ব্রিটিশ পার্লামেন্ট কত কক্ষবিশিষ্ট?
১. ব্রিটিশ পার্লামেন্ট কত কক্ষবিশিষ্ট?
উত্তর : দ্বি-কক্ষবিশিষ্ট (যথা- লর্ডসভা ও কমগসভা)।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?
উত্তর : লর্ডসভা ।
লর্ডসভা গঠিত হয় কীভাবে?
উত্তর : প্রধানত উত্তরাধিকার সূত্রে।
নর্মান যুগে কাদের সমন্বয়ে ‘লর্ডসভা’ গঠিত হয়েছিল? উত্তর : সামস্তশ্রেণি ও যাজকশ্রেণি।
নর্মান যুগে কাদের সমন্বয়ে ‘কমথসভা’ গঠিত হয়েছিল?
উত্তর : নাইট, বার্জেস ও সাধারণ নাগরিকগণ ।
পিয়ারেজ আইন কত সালে পাস হয়?
উত্তর : ১৯৬৩ সালে।
কত সালে ‘আজীবন পিয়ার বিষয়ক আইন’ প্রণয়ন করা হয়? উত্তর : ১৯৫৪ সালে।
বর্তমানে লর্ডসভার আজীবন পিয়ারের সংখ্যা কত?
উত্তর : ২৩৫ জন।
৯. উত্তরাধিকারসূত্রে সদস্যপদ প্রাপ্ত লর্ডগণ কয়টি শ্রেণিতে বিভক্ত?
উত্তর : পাঁচটি । (i) ডিউক, (ii) মার্কোয়েস, (iii) আর্ল (iv) ভাইকাউন্ট, v. ব্যারন। ১০. ব্রিটিশ পার্লামেন্ট বলতে কী বুঝায়?
উত্তর : রাজা বা রানীসহ পার্লামেন্টকে (Kinkg in Parliament) বুঝায় ।
১১. কোন তিনটি উপাদান নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট গঠিত?
উত্তর : রাজা বা রানী, লর্ডসভা ও কমন্সসভা।
১২. ব্রিটিশ পার্লামেন্টকে কী বলে অভিহিত করা হয়?
উত্তর : পার্লামেন্টের জননী।
১৩. কাকে ‘কমন্সসভার জনক’ হিসেবে অভিহিত করা হয়?
উত্তর : সাইমন-ডি-মন্টফোর্ট ।
ব্রিটিশ পার্লামেন্ট কত কক্ষবিশিষ্ট?
১৪. রাজা প্রথম এডওয়ার্ডের পার্লামেন্ট বা মহাপরিষদ কী নামে খ্যাত?
উত্তর : আদর্শ পার্লামেন্ট।
১৫. লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ড চ্যান্সেলর।
১৬. লর্ড চ্যান্সেলরের অনুপস্থিতিতে কে লর্ডসভায় সভাপতিত্ব করেন?
উত্তর : কমিটিসমূহের লর্ড চেয়ারম্যান।
১৭. কে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন?
উত্তর : রাজা বা রানী ।
১৮. লর্ডসভার চারটি কার্যাবলি উল্লেখ কর ।
উত্তর : আইন প্রণয়নের ক্ষমতা, শাসনবিভাগকে নিয়ন্ত্রণের ক্ষমতা, অর্থবিষয়ক ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা। ১৯. ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? জাবি- ২০১১
উত্তর : লর্ডসভা।
২০. লর্ডসভার টিকে থাকার চারটি কারণ লিখ ।
উত্তর : ইংরেজ জাতির রক্ষণশীলতা, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা, বর্তমান অবস্থায় সামঞ্জস্যপূর্ণ, ঐকমত্যের অভাব।
২১. লর্ডসভার সংস্কার সাধনের পদ্ধতি কী কী ?
উত্তর : মনোনয়নের পদ্ধতি এবং নির্বাচনের পদ্ধতি।
২২. ১৯১৭ সালে গঠিত ‘ব্রাইস কমিটির’ সভাপতি কে ছিলেন?
উত্তর : লর্ড ব্রাইস।
২৩. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
উত্তর : কমন্সসভা ।
২৪. কমপসভার অধিবেশন বসে কখন?
উত্তর : বছরে একবার অক্টোবর বা নভেম্বর মাসে ৷
২৫. কমন্সসভার সদস্য নির্বাচিত হয় কীভাবে?
