বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্য রয়েছে?

 বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্য রয়েছে?

উত্তর : ৫০টি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ডিস্ট্রিক্টস অব কলম্বিয়া।

বর্তমানে বিশ্বের পরাশক্তি (Super Power) দেশ কোনটি?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র (USA)

২. USA-এর পূর্ণরূপ কী?

উত্তর : United States of America.

৩. বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্য রয়েছে?
উত্তর : ৫০টি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ডিস্ট্রিক্টস অব কলম্বিয়া।

৪. যুক্তরাষ্ট্রে একসময় কাদের উপনিবেশ ছিল?

উত্তর : ব্রিটেনের।

৫. ১৭৭৭ সালের ১৭ নভেম্বর আমেরিকার কতটি উপনিবেশ মিলে রাষ্ট্র সমবায় (Confederation) গঠন করা হয়?

উত্তর : ১৩টি।

৬. কত সালে ব্রিটেন কর্তৃক আমেরিকার উপনিবেশগুলোর স্বাধীনতা স্বীকৃত হয়? উত্তর : ১৭৮৩ সালে।

৭. মার্কিন সংবিধান প্রবর্তিত হয় কবো

উত্তর : ১৭৮৯ সালের ৪ মার্চ।

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

১. USA এর ৫টি অঙ্গরাজ্যের নাম লেখ।

উত্তর : : ১. নিউইয়র্ক; ২. নিউ হ্যাম্পশায়ার; ৩. নিউ জার্সি, ৪. রেড আইল্যান্ড; ৫. ভার্জিনিয়া।

১০. বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান কোন দেশের?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের।

১১. বিশ্বের ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোন দেশের?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের।

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?

উত্তর : সংবিধান ।

১৩. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?

উত্তর : মার্কিন সংবিধান।

১৪. মার্কিন সংবিধান হলো–

উত্তর : দুষ্পরিবর্তনীয় সংবিধান ।

১৫. কোন দেশের সংবিধানে “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি” এর প্রয়োগ দেখা যায়?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে।

১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন কাঠামো কী প্রকৃতির?

উত্তর : যুক্তরাষ্ট্রীয় শাসন ।

১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন প্রকৃতি-

উত্তর : রাষ্ট্রপতি শাসিত ।

১৮. কোন দেশে ‘Spoil system’ বিদ্যমান?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৯. মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার শুরুতে কতটি উপনিবেশ ছিল?

উত্তর : ১৩টি।

২০. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশগুলোতে যুদ্ধ শুরু হয়?

উত্তর : ১৭৭৫ সালের এপ্রিল মাসে।

২১. ১৭৭৫ সালের যুদ্ধের সময় উপনিবেশগুলোর সামরিক বাহিনীর অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

২২. ১৭৭৫ সালের মে মাসে কী সম্মেলন আহ্বান করা হয়?

উত্তর : দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস বা সম্মেলন ।

২৩. কে দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসে তিনটি প্রস্তাব পেশ করেন?

উত্তর : ভার্জিনিয়ার রিচার্ড হেনরি লী।

২৪. স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়নের দায়িত্ব দেয়া হয় কাকে?

২৫.

উত্তর : টমাস জেফারসনকে।

মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে স্বাধীনতা ঘোষণা করা হয়?

উত্তর : ১৭৭৬ সালের ৪ জুলাই।

২৬. কতজন প্রতিনিধি আমেরিকার ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ চূড়ান্তভাবে গ্রহণ করেন?

উত্তর : ১৩টি উপনিবেশের ৫৫ জন প্রতিনিধি ।

২৭. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর : ৪ জুলাই।

২৮. কত সালে ১৩টি উপনিবেশের স্বাধীনতা সংগ্রাম ব্রিটেন কর্তৃক চূড়ান্ত স্বীকৃতি লাভ করে?

উত্তর : ১৭৮৩ সালে ।

২৯. কত সালে মহাদেশীয় কংগ্রেস ‘রাষ্ট্র সমবায়ের জন্য কয়েকটি অনুচ্ছেদ’ রচনা করে?

উত্তর : ১৭৭৭ সালে।

রাষ্ট্র সমবায়ের অনুচ্ছেদ অনুযায়ী কী গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়? উত্তর : বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে একটি ‘কংগ্রেস’।

৩১. “We are one nation today and thirteen tomorrow.” – কে বলেছেন?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

৩২. ‘ফিলাডেলফিয়া সম্মেলন’ কত সালে আয়োজন করা হয়?

