ব্রিটেন বা 'ইউনাইটেড কিংডম (United Kingdom of Great Britain and NorthernIrelend)
United Kingdom of Great Britain and Northen Ireland God Save the Queen.
: ত্রয়োদশ শতাব্দিতে ব্রিটেন বা ইংল্যান্ডের সাথে ওয়েলস সংযুক্ত হয়। আবার ১৭০৭ সালে ইংল্যান্ড ও ওয়েলস এর সাথে স্কটল্যান্ড সংযুক্ত হওয়ার ফলে এ ভূভাগকে একত্রে সরকারিভাবে ‘গ্রেট ব্রিটেন’ বলা হয়। আয়ারল্যান্ডের পার্লামেন্ট ১৮০১ সালে গ্রেট ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডকে সংযুক্ত করার প্রস্তাব গ্রহণ করে। এভাবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে নিয়ে ‘গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের যুক্তরাজ্য’ গঠিত হয়। (United Kingom of Great Britain and Ireland), যা ১৯২২ সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র ছিল। এই স্বাধীন রাষ্ট্র থেকে ১৯২২ সালে দক্ষিণ আয়ারল্যান্ড বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ‘আইরিশ প্রজাতন্ত্র’ (Irish Republic) গঠন করে। ফলে বর্তমানে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডে ও ছোট ছোট কয়েকটি দ্বীপ নিয়ে ‘গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য’ (Uunted Kingdom of Great Britain and Northern Ireland) গঠিত ।
মোট আয়তন ২,৪৩,৬১০ বর্গকিলোমিটার (৯৪,০৬০ বর্গমাইল)। দেশটির আয়তন সমগ্র ইউরোপের ৩০ ভাগের এক ভাগ । আয়তনে বিশ্বে ৮০ তম ।
২০১৬ সালের প্রাক্কলন অনুসারে ৬,৪৪,৩০,৪২৮ জন।
জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গ কিলোমিটারে ২৫৫.৬ জন।
যুক্তরাজ্যের জনগোষ্ঠীর বৃহত্তম অংশ হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। ২০০১ সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে যুক্তরাজ্যের জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় হালো নিম্নরূপ- খ্রিস্টান ৭১.০৬%; ইসলাম ২.৮%; হিন্দু ১.০%; সিকিম ০.৬%; জৈন ০.৫% । বৌদ্ধ ০.৩%; অন্যান্য ধর্ম ১.৩৪%; ধর্ম বিশ্বাস নেই ১৫%; ধর্মীয় পছন্দ উল্লেখ করেনি ৭%।
:
মোট ৩১.৭২ মিলিয়ন। (কৃষিতে ১.৪%; শিল্পে ১৮.২% এবং চাকরিতে ৮০.৪) মোট আমদানি ৬৩০ বিলিয়ন পাউন্ড এবং মোট রপ্তানি ৪৭৯.২ বিলিয়ন পাউন্ড।
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ইতালি, চীন। ৯৯% (২০০৩ সাল)
গোলাপ। (সংযুক্ত এলাকার প্রতীকসমূহ হলো : ওয়েলস-লীক; স্কটল্যান্ড-থিল; উত্তর আয়ারল্যান্ড-শ্যামরক)
ইউনিয়ন জ্যাক।
যুক্তরাজ্য (ব্রিটেন): সাধারণ পরিচিতি
ব্রিটিশ শাসনাধীন এলাকা (British Overseas Territories) এবং রাজকীয় নির্ভরশীল (Crown Dependencies) এলাকাসমূহ :
British Overseas Territories: ১. অ্যাঙ্গুইলা; ২. বারমুডা, ৩ ব্রিটিশ এন্টার্কটিক টেরিটোরি; ৪. ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল। ৫. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড; ৬. ক্যামান আইল্যান্ড: ৭, ফকল্যান্ড আইল্যান্ড; ৮. জিব্রাল্টার; ৯. মনটসেরাট; ১০. সেন্ট হেলেনা। ১১. পিট কেয়ান আইল্যান্ডস: ১১, দক্ষিণ ভার্জিনিয়ার ও দক্ষিণ স্যান্ডউইচ আইল্যান্ড; ১২. টার্কস এন্ড কৈকোস আইল্যান্ড; ১৩. পিট কেয়ান আইল্যান্ডস এবং ১৪. সাইপ্রাস এলাকা।
The Crown Dependencies: os, dia bera G (Channel Island Bailiwicks); 0s. Before চ্যানেলের গার্নিসি (Guernsey) ০৩. আইরিস সাগরের আইজম্যান দ্বীপ (Isle of Man) |