বিকল্প সরকার কারা?

একদলীয় ব্যবস্থা কোন দেশে প্রচলিত আছে?

১. রাজনৈতিক দলের লক্ষ্য কী?

উত্তর : দেশের শাসন ক্ষমতায় গিয়ে দেশবাসীর সেবা করা ।

২. এক দলীয় ব্যবস্থা কী?

উত্তর : যে দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয় ।

৩. দ্বি-দলীয় ব্যবস্থা কী?

উত্তর : যে সব দেশে দুটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ করা যায় সে ব্যবস্থাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয় ।

৪. বিকল্প সরকার কারা?

উত্তর : বিরোধী দল ।

৫. রাজনৈতিক দল কীভাবে সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে?

উত্তর : সুষ্ঠু জনমত ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ।

৬. একদলীয় ব্যবস্থা কোন দেশে প্রচলিত আছে?

উত্তর : চীন ।

৭. কোন কোন দেশে দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন।

৮. বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক দলের নাম লিখ ।

উত্তর : বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইত্যাদি ।

৯. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী?

উত্তর : রাজনৈতিক দল ।

১০. “A party is a community with a particular structure.”- কে বলেছেন?

উত্তর : মরিস দ্যুভারজার ।

  1. “A party is a group of men banded together to pursue certain principles. ” – কে বলেছেন?

উত্তর : ডিজরেলি

১২. রাজনৈতিক দলের তিনটি কার্যাবলির নাম লিখ ।

উত্তর : সমস্যা নির্ধারণ, নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, প্রার্থী মনোনয়ন ।

১৩. রাজনৈতিক দলের গুরুত্বের তিনটি দিক উল্লেখ কর ।

রাজনৈতিক দল

উত্তর : জনমত গঠন, সরকার গঠন, বিকল্প সরকারের ভূমিকা পালন।

  1. “Although party is often extra-consititutional, it is an essential organ of large scale democracy.”-

বলেছেন?

উত্তর : ম্যাকাইভার। ..

১৫. “The development of parties seems bound up with that of democracy.” – কে বলেছেন?

উত্তর : ডুভারজার।

রাজনৈতিক দলকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?

উত্তর : তিনটি। (এক-দলীয়, দ্বি-দলীয় ও বহু-দলীয় ব্যবস্থা। )

১৭. এক-দলীয় ব্যবস্থা কী?

উত্তর : যখন কোনো দেশে সাংবিধানিকভাবে একটি মাত্র দল থাকে।

১৮. এক-দর্ণায় ব্যবস্থার উদাহরণ দাও।

উত্তর : জার্মানিতে হিটলারের ‘নাৎসি দল’, ইতালিতে মুসোলিনীর ‘ফ্যাসিস্ট দল’ প্রভৃতি।

১৯. ছি-দলীয় ব্যবস্থা কী?

উত্তর : যখন কোনো দেশে একাধিক দল থাকলেও, দু’টি দলের প্রাধান্য থাকে।

২০. দ্বি-দলীয় ব্যবস্থার উদাহরণ দাও।

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং ব্রিটেনে রক্ষণশীল দল ও শ্রমিক দল।

২১. বহু-দলীয় ব্যবস্থা কী?

উত্তর : যখন কোনো দেশে দুইয়ের অধিক দলের প্রাধান্য থাকে ।

২২. বহু-দলীয় ব্যবস্থার উদাহরণ দাও।

উত্তর : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স, ইতালি প্রভৃতি ।

  1. “The single party is considered as the great political innovation of the twentieth century.” – কে বলেছেন?

উত্তর : ডুভারজার ।

  1. The two parties are better for the happineses and duty of nations than many parties.”- কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার ।

২৫. গণতন্ত্রে বিরোধী দলের তিনটি ভূমিকা লিখ ।

উত্তর : সরকারের নিয়ন্ত্রণকরণ, সরকারের পরামর্শদাতা, বিকল্প সরকার। ৯

২৬. “To find out whether a person is free it is necessary only to ask if there is an opposition.”— কে বলেছেন?

উত্তর : অধ্যাপক জেনিংস।

২৭. গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্তের নাম লিখ ।

উত্তর : সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গতিশীল নেতৃত্ব ।

২৮. বাংলাদেশে রাজনৈতিক দলের তিনটি সমস্যার নাম লিখ ।

উত্তর : অসংগঠিত দল ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের প্রাধান্য।

২৯. বাংলাদেশের চারটি রাজনৈতিক জোটের নাম লিখ।

উত্তর : ৭ দলীয় ঐক্যজোট, ৫ দলীয় ঐক্যজোট, ১৪ দলীয় ঐক্যজোট, মহাজোট।

৩০. “A party is a part of a class its most advanced part. ” মন্তব্যটি কে করেছেন?

উত্তর : স্যালিন।

৩১. “রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন যা নির্বাচনের কর্মসূচি স্থির করে প্রার্থী দাঁড়া করায়।”-উক্তিটি কার?

উত্তর : উক্তিটি লাওয়েল এর।

৩২. “রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সংঘবদ্ধ জনসমাজ, যারা বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে।”- সংজ্ঞাটি কার?

উত্তর : ম্যাকাইভার এর।

৩৩. কে সরকারকে ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে?

উত্তর : রাজনৈতিক দল (Political Party)।

৩৪. রাজনৈতিক দলের প্রধান কাজ কী?

উত্তর : রাজনৈতিক দলের প্রধান কাজ নির্বাচনকে প্রভাবিত করা।

৩৫. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কী?

উত্তর : রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা দখল ।

৩৬. “Party is King” – কে বলেছেন?

উত্তর : অধ্যাপক ফাইনার (Finer)।

৩৭. “Parties act is broker of ideas. মন্ত্যবটি কে করেছেন?

উত্তর : অধ্যাপক লাওয়েল ।

৩৮. “আইনসভা ও রাজনৈতিক দল পরস্পর সম্পর্কযুক্ত।”— উক্তিটি কে করেছেন?

উত্তর : অধ্যাপক বার্কার।

৩৯. “দল হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন লোকের লাভের জন্য বহু লোকের পাগলামি।”— কে বলেছেন?

উত্তর : আলেকজান্ডার পোপ ।

৪০. বিরোধী দলকে ছায়া সরকার বলেছেন কারা?

উত্তর : ফাইনার, লাস্কি, জেনিংস প্রমুখ ।

৪১. গণতন্ত্রের জন্য কোন দল ব্যবস্থা অপরিহার্য?

Bonet kalori

উত্তর : গণতন্ত্রের জন্য দ্বিদলীয় বা বহুদলীয় ব্যবস্থা অপরিহার্য ।

৪২. “আধুনিক গণতান্ত্রিক শাসনের প্রধানতম উন্নয়নই হলো রাজনৈতিক দলের উদ্ভব।”— উক্তিটি কে করেছেন?

উত্তর : গিলক্রিস্ট করেছেন।

৪৩. “রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রতিষ্ঠানিক কাঠামো স্থাপন করে।”— কে বলেছেন?

উত্তর : ভি.ও. কী।

৪৪. গণতান্ত্রিক শাসনকে কোন ধরনের শাসন বলা হয়?

উত্তর : দলীয় শাসন বলা হয় ।

৪৫. “আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি, তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে।”- বে বলেছেন?

উত্তর : প্রফেসর বার্কার।

Leave a Reply