উত্তর : ১৭৮৭ সালের মে মাসে।

৩৩. কার নেতৃত্বে ফিলাডেলফিয়ায় সাংবিধানিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল?

উত্তর : জর্জ ওয়াশিংটনের।

৩৪. ফিলাডেলফিয়ায় কতজন প্রতিনিধি সংবিধানে স্বাক্ষর করেন?

উত্তর : ৩৯ জন ।

৩৫. ফিলাডেলফিয়া সম্মেলনে উপস্থিত রাষ্ট্রের প্রতিনিধিগণ কর্তৃক মার্কিন সংবিধান স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর : ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর ।

৩৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের সাথে যুক্ত কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্বের নাম লিখ ।

উত্তর : জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আলেকজান্ডার হ্যামিলটন, জেমস ম্যাডিসন প্রমুখ । ৩৭. মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান কোনটি?

উত্তর : ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত সংবিধান ।

৩৮. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকারিতা লাভ করে?

উত্তর : ১৭৮৯ সালে।

৩৯. কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

৪০. কত সালে ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন?

উত্তর : ১৭৮৯ সালে ।

৪১. ১৭৮৯ সালের সংবিধান কয়টি প্রস্তাবনা ও অনুচ্ছেদসহ অনুমোদিত হয়?

উত্তর : একটি প্রস্তাবনা এবং ৭টি অনুচ্ছেদসহ।

৪২. মার্কিন সংবিধানের প্রথম দশটি সংশোধনী কবে গৃহীত হয়?

উত্তর : ১৯৭১ সালে।

৪৩. মার্কিন সংবিধানের প্রথম দশটি সংশোধনীকে একত্রে কী বলা হয়?

উত্তর : অধিকারের বিল (Bill of Rights)

৪২. “The American constitution is not static, dynamic, a Darwinian, not a Newtonian affiar.”- কে বলেছেন?

উত্তর : মুনরো ।

  1. “The American constitution has necessarily changed as the nation has changed” – কে বলেছেন?

উত্তর : লর্ড ব্রাইস ।

৪৪. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বিকাশে ভূমিকা পালন করা চারটি উপাদানের নাম লিখ ।

উত্তর : সাংবিধানিক সংশোধন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, কংগ্রেস প্রণীত আইন, সাংবিধানিক রীতিনীতি ও প্রথা

৪৫. মার্কিন সংবিধানের কোন সংশোধনীগুলোকে ‘গৃহযুদ্ধ প্রসূত সংশোধনী’ বলা হয়?

উত্তর : ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ সংশোধনী ।

৪৬. “বিংশ শতাব্দিকালীন সংশোধনী’ হিসেবে কোনগুলোকে বর্ণনা করা হয়?

উত্তর : ষোড়শ হতে ষড়বিংশতম সংশোধনীগুলোকে ।

৪৭. মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে কীসের মধ্য দিয়ে?

উত্তর : সাংবিধানিক রীতিনীতি ও প্রথার মধ্য দিয়ে।

৪৮. মার্কিন সংবিধান কার্যকরী হওয়ার পরে কত সালে প্রথম ১০টি সংশোধনী পাস হয়?

উত্তর : ১৭৯১ সালে ।

৪৯. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কয়টি মূলনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?

উত্তর : চারটি। . ২ : (i) প্রজাতন্ত্র, (ii) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, (iii) ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি এবং (iv) নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। ৫০. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী?

উত্তর ওয়াশিংটন ডিসি।

৫১. মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন কত?

উত্তর : ৩৫,৩৭,০০০ বর্গমাইল প্রায় ।

৫২. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী?

উত্তর : ইউএস ডলার ।

৫৩. কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?

উত্তর : ১৪০৯ সালে।

৫৪. কার নামের ভিত্তিতে আমেরিকার নামকরণ করা হয়েছে?

উত্তর : আমেরিগো ভেসপুচি নামের ব্যক্তির নামে।

৫৫. মার্কিন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থির হয় যে, কোনো ব্যক্তি একাধারে দুই মেয়াদের অধিক প্রেসিডেন্টপদে আসীন হতে পারবেন না?

