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো বর্ণনা কর ।

Describe the control methods on Congress by the president.

১১. “ইমপিচমেন্ট” বা অভিশংসন কী?

What is the impeachment?

১২. মার্কিন কেবিনেটকে “রাষ্ট্রপতির কেবিনেট” বলা হয় কেন?

Why does the cabinet of the USA call “the cabinet of the president”?

১৩. “ভেটো” (Veto) কী?

What is “Veto”?

১৪. “পকেট ভেটো” (Pocket Veto) কী?

What is “Pocket Veto”?

১৫. মার্কিন রাষ্ট্রপতি এবং ব্রিটিশ রাজা বা রানীর মধ্যে তুলনামূলক আলোচনা কর ।

Comparatively discuss between the president of the USA and the king or queen of the UK.

১৬. মার্কিন রাষ্ট্রপতি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে বৈসাদৃশ্য কী ?

What are the dissimilarities between the president of the USA and the Primeminister of UK?

১৭. মার্কিন কেবিনেটের গঠন বিশ্লেষণ কর।

Analyze the formation of the cabinet of the USA.

১৮. মার্কিন কেবিনেটের কার্যাবলি বর্ণনা কর।

Describe the functions of the cabinet of the USA.

১৯. মার্কিন ও ব্রিটিশ কেবিনেটের মধ্যে পার্থক্য কী কী?

What are the difference between the cabinets of the USA & the UK?

২০. মার্কিন রাষ্ট্রপতির শাসন বিভাগীয় দপ্তরের বর্ণনা দাও।

Describe the executive post of the president of the USA.

২১. মার্কিন উপ-রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কী?

What is the election procedure of the vice-president of the USA?

২২. মার্কিন শাসন ব্যবস্থায় উপ-রাষ্ট্রপতির কাজ কী?

What are the functions of the vice-president in the political system of the USA? ২৩. মার্কিন রাষ্ট্রপতির পদমর্যাদা আলোচনা কর।

Discuss the rank of USA President.

২৪. মার্কিন রাষ্ট্রপতির “ভেটো” ক্ষমতা সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the “Veto” power of USA President.

রচনামূলক প্রশ্ন PART – C

১. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the election procedure of the president of the USA.

২. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা কর ।

Describe the limitations of the election procedure of the president of the USA.

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার পর্যালোচনা কর।

Analyze the powers of the president of the USA.

৪. মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা/কার্যাবলি তুলনামূলক আলোচনা কর।

Comparatively discuss the power/function of the president of the USA and the primeminister of the UK.

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

Discuss the powers and functions of the president of the USA.

৬. সাংবিধানিক ব্যবস্থায় মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা নির্ধারণ কর।

Estimate the powers of the president of the USA in the constitutional system.

৭. “ মার্কিন রাষ্ট্রপতি সকল প্রকার আইন ও শাসন সং কাজকর্মের কেন্দ্র”— আলোচনা কর।

“The President of the USA is in the centre of all forms of legal and executive power”-Discuss.

৮. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রক্রিয়া আলোচনা কর ।

Discuss the voting pocess in the election of the president of the USA.

৯. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সমালোচনা কর।

Criticise the election procedure of the president of the USA.

১০. মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস বর্ণনা কর ।

Describe the sources of the powers of the president of the USA.

১১. মার্কিন রাষ্ট্রপতির পদমর্যাদা আলোচনা কর।

Discuss the status of the president of the USA.

১২. মার্কিন রাষ্ট্রপতির কেবিনেট ও কেবিনেটের উদ্ভব আলোচনা কর ।

Discuss cabinet of the president of the USA and the origin of the cabinet.

১৩. মার্কিন রাষ্ট্রপতি ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আলোচনা কর ।

Discuss the relation between of the president of the USA and the Congress.

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন?

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন?

Leave a Reply