উত্তর : প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে।
২৬. বর্তমানে কমসসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬৫০ জন (১৯৮৩ সালের হিসাব অনুযায়ী)।
২৭. কমপসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর : পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ।
কী কী পদ্ধতির মাধ্যমে কমন্সসভার আলোচনার উপর বাধা-নিষেধ আরোপ করা যায়?
উত্তর : ক্লোজার মোশন, গিলোটিন, ক্যাঙ্গারু ক্লোজার।
২৯. কমন্সসভার চারটি কার্যাবলি লিখ।
উত্তর : আইন প্রণয়ণমূলক ক্ষমতা, সরকারি আয়-ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা, সরকারের কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ, বিতর্ক ও আলোচনা ।
৩০. কমন্সসভার সদস্যগণ কী কী বিশেষ অধিকার ভোগ করেন?
উত্তর : বাক্ স্বাধীনতা, আটক না হওয়ার স্বাধীনতা, অবমাননার জন্য দণ্ডবিধানের অধিকার, অভ্যন্তরীণ কার্যপদ্ধতি নিয়ন্ত্রণাধিকার । ৩১. ব্রিটেনের প্রথম স্পিকার কে?
উত্তর : স্যার টমাস হাঙ্গারফোর্ড।
৩২. ব্রিটেনে আইন প্রণয়নে সর্বোচ্চ সংস্থার নাম কী?
উত্তর : পার্লামেন্ট ।
৩৩. স্পিকার পদের স্বীকৃতি কত সাল থেকে পরিলক্ষিত হয়?
উত্তর : ১৩৭৭ সাল ।
৩৪. কমন্সসভার স্পিকার কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর : পাঁচ বছরের জন্য।
৩৫. কমন্সসভার প্রবীণতম সদস্যকে কী হিসেবে নিয়োগ করা হয়?
উত্তর : স্পিকার প্রোটেম’।
৩৬. স্পিকারের চারটি কার্যাবলি লিখ।
উত্তর : সভার শান্তিশৃঙ্খলা রক্ষা, সভার কার্য পরিচালনা, সদস্যদের অধিকার রক্ষা, কমিটিগুলোর সভাপতিদের নিয়োগ । ৩৭. অর্থ বিলের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত?
উত্তর : কমন্সসভার স্পিকারের।
৩৮. ব্রিটেনের কমন্সসভার কমিটিসমূহ কী কী?
উত্তর : সমগ্র কক্ষ কমিটি, স্থায়ী কমিটি, সিলেক্ট কমিটি, বেসরকারি বিল কমিটি, যৌথ কমিটি ।
৩৯. সমগ্র কক্ষ কমিটি কী?
উত্তর : সমগ্র কমন্সসভা যখন একটি কমিটি হিসেবে কাজ করে। ৪০. কমন্সসভাকে সাহায্য করার জন্য কার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ?
উত্তর : কমিটি ব্যবস্থার।
৪১. সিলেক্ট কমিটি সাধারণত কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তর : অনধিক ১৫ জন ।
৬৩. কত সালের আইনে ব্রিটেনে ১৮ বছর বয়সে ভোটাধিকার লাভের স্বীকৃতি গৃহীত হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
৬৪. আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের একত্রীকরণ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯০১ সালে।
৬৫. কত সালে স্বাধীন আইরিশ রাষ্ট্র গঠিত হয়?
উত্তর : ১৯২২ সালে।
৬৬. ১৯৯৯ সালের আগে লর্ডসভার সদস্য কতজন ছিল?
উত্তর : ১২০০ জন ।
৬৭. কত সালে ব্রিটেনে শ্রমিক দল ক্ষমতাসীন হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
৬৮. কত সালে কমন্সসভা লৌহ ও ইস্পাত শিল্প জাতীয়করণ বিল পাস করে?
উত্তর : ১৯৪৫ সালে।
৬৯. বর্তমানে ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬৫৬ জন ।
৭০. কমন্সসভার সদস্য নির্বাচনে প্রতিজন প্রার্থীর কত পাউন্ড জামানত রাখতে হয়?
উত্তর : ১৫০ পাউন্ড
৭১. বর্তমানে কমন্সসভার সদস্যদের বেতন কত?
উত্তর : ৪,৫০০ পাউন্ড।
৭২. কে পার্লামেন্টের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন?