উত্তর : ২২তম সংশোধনের মাধ্যমে ।

৫৬. “We are under the Constitution but the Constitution is what the Judges say it is.”- উক্তিটি কার?

উত্তর : বিচারপতি হিউজেস।

৫৭. কোন সংবিধানকে “বিচারকদের রচিত সংবিধান” বলা হয়?

উত্তর : মার্কিন সংবিধানকে ।

৫৫. কত সালে ব্রিটিশ সরকার আমেরিকায় স্ট্যাম্প আইন প্রণয়ন করে?

উত্তর : ১৭৬৫ সালে ।

৫৬. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নাম কী?

উত্তর : ইউনাইটেড স্টেটস অব আমেরিকা (USA)।

৫৭. আমেরিগো ভেসপুচি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইতালির।

৫৮. আমেরিগো ভেসপুচি কত সালে ব্রাজিলের উপকূল আবিষ্কার করেন?

উত্তর : ১৫০১ সালে।

৫৯. মার্কিন যুক্তরাষ্ট্রকে কীসের দেশ বলা হয়?

উত্তর : অভিবাসীদের দেশ।

৬০. রাজা প্রথম জেমস কয়টি কোম্পানিকে কীসের অধিকার দেন?

উত্তর : প্লাইমাউথ ও লন্ডন নামে দু’টি কোম্পানিকে উপনিবেশ স্থাপন ও ব্যবসা বাণিজ্যের অধিকার দেন । ৬১. লন্ডন কোম্পানি কোন টাউনের নাম দেন?

উত্তর : জেমস টাউন

৬২. মে-ফ্লাওয়ার কী ?

উত্তর : ব্রিটিশ নাগরিক বহনকারী জাহাজ ।

৬৩. কার নেতৃত্বে মেরিল্যান্ডে একদল ক্যাথলিক হাজির হন?

উত্তর : লর্ড বাল্টিমোরের।

৬৪. পিলগ্রিম কারা?

উত্তর : মে-ফ্লাওয়ার জাহাজযোগে ম্যাসাচুসেটস্ এর উপকূলে অবতরণকারী ১০০ জন ব্রিটিশ নাগরিক । ৬৫. ব্রিটিশ সরকার কত সালে স্ট্যাম্প আইন প্রণয়ন করেন?

উত্তর : ১৭৬৫ সালে।

৬৬. কত সালে কোথায় প্রথম মহাদেশীয় কংগ্রেস সম্মেলন আহ্বান করা হয়?

উত্তর : ১৭৭৪ সালে ফিলাডেলফিয়ায়।

ঐতিহাসিক পরিক্রমা : মার্কিন সংবিধানের উদ্ভব ও ক্রমবিকাশ

৬৭. কে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পক্ষে প্রচার শুরু করেন?

উত্তর : টমপেইন ।

৬৮. কবে চূড়ান্তভাবে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ ও প্রকাশ করা হয়?

উত্তর : ১৭৭৬ সালের ৪ জুলাই।

৬৯, কবে কীসের ভিত্তিতে রাষ্ট্র সমবায় গঠন করা হয়?

উত্তর : ১৭৭৭ সালে ১৭ নভেম্বর রাষ্ট্র সমবায়ের শাসনতন্ত্র নামক চুক্তির ভিত্তিতে।

মার্কিন চূড়ান্ত সংবিধানে স্বাক্ষর করেছেন কতজন প্রতিনিধি?

উত্তর : ৩৯ জন ।

৭১. মার্কিন সংবিধানের শুরু হয়েছে কোন কথা দিয়ে?

উত্তর : আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জনগণ’ এ কথা দিয়ে ।

৭২. মার্কিন গণতন্ত্রের মূল উপজীব্য বিষয়গুলো কী?

উত্তর : প্রতিনিধিত্বের ব্যবস্থা, গণমাধ্যমগুলোর স্বাধীনতা, আদালতের স্বাধীনতা, নাগরিক অধিকার, রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী গোষ্ঠীর অস্তিত্ব প্রভৃতি ।

৭৩. ফিলাডেলফিয়া সম্মেলনকে কী নামে অভিহিত করা হয়?

উত্তর : সাংবিধানিক সম্মেলন ।

৭৪. মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কী নামে খ্যাত?

