বাংলাদেশে কে অধ্যাদেশ জারি

 বাংলাদেশে কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন?

উত্তর : মহামান্য রাষ্ট্রপতি।

১৫. প্রকৃত শাসকের উদাহরণ দাও।

উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রমুখ।

১৬. একক শাসন কর্তৃপক্ষের উদাহরণ দাও ।

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রমুখ।

১৭. সমষ্টিগত শাসকের উদাহরণ দাও ।

উত্তর : সুইজারল্যান্ডের ৭ সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় পরিষদ ।

 বাংলাদেশে কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন?

উত্তর : মহামান্য রাষ্ট্রপতি।

১৯. শাসন বিভাগের যে-কোনো তিনটি কার্যাবলির নাম লিখ ।

উত্তর : শাসন সংক্রান্ত, পররাষ্ট্র সংক্রান্ত, প্রতিরক্ষা সংক্রান্ত।

২০. শাসন সংক্রান্ত কাজ পরিচালনা করে শাসন বিভাগের কোন দপ্তর?

উত্তর : স্বরাষ্ট্র দপ্তর।

২১. শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির বা আইন বিভাগের ক্ষমতা হ্রাসের তিনটি কারণ লিখ ।

উত্তর : রাষ্ট্রের কাজ বৃদ্ধি, আইনসভার প্রতিনিধিদের বিশেষ জ্ঞানের অভাব, হস্তান্তরিত আইন ।

  1. “Legislature have declined in certain respect and particularly in powers in relation to the

executive’-কে বলেছেন?

উত্তর : কে. সি. হুইয়ার ।

২৩. নামমাত্র বা নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।

উত্তর : ব্রিটেনের রাজা বা রানী, জাপানের রাজা, ভুটান ও থাইল্যান্ডের রাজা, ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতি।

২৪. অধ্যাদেশ (Ordinance) কী?

উত্তর : জরুরি আইন ।

২৫. শাসন বিভাগের যে-কোনো তিনটি কার্যাবলির নাম লিখ ।

উত্তর : শাসন সংক্রান্ত, পররাষ্ট্র সংক্রান্ত, প্রতিরক্ষা সংক্রান্ত ।

২৬. শাসন বিভাগকে সরকারের মূল উৎস বলে অভিহিত করেছেন কে?

die

উত্তর : প্রফেসর কোরি।

২৭. গেটেল তাঁর ‘Political Science’ গ্রন্থে শাসন বিভাগ গঠনে কয় ধরনের ও কী কী পদমর্যাদাসম্পন্ন ব্যক্তির কথা উল্লেখ করেছেন?

উত্তর : চার ধরনের ব্যক্তির কথা উল্লেখ করেছেন। যথা: ১. প্রধান শাসক, ২. নির্বাহী পরিষদ, ৩. মন্ত্রিসভা, এবং ৪. সিভিল সার্ভিস।

২৮. বর্তমান রাষ্ট্রগুলোতে শাসন বিভাগগুলোকে কয়টি ও কী কী শ্রেণিতে বিভক্ত করা হয়েছে?

উত্তর : বর্তমান রাষ্ট্রগুলোতে শাসন বিভাগগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা : ১. সংসদীয় শাসন বিভাগ, ২. রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগ, ৩. একনায়কতান্ত্রিক শাসন বিভাগ ।

 

২৯. সংসদীয় শাসন বিভাগ কী? শাসন বিভাগ

উত্তর : যে শাসন বিভাগে একজন নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে এবং শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা মন্ত্রিসভার নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে তবে সংসদীয় শাসন বিভাগ বলে ।

ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে কোন শাসন বিভাগ বিবর্তন লাভ করেছে?

উত্তর : ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে সংসদীয় শাসন বিভাগ বিবর্তন লাভ করেছে।

৩১. সংসদীয় শাসন বিভাগ প্রধান কয়েকটি দেশের নাম উল্লেখ কর।

উত্তর : সংসদীয় শাসন বিভাগ প্রধান কয়েকটি দেশের নাম হলো ইংল্যান্ড, বাংলাদেশ, সুইডেন, জার্মানি, ইতালি প্রভৃতি ।

৩২. কোন শাসন বিভাগে কার্যক্ষেত্রে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়?

উত্তর : সংসদীয় শাসন বিভাগে কার্যক্ষেত্রে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়।

৩৩. কবে কোথায় রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগের উৎপত্তি হয়?

উত্তর : রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগের উৎপত্তি হয় ১৭৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ।

৩৪. রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগ প্রধান কয়েকটি দেশের উদাহরণ দাও ।

উত্তর : রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগ হলো যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, বলিভিয়া, মেক্সিকো প্রভৃতি ৷

Leave a Reply