বিচার বিভাগ কাকে বলে ?
১. জনগণের মৌলিক অধিকার ও
স্বাধীনতা সুরক্ষা এবং পারস্পরিক কলহ বিবাদ মীমাংসা করা কোন বিভাগের কাজ?
উত্তর : বিচার বিভাগ ।
২. বিচারক নিয়োগের কয়টি পদ্ধতি রয়েছে?
উত্তর : ৩টি।
৩. আইনসভা কর্তৃক বিচারপতি নিয়োগ করা হয় এমন ৩টি দেশের নাম লিখ ।
উত্তর : সুইজারল্যান্ড, বলিভিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশ।
৪. বিচার বিভাগ কাকে বলে ?
উত্তর : সরকারের যে বিভাগ দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। ৫. বিচারক নিয়োগের প্রধান তিনটি পদ্ধতি লেখ ।
উত্তর : ক. জনগণ কর্তৃক নির্বাচন, খ. আইনসভা কর্তৃক নির্বাচন, গ. শাসক কর্তৃক মনোনয়ন ।
৬. বিচার বিভাগ কী?
উত্তর : যে বিভাগ বিচার কার্য সম্পাদন করে।
৭. নিম্নস্তরের আদালত কয় ভাগে বিভক্ত?
উত্তর : দু’ভাগে । যথা : (i) ফৌজদারি আদালত ও (ii) দেওয়ানি আদালত ।
৮. ফৌজদারি আদালতে কী সংক্রান্ত বিবাদের বিচার হয়?
উত্তর : অপরাধ সংক্রান্ত ।
৯. সম্পত্তি সংক্রান্ত বিবাদগুলোর বিচার হয় কোন আদালতে?
উত্তর : দেওয়ানি আদালতে ৷
১০. বিচার বিভাগের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী?
উত্তর : সুপ্রিম কোর্ট।
১১. উচ্চ আদালত কী কী বিভাগ নিয়ে গঠিত?
উত্তর : আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ ৷
১২. কোন কোন দেশে জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে বিচারক নিয়োগ করা হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে । ১৩. আইনসভা কর্তৃক পরোক্ষভাবে বিচারক নিয়োগের বিধান কোথায় দেখা যায়? উত্তর : সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারপতি এভাবে নিযুক্ত হয় ।
১৪. বিচারক নিয়োগের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি?
উত্তর : শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ
“There is no better test of the excellence of government than the efficiency of its judicial system.”- কে বলেছেন?
উত্তর : লর্ড ব্রাইস ।
- “If the lamp of justice goes out in darkness, how great is the darkness. ” কে বলেছেন?
উত্তর : লর্ড ব্রাইস ।
- “Administration of justice is the firmest pillar of government.”— কে বলেছেন?
উত্তর : জর্জ ওয়াশিংটন ।
১৮. কোন দেশের বিচার বিভাগ বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার অধিকারী?
উত্তর : মার্কিন সুপ্রিম কোর্ট ।
১৯. বিচার বিভাগের যে-কোনো তিনটি কার্যাবলির নাম লিখ ।
উত্তর : আইনের ব্যাখ্যা, আইন প্রণয়নমূলক, সংবিধানের ব্যাখ্যা প্রদান ও প্রাধান্য রক্ষা সংক্রান্ত ।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার তিনটি উপায়ের নাম লিখ ।
উত্তর : বিচারকদের সুষ্ঠু ও সঠিক নিয়োগ পদ্ধতি, যোগ্য ও উপযুক্ত বিচারক নিয়োগের ব্যবস্থা, বিচারকদের স্থায়ী কার্যকালের ব্যবস্থা।
২১. “বিচারের বাতি নিভে গেলে ভয়াবহ অন্ধকারের সৃষ্টি হয়।”— উক্তিটি কে করেছেন?
উত্তর : লর্ড ব্রাইস ।
- “The administration of justice by the state must be regarded as a permanent and essential element of civilization.”- উক্তিটি কার?
উত্তর : জেরেমি বেন্থাম ।
২৩: বিচার বিভাগের স্বাধীনতা কী?
উত্তর : সরকারের অন্য বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে ।
“যদি বিচারকগণ জ্ঞানী, ন্যায়পরায়ণ ও সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন না হন তাহলে যে উদ্দেশ্যে বিচার বিভাগের সৃষ্টি সেই উদ্দেশ্য ব্যাহত হবে।” – উক্তিটি কে করেছেন?
উত্তর : প্রফেসর গার্নার ।
২৫. বিচারকদের নিয়োগের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি?
উত্তর : শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