উত্তর : রাষ্ট্র সমবায়ের অনুচ্ছেদ।

৭৫. ফিলাডেলফিয়া সম্মেলনের সভাপতি নির্বাচিত হন কে?

উত্তর : জর্জ ওয়াশিংটন ।

৭৬. কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান ?

উত্তর : ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত সংবিধানই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান । ৭৭. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সকল নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকারের ন্যূনতম বয়স সীমা কত?

উত্তর : ১৮ বছর (সংবিধানের ২৬ তম সংশোধনীর মাধ্যমে ১৮ বছর নির্ধারণ করা হয়)।

৭৮. ফিলাডেলফিয়া সম্মেলনকে সাংবিধানিক সম্মেলন বলা হয় কেন?

উত্তর : মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হওয়ায় ফিলাডেলফিয়া সম্মেলনকে সাংবিধানিক সম্মেলন বলা হয় । ৭৯. মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হয় কবে, কোন সম্মেলনে?

উত্তর : ১৭৮৭ সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ফিলাডেলফিয়া সম্মেলনে মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হয় ।

৮০. মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান কয়টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান প্রথমে ১২ এবং শেষ পর্যন্ত ১৩টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয় ।

৮১. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকারিতা লাভ করে কবে?

উত্তর : ১৭৮৯ সালে ।

৮২. ১৭৮৭ সালের মার্কিন সংবিধানের অনুচ্ছেদ ছিল কয়টি?

উত্তর : ১৭৮৭ সালের মার্কিন সংবিধানে ৭টি অনুচ্ছেদ ছিল।

৮৩. মার্কিন সংবিধানে সংশোধন পদ্ধতি দুটি কী কী?

উত্তর : মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি দুটি হলো- ১. সংশোধনী প্রস্তাব উত্থাপন, ২. সংশোধনী প্রস্তাব অনুমোদন । ৮৪. বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোনটি?

উত্তর : মার্কিন সংবিধান ।

৮৫. মার্কিন যুক্তরাষ্ট্রের জনক কে?

উত্তর : জর্জ ওয়াশিংটন।

৮৬. মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : লিখিত সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা।

সংক্ষিপ্ত প্রশ্ন PART – B

১. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে লিখ।

Write about the declaration of independence of the United States of America.

২. মার্কিন সংবিধান রচনার পটভূমি বর্ণনা কর ।

Narrate the background of constitution of the United States of America.

৩. ‘রাষ্ট্র সমবায়ের অনুচ্ছেদ কী?

What is the ‘Article of state cooperative’?

৪. ফিলাডেলফিয়া সাংবিধানিক সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা কর ।

Explain the constitutional significance Filaelfia conference.

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর।

Narrate the constitution making process of the United States of America.

৬. মার্কিন সংবিধানের সম্প্রসারণে কী কী উপাদান ভূমিকা পালন করেছে?

What elements are contributed to expand the constitution of the USA?

৭. ফিলাডেলফিয়ার প্রথম মহাদেশীয় কংগ্রেস সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the first continental congress of Filaelfia.

৮. দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস সম্পর্কে আলোচনা কর ।

Discuss about the second continental congress.

রচনামূলক প্রশ্ন PART – C

১. মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিচিতি সংক্ষেপে আলোচনা কর।

Briefly discuss the general introduction of the the United States of America.

২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের উদ্ভব আলোচনা কর ।

Discuss the emergence of constitution of the United States of America.

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ক্রমবিকাশ আলোচনা কর।

Discuss the development of constitution of the United States of America.

৪. “মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ডারউইনবাদী, নিউটনবাদী নয়।”- আলোচনা কর ।

“Constitution of USA is Darwininan, no Newtonian.” – Discuss.

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার পটভূমি আলোচনা কর।

Discuss the background of the declaration of independence of the the United States of America.

৬. ১৭৮৭ সালের ফিলাডেলফিয়া সম্মেলনের সাংবিধানিক তাৎপর্য ব্যাখ্যা কর।

Explain the constitutional significance Filaelfia conference in 1787.

৭. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ সম্পর্কে ব্যাখ্যা কর।

Explain about the achievement of independence of the United States of America.

৮. মার্কিন সংবিধান রচনার পটভূমি ব্যাখ্যা কর ।

Discuss the background of constitution of the United States of America.


Leave a Reply