প্লেটোর মতে, সরকারের উত্তম রূপ কী কী?
১. গ্রিক ঐতিহাসিক হেরোডেটাস সরকারকে কয় শ্রেণিতে ভাগ করেছেন?
উত্তর : ৩টি শ্রেণিতে ।
২. প্লেটো কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ৩টি নীতির উপর।
৩. এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করার ক্ষেত্রে কোন পদ্ধতি গ্রহণ করেন?
উত্তর : সংখ্যা ও গুণের নীতি।
৪. নাৎসিবাদের জনক কে?
উত্তর : হিটলার।
৫. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ইটালির মুসোলিনী ।
৬. এরিস্টটল সরকারকে কয় ভাগে বিভক্ত করেছেন?
উত্তর : ৬ ভাগে ৷
৭. ম্যাকাইভার সরকারকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : ৪টি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে।
৮. সরকার কী?
উত্তর : যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় ।
৯. প্লেটোর মতে, সরকারের উত্তম রূপ কী কী?
উত্তর : রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং স্বাভাবিক গণতন্ত্র ।
১০. এরিস্টটল তাঁর কোন গ্রন্থে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
১১. এরিস্টটল উদ্দেশ্যনীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : দুইভাবে।
১২. এরিস্টটলের মতে, সরকারের বিকৃত রূপ কী কী?
উত্তর : স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র এবং গণতন্ত্র।
১৩. এরিস্টটলের মতে, সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তর : ‘পলিটি।
১৪. এরিস্টটলের মতে, নিকৃষ্টতম সরকার কোনটি?
উত্তর : গণতন্ত্র ।
১৫. লীকক কাকে অনুসরণ করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ম্যারিয়ট
১৬. লীককের মতে, ক্ষমতাবণ্টনের ভিত্তিতে সরকারের ভাগ কী কী?
উত্তর : এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার।
১৭. সরকারের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Government.
১৮. “For forms of government let fools contest what is best that administration is best.” (সরকারের
প্রকারভেদ নিয়ে বোকাদের তর্ক করা সাজে, কেননা কোনটি ভালো বা উত্তম সরকার, তা বুঝা যায় শাসনব্যবস্থা বিচারে) উক্তিটি কার?
উত্তর : Alexander Pope – 1755 সালে বলেছিল।
১৯. “Every nation has government that it desires” (প্রত্যেক জাতিরই সরকার আছে যা তারা পছন্দ করে)— উক্তিটি কার?
উত্তর : Joseph De Maistre.
২০. ম্যাকাইভার কয়টি বিশেষ ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : চারটি। যথা— সাংবিধানিক, অর্থনৈতিক, সাম্প্রদায়িক এবং সার্বভৌমত্বের ভিত্তি।
২১. সরকারের সর্বাধুনিক এবং বিজ্ঞানসম্মত শ্রেণিবিভাগ করেছেন কোন্ রাষ্ট্রবিজ্ঞানী?
উত্তর : অধ্যাপক অ্যালান আর. বল ।
২২. কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ম্যাকিয়াভেলী, হব্স, লক, রুশো, মন্টেস্কু, জেলিনেক, ম্যারিয়ট, লীকক প্রমুখ।
২৩. মন্টেস্কু সরকারকে কয় ভাগে ও কী কী শ্রেণিতে বিভক্ত করেছেন?
উত্তর : মন্টেস্কু সরকারকে তিন ভাগে বিভক্ত করেছেন। যথা : ১. প্রজাতান্ত্রিক ২. রাজতান্ত্রিক ৩. স্বৈরতান্ত্রিক ।
২৪. ব্রুন্টসলীর সরকারের শ্রেণিবিভাগ কত প্রকার ও কী কী?
উত্তর : ব্রুন্টসলীর সরকারের শ্রেণিবিভাগ চার প্রকার। যথা : ১. রাজতন্ত্র ২. অভিজাততন্ত্র ৩. গণতন্ত্র ৪. ঈশ্বরতন্ত্র।
২৫. Marriot কীসের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : Marriot সরকারের শ্রেণিবিভাগ করেছেন, ক্ষমতা বণ্টন, সংবিধান সংশোধন এবং আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে।
২৬. সংবিধান সংশোধনের ভিত্তিতে Marriot এর সরকারের শ্রেণিবিভাগ দু’টি কী কী?
উত্তর : সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় ।
২৭. সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক যুগের সাথে সঙ্গতিপূর্ণ শ্রেণিবিভাগ করেছেন কে?
উত্তর : অধ্যাপক লিকক।
২৮. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের উদাহরণ দাও।
উত্তর : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো ব্রিটেনের রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র হলো বাংলাদেশ ও ভারতের প্রজাতন্ত্র।
২৯. শাসন বিভাগ ও আইন বিভাগের সম্পর্কের ভিত্তিতে লিককের সরকারের শ্রেণিবিভাগ কী কী?
উত্তর : মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার।
৩০. লিকক ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকারের যে শ্রেণিবিভাগ করেছেন তা কী কী?
উত্তর : এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার।
৩১. এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ দাও।
উত্তর : বাংলাদেশ এককেন্দ্রিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় সরকার।
৩২. ম্যাকাইভার কয়টি ও কী কী নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ম্যাকাইভার চারটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন । যথা :
১. সাংবিধানিক ভিত্তি, ২. অর্থনৈতিক ভিত্তি, ৩. জনসমষ্টিগত ভিত্তি, ৪. সার্বভৌম কাঠামোর ভিত্তি।
৩৩. আধুনিