বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোন দেশের সংবিধান?

বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোন দেশের সংবিধান?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

২. মার্কিন সংবিধানের কত নং ধারা শাসন বিভাগের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করেছে?

উত্তর : ২নং ধারা ।

৩. মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতির কয়টি পর্যায় রয়েছে?

উত্তর : দু’টি। যথা— (i) সংশোধনী প্রস্তাব উত্থাপন, (ii) সংশোধনী প্রস্তাব অনুমোদন

৪. মার্কিন সংবিধান শুরু হয়েছে কোন কথাগুলো দ্বারা?

উত্তর : “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ” (We, the people of the United States)।

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের চারটি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : সংবিধানের প্রাধান্য, লিখিত সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ।

৬. কোন দেশের সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা নেই?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ।

৭. কোন দেশে সাংবিধানিক প্রাধান্য সর্বতোভাবে সুপ্রতিষ্ঠিত?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে।

৮. “The constitution of the United States is the most completely federal constitutions in the world.”- কে বলেছেন?

উত্তর : সি.এফ. স্ট্রং।

৯. মার্কিন সংবিধানের ২২তম সংশোধন অনুমোদনের ক্ষেত্রে কতদিন সময় লেগেছিল?

উত্তর : ৩ বছর ৩৪০ দিন

১০. মার্কিন সংবিধান কী প্রকৃতির?

উত্তর : লিখিত ও দুষ্পরিবর্তনীয় ।

১১. কোন দেশের সাংবিধানিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বৈত নাগরিকত্ব?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের।

বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোন দেশের সংবিধান?

১২. কত সালে মার্কিন সংবিধানের প্রথম ১০ সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার প্রদান করা হয়?

উত্তর : ১৭৯১ সালে।

১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : ১. সংবিধানের প্রাধান্য, ২. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, ৩. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা, ৪. দ্বৈত নাগরিকত্ব, ৫. স্বাধীন ও যুক্তরাষ্ট্রীয় আদালত ।

১৪. মার্কিন সংবিধান কীভাবে সম্প্রসারিত হয়?

উত্তর : ১. বিচারালয়ের ব্যাখ্যা ২. প্রথা ও শাসনতান্ত্রিক রীতিনীতি, ৩. কংগ্রেস প্রণীত আইন, ৪. শাসন বিভাগীয় কাজ,

৫. সংবিধান সংশোধন ।

১৫. মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপ্রধান কে?

উত্তর : রাষ্ট্রপতি।

১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের প্রধান কে?

উত্তর : রাষ্ট্রপতি।

১৭. মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৭৮৭ সালে।

১৮. মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence) কবে প্রকাশিত হয়?

উত্তর : ১৭৭৬ সালে ৪ জুলাই।

১৯. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মেয়াদকাল কত?

উত্তর : ৪ বছর।

২০. মার্কিন রাষ্ট্রপতি প্রত্যক্ষ না পরোক্ষভাবে নির্বাচিত হন?

উত্তর : পরোক্ষভাবে।

২১. কোন সংস্থার মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন?

উত্তর : Electoral College. (নির্বাচক সংস্থা)-এর মাধ্যমে ।

২২. মার্কিন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির উল্লেখ আছে?

উত্তর : ২নং ধারায় ।

২৩. সংবিধানের ২২তম সংশোধনী করে হয়?

উত্তর : ১৯৫১ সালে।

২৪. কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?

উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (Franklin Roosevelt ) ।

২৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি কেমন?

উত্তর : লিখিত ও দুষ্পরিবর্তনীয় ।

২৬. কোনটি মার্কিন সংবিধানের একটি উল্লেখযোগ্য দিক?

উত্তর : দ্বৈত নাগরিকতা।

২৭. মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতির কয়টি পর্যায় রয়েছে এবং কী কী?

উত্তর : দুটি। যথা- ক. সংশোধনী প্রস্তাব উত্থাপন এবং ২. সংশোধনী প্রস্তাব অনুমোদন।  

২৮. মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?

উত্তর : ৫০টি।

২৯. কোন সংবিধান লিখিত এবং দুষ্পপরিবর্তনীয় সংবিধানের একটি প্রকৃষ্ট উদাহরণ?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

৩০. মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি কেমন?

উত্তর : জটিল এবং দুষ্পরিবর্তনীয় ।

৩১. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা।

৩২. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৭৭৬ সালের ৪ জুলাই।

৩৩. কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম ভিত্তি?

উত্তর : ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি ।

৩৪. মার্কিন সংবিধানে নাগরিক অধিকারসমূহ কী নামে সংযুক্ত হয়েছে?

উত্তর : ‘অধিকারের বিল’ (Bill of Rights) |

৩৫. মার্কিন সংবিধানের কত নং ধারায় সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে?

উত্তর : ৫নং ধারায় ৷

৩৬. “We are under constitution, but the constitution is what the judges say it is”- মার্কিন সংবিধান প্রসঙ্গে কে উক্তিটি করেছেন?

উত্তর : বিচারপতি হিউজেস (Huges)।

৩৭. মার্কিন সংবিধানের কতটি সংশোধনী একত্রে গ্রহণ করা হয়?

উত্তর : প্রথম দশটি সংশোধনী ।

৩৮. মার্কিন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়?

উত্তর : ২৬ তম সংশোধনীর মাধ্যমে ।

৩৯. প্রত্যেক অঙ্গরাজ্যে একটি গণসম্মেলন আহ্বানের মাধ্যমে মার্কিন সংবিধানের কয়টি সংশোধনী অনুমোদন করা হয়?

উত্তর : ১টি (২১ তম সংশোধনী)।

৪০. বর্তমানে মার্কিন সংশোধনী প্রস্তাব গ্রহণের কতদিনের মধ্যে অনুমোদনের হতে হয়?

উত্তর : ৭ বছরের মধ্যে ।

৪১. মার্কিন সংবিধানের প্রথম দশটি সংশোধনকে একত্রে কী বলা হয়?

উত্তর : “অধিকারের বিল” (Bill of rights ) ।

৪২. “The American constitution has necessarily changed as the Nation has changed”– উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক মুনরো। (Munro)।

৪৩. “Essential of American Government”— গ্রন্থটি কার?

উত্তর : অগ ও রে (Ogg & Ray )।

৪৪. মার্কিন যুক্তরাষ্ট্রের জনক কে?

উত্তর : জর্জ ওয়াংসিন

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

১. মার্কিন সংবিধানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

(জা.বি. ২০১১ (উত্তর সংকেত : ২.৩)|

Mention the characteristics of the constitution of the United States of America.

২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ক্রমবিবর্তন বিষয়ে লিখ ।

Write about the progress of the constitution of the United States of America.

৩. মার্কিন সংবিধানের প্রস্তাবনাটি লিখ ।

Write the preamble of the constitution of the United States of America.

৪. মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণনা কর।

Narrate the system of amendment of the constitution of the United States of America.

৫. মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতির বৈশিষ্ট্য লিখ ।

Write the characteristics of amendment of the constitution of the United States of America.

৬. ব্রিটিশ সংবিধান ও মার্কিন সংবিধানের পার্থক্য নির্ণয় কর ।

Differentiate between the constitution of the UK and the USA.

৭. মার্কিন সংবিধানের সংশোধন প্রস্তাব কীভাবে উত্থাপিত হয়?

How does the amendment proposal of the constitution of the USA place?

৮. মার্কিন সংবিধানের সংশোধন প্রস্তাব কীভাবে অনুমোদিত হয়?

How does the amendment proposal of the constitution of the USA approve?

৯. মার্কিন সংবিধানে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো উল্লেখ কর ।

Mention the powers, which are delivered to central government in the constitution of the United States of America.

১০. মার্কিন শাসনতন্ত্রে অঙ্গরাজ্যসমূহের হাতে কী কী ক্ষমতা ন্যস্ত করা হয়েছে?

What powers are elivered to state governments in the constitution of the United States of America?

রচনামূলক প্রশ্ন PART – C

১. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।

Discuss the basic characteristics of the constitution of the United States of America.

২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সংশোধন পদ্ধতি পর্যালোচনা কর ।

Analyze the amendment of the constitution of the United States of America.

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সংশোধন পদ্ধতির বৈশিষ্ট্য সমুহ আলোচনা কর।

Discuss the characteristics of amendment of the constitution of the United States of America.

৪. মার্কিন সংবিধানের প্রথম দশটি সংশোধনীর তাৎপর্য আলোচনা কর ।

Discuss the significance of first 10th amendment of the constitution of the United States of America.

৫. মার্কিন সংবিধানের সংশোধনীসমূহ ব্যাখ্যা কর ।

Explain the amendments of the constitution of the United States of America.

৬. ব্রিটিশ সংবিধান ও মার্কিন সংবিধানের মধ্যে তুলনা কর ।

Compare between the constitution of the UK and the USA.

বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোন দেশের সংবিধান?

Leave a Reply