উত্তর : প্রধানমন্ত্রী।
৭৩. কার পরামর্শ অনুযায়ী রাজা কমন্সসভা ভেঙে দিতে পারেন?
উত্তর : প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী।
৭৪. পার্লামেন্টের সার্বভৌমত্ব কী?
উত্তর : পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে পার্লামেন্টের নিরঙ্কুশ অবাধ ও চরম ক্ষমতাকে বুঝায়।
৭৫. ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের মাধ্যমে কীসের প্রতিফলন ঘটেছে?
উত্তর : জনগণের সার্বভৌমত্বের প্রতিফলন ঘটেছে।
৭৬. ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব কোন ধরনের সার্বভৌমত্ব?
উত্তর : আইনগত বা আইনানুগ সার্বভৌমত্ব।
- “The supremacy of parliament is the corner stone of the British constitution.” ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব
সম্পর্কে উক্তিটি কে করেছেন?
উত্তর : K.C. Wheare.
৭৮. “The Parliament is at once a legislative and constituent assembly.”—বক্তব্যটি কার?
উত্তর : বক্তব্যটি টকভিল-এর।
৭৯. আইনগত সার্বভৌমত্ব কার হাতে ন্যস্ত?
উত্তর : ব্রিটিশ পার্লামেন্টের হাতে ন্যস্ত।
৮০. কীসের দ্বারা রাজার নিরঙ্কুশ ক্ষমতার পরিবর্তে পার্লামেন্টের প্রাধান্য স্বীকৃতি লাভ করে?
উত্তর : Bill of Rights এর দ্বারা।
৮১. “ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষে এবং পুরুষকে নারীতে রূপান্তরিত করা ছাড়া সবকিছুই করতে পারে।”—কথাটি কে বলেছেন?
উত্তর : ডি লোমী (De Lolme ) ।
৮২. ১৯৭০ সালের পূর্বে কত বছর বয়স্ক ব্রিটিশ নাগরিক কমন্সসভার প্রতিনিধি নির্বাচনে ভোটদানের যোগ্য ছিল?
উত্তর : ১৯৭০ সালের পূর্বে ২১ বছর বয়স্ক ব্রিটিশ নাগরিক কমন্সসভার প্রতিনিধি নির্বাচনে ভোটদানের যোগ্য ছিল।
৮৩. ১৯৬৯ সালের সংশোধিত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে কত বছর বয়স্ক ব্রিটিশ প্রজা কমন্সসভার প্রতিনিধি নির্বাচনে ভোটদানের যোগ্য?
উত্তর : ১৯৬৯ সালের সংশোধিত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে ১৮ বছর বয়স্ক ব্রিটিশ প্রজা কমন্সসভার প্রতিনিধি নির্বাচনে ভোটদানের যোগ্য।
৮৪. ১৯৪৭ সালে কমন্সসভার নির্বাচিত সদস্য সংখ্যা ছিল কত?
উত্তর : ১৯৪৭ সালে কমন্সসভার নির্বাচিত সদস্য সংখ্যা ছিল ৬৪০ জন।
৮৫. ১৭৯৬ সালের কমন্সসভার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ১৯৭৬ সালের কমন্সসভার সদস্য সংখ্যা ছিল ৬৩৫ জন ।
৮৬, বর্তমানে কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : বর্তমানে কমন্সসভার সদস্য সংখ্যা হলো ৬৫০ জন ।
৮৭. কত সালে প্রণীত আইনের দ্বারা কমন্সসভার কার্যাবলি পাঁচ বছর করা হয়েছে?
উত্তর : ১৯১১ সালের পার্লামেন্ট আইন প্রণীত হওয়ার পর কমন্সসভার কার্যকাল পাঁচ বছর করা হয়েছে।
৮৮. কখন কমন্সসভার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা যায়?
উত্তর : যুদ্ধ বা জরুরি অবস্থায় কমন্সসভার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা যায়।
৮৯. কোন আইনে বলা হয়েছে যে প্রতি তিন বছর অন্তর পার্লামেন্টকে অন্তত একবার মিলিত হতে হবে?
উত্তর : ১৬৯৪ সালের ত্রিবার্ষিক আইনে বলা হয়েছে যে প্রতি তিন বছর অন্তর পার্লামেন্টকে অন্তত একবার মিলিত হতে হবে । ৯০. বর্তমানে সাংবিধানিক রীতি অনুসারে কমন্সসভার অধিবেশন বছরে অন্তত কয়বার আহ্বান করা হয়?
উত্তর : বছরে অন্তত একবার আহ্বান করা হয় ।
৯১. কমন্সসভার বিশেষ অধিবেশন কখন আহ্বান করা হয়?
উত্তর : কমন্সসভার বিশেষ অধিবেশন জরুরি অবস্থায় বা কোনো বিশেষ প্রয়োজনে আহ্বান করা হয়।
কমন্সসভার অধিবেশন আহ্বান করেন কে?
উত্তর : রাজা বা রানী।
কোন সময় কমন্সসভার অধিবেশন বসে?
উত্তর : সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে ।
কমন্সসভার আলোচনার উপর কয়টি ও কী কী পদ্ধতিতে বাধানিষেধ আরোপ করা যায়?
উত্তর : কমন্সসভার আলোচনার উপর তিনটি পদ্ধতিতে বাধানিষেধ আরোপ করা যায়। যথা- ১. ক্লোজার মোশন, ২. গিলোটিন ও ৩. ক্যাঙ্গারু ক্লোজার।
৯৫. কমন্সসভার ক্ষমতা ও কার্যাবলিকে মোটামুটি কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : নয় ভাগে ভাগ করা হয়েছে ।
কমন্সসভার ক্ষমতা ও কার্যাবলি কী কী?
উত্তর : কমন্সসভার ক্ষমতা ও কার্যাবলি হলো- ১. আইন প্রণয়ন, ২. সরকারি আয়-ব্যয় নিয়ন্ত্রণ, ৩. সরকার গঠন, ৪. সরকারকে নিয়ন্ত্রণ, ৫. সংবাদ ও তথ্য সরবরাহ, ৬. জনমত গঠন প্রভৃতি ।
৯৭. কমন্সসভার প্রধান কাজ কী?
উত্তর : কমন্সসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা।
৯৮. কবে থেকে আইন প্রণয়নের ক্ষেত্রে লর্ডসভার তুলনায় কমন্সসভা বেশি ক্ষমতা ভোগ করে?
উত্তর : ১৯৪৯ সালের পার্লামেন্ট আইনের পর থেকে।
১৯. অর্থবিল কেবলমাত্র উত্থাপিত হতে পারে—
উত্তর : কমন্সসভায় ।
১০০. কমন্সসভার পাস হওয়া অর্থবিলকে লর্ডসভা বড়জোর কতদিন আটকে রাখতে পারে?
উত্তর : একমাস আটকে রাখতে পারে ।
১০১. কত শতাব্দি পর্যন্ত কমন্সসভার স্পিকার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারতেন?
উত্তর : ঊনবিংশ শতাব্দি পর্যন্ত ।
১২২. লর্ডসভার গঠন পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর : লর্ডসভার গঠন সংস্কার পদ্ধতি দুই প্রকার। যথা: ১. মনোনয়নের পদ্ধতি ও ২. নির্বাচনের পদ্ধতি। ১২৩. ব্রিটেনে কত সালের পার্লামেন্টকে মডেল পার্লামেন্ট বলা হয়?
উত্তর : ১২৯৫ সালের পার্লামেন্টকে।
১২৪. কমন্সসভার সদস্য নির্বাচনে প্রতিজন প্রাণীর কত পাউন্ড জামানত রাখতে হয়?
উত্তর : ১৫০ পাউন্ড।
১২৫. কত সালে মীমাংসার আইন (The Act of Settlement) পাস হয়?
উত্তর : ১৭০১ সালে।
১২৬. ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত হেবিয়াস কর্পাস ( Habeas Corpus Act) প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৬৭৯ সালে।
১২৭ জন প্রতিনিধিত্ব আইন (The Representation of the People Act) প্রণীত হয় কবে?
উত্তর : ১৯৩৮ সালে।
১২৮. কোন সালে কমগসভায় পার্লামেন্টারি কমিশনার (Parliamentary Commissioner) নামে পদ সৃষ্টি করা হয়?
উত্তর : ১৯৬৬ সালে “The Parliamentary Commissioner Act, 1966” এর মাধ্যমে।
১২৯, ব্রিটিশ পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি?
উত্তর : লর্ডসভা।
১৩০. যুক্তরাজ্যের আর্থিক বছর শুরু হয় কবে?
উত্তর : ১ এপ্রিল।
১৩১. ব্রিটিশ কেবিনেট কী পার্লামেন্টকে ভেঙে দিতে পারে?
উত্তর : কেবিনেটের পরামর্শে রাজা/ রানী পার্লামেন্ট ভেঙে দেন।
১৩২. কমন্সসভার সদস্যপদ কী শূন্য হতে পারে?
উত্তর : হ্যাঁ।
১৩৩, ব্রিটিশ কমন্সসভার স্পিকার কী নিরপেক্ষ?
উত্তর : হ্যাঁ।
১৩৪. লর্ডসভা সম্পর্কিত দুইটি রীতিনীতি উল্লেখ কর।
উত্তর : ১) লর্ডসভা ও কমন্সসভার মধ্যে বিরোধ হলেও কমন্সসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়; ২) লর্ডসভা যখন সর্বোচ্চ আপীল আদালত হিসেবে বিচারকার্য সম্পাদন করে, তখন লর্ডসভায় কেবল আইনজ্ঞ (Law Lords) লর্ডগণই উপস্থিত থাকেন।
১৩৫. ব্রিটিশ কমন্সসভার সদস্যদের যে কোনো দু’টি অধিকার উল্লেখ কর ।
উত্তর : ১) বাক স্বাধীনতার অধিকার; ২) গ্রেপ্তার না হওয়ার অধিকার ।
১৩৬. ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাসের ২টি কারণ লিখ ।
উত্তর : ১) ওয়েস্টমিনিস্টার আইন কর্তৃক নিয়ন্ত্রণ; ২) বিচার বিভাগের নিয়ন্ত্রণ; ৩) আন্তর্জাতিক আইনের নিয়ন্ত্রণ । ১৩৭. লর্ডসভার অধিবেশন দিনে কত সময়ের জন্য বসে?
উত্তর : ২ ঘণ্টার জন্য ।
১৩৮. লর্ডসভার সদস্যগণ সাধারণত কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?
উত্তর : দু’ভাগে যথা: ১) লর্ড স্পিরিচুয়্যাল (Lord Spiritual); ২) লর্ড টেম্পোরাল (Lord Temporal)।
১৩৯. ব্রিটিশ পার্লামেন্ট কে ভেঙে দিতে পারেন?
উত্তর : প্রধানমন্ত্রীর পরামর্শে রাজা/ রানী ।
১৪০. স্পিকারের ভোটকে কী বলে?
উত্তর : নির্ণায়ক ভোট (Asstiny vote / Costing Vote )
১৪১. বর্তমানে কমন্সসভার কতটি কমিটি রয়েছে?
উত্তর : পাঁচটি। যথা- ১. সমগ্র কক্ষের কমিটি (Committee of the whole House) ২. স্থায়ী কমিটি (Standing Committees) ৩. সিলেক্ট কমিটি (Select Committee) 8. বেসরকারি বিল কমিটি (Private Bills Committee) ৫. উভয়কক্ষের যুগ্ম কমিটি (Joint Committee).
১৪২. আইনের খসড়া প্রস্তাবকে কী বলে?
উত্তর : বিল (Bill) ।
১৪৩. যুক্তরাজ্যে বিষয়বস্তুর ভিত্তিতে বিলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দু’ভাগে । ১. পাবলিক বিল (Public Bills), ২. প্রাইভেট বিল (Private Bill) | ১৪৪. এ দু’প্রকারের বিলের গভীরে আরেক প্রকারের কী বিল আছে?
উত্তর : মিশ্র বিল (Hybrid Bill) |
১৪৫. ওয়েস্টমিন্স্টার আইন (Statue of Westminster) কবে প্রণীত হয়?
উত্তর : ১৯৩১ সালে; (এই আইনে পার্লামেন্ট সংক্রান্ত অধিকাংশ রীতিনীতি বিধিবদ্ধ হয়।)
১৪৬. ব্রিটেনের পার্লামেন্ট ভবনের প্রকৃত নাম কী?
উত্তর : দি প্যালেস অব ওয়েস্টমিনিস্টার (The Palace of West Minister)।
১৪৭. ব্রিটেনের কমন্সসভার নির্বাচন কী বার অনুষ্ঠিত হয়?
উত্তর : বৃহস্পতিবার।
১৪৮. ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কী?
উত্তর : লর্ডসভা ও কমন্সসভা ।
১৪৯. Parliamentary Government of Britain গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : H. J. Laski
সংক্ষিপ্ত প্রশ্ন PART – B
১. ব্রিটিশ পার্লামেন্টকে ‘পার্লামেন্টের জননী’ বলা হয় কেন?
Why British Parliament is called the “Mother of Parliamnet’?
২. ব্রিটিশ পার্লামেন্টের ক্রমবিকাশ আলোচনা কর ।
Discuss the evolution of British Parliament.
৩. ব্রিটিশ লডর্সসভার গঠন বর্ণনা কর। .
Describe the composition of House of Lord of the British Parliament.
৪. লর্ডসভার কার্যপদ্ধতি বর্ণনা কর।
Describe the procedure of House of Lord.
৫. লর্ডসভার সদস্যদের বিশেষ অধিকারগুলো উলেখ কর।
Mention the special rights of the members of House of Lord.
৬. লর্ডসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
Discuss the power and functions of the House of ord.
৭. লর্ডসভার পক্ষের প্রদর্শিত যুক্তিসমূহ কী কী?
What are the arguements shown in the favour of the House of Lord? লর্ডসভার বিপক্ষের যুক্তি দেখাও ।
Show the arguements against the House of Lord.
৯. লর্ডসভার টিকে থাকার কারণ ব্যাখ্যা কর ।
Explain the causes the survival of the House of Lord.
১০. লর্ডসভার গঠন বর্ণনা কর।
Describe the compositions of the House of Lord.
১১. কমন্সসভার গঠন বর্ণনা কর।
Describe the compositions of the House of Commons. ১২. কমন্সসভার কার্য পরিচালনা পদ্ধতির বর্ণনা দাও ।
Describe the procedures of the House of Commons.
৩৩. অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের কারণ ব্যাখ্যা কর।
Explain the causes of the delegated lagislation power. ত. ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের দুটি কাজ উলেখ কর। Discuss two of the functions of the House of Commons.
রচনামূলক প্রশ্ন PART-C
১. ব্রিটিশ পার্লামেন্টের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
Discuss the origin and evolution of the House of Lords.
- गন ও কার্যপদ্ধতি আলোচনা কর।
Discuss about composition and procedures of the House of Lords.
৩. লর্ডসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
Discuss about the power and functions of the House of Lords.
৪. লর্ডসভার সমালোচনা বা বিপক্ষে যুক্তি বর্ণনা কর।
Describe the criticism of the House of Lords.
৫. ব্রিটিশ কমনসভার স্পিকারের নির্বাচন পদ্ধতি এবং কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।
Discuss procedures of the election of the speaker of the House of Commons and its functions.
কমপসভার ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
Discuss the power and the functions of the House of Commons.
৭. কমলাভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
Discuss the compositions, power and the functions of the House of Commons.
৮. লর্ডসভা ও কমণসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা কর ।
Discuss the realtion between the House of Lords and the House of Commons.
৯. কমণসভার বিরোধী দলের ভূমিকা সম্পর্কে আলোচনা কর।
Discuss the role of opposition party in the House of Commons.
১০. ব্রিটিশ পার্লামেন্টে আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা কর ।
Discuss the procedures of passing the law in British Parliament.
১১. অর্থ বিল কী? পার্লামেন্টে অর্থ বিল কীভাবে পাস হয়?
What is Money Bill? How is the Money Bill is Passed in the Parliament?
১২. “ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌম” উক্তিটি ব্যাখ্যা কর।
The British Parliament is sovereign” – Explain it.
১৩. ব্রিটিশ পার্লামেন্টের সাথে কেবিনেটের সম্পর্ক আলোচনা কর।
Discuss the realtion of the British Parliament with the Cabinet.
১৪. ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের ভিত্তি কী? ব্রিটিশ পার্লামেন্ট কী সার্বভৌম? বর্ণনা কর ।
What is the basis of the sovreignty of British Parliament? Is the British Parliament soveriegn?
১৫. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে? এর উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা কর।
What is the delegated lagislation power? Discuss the causes of the evolution of this.
১৬. অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সমালোচনা ব্যাখ্যা কর।
Explain the criticism of the delegated lagislation power.
১৭. ব্রিটেনের শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সমালোচনামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা কর। Discuss about the role of the criticism of the delegated lagislation power in British rule.
ব্রিটিশ পার্লামেন্ট কত কক্ষবিশিষ্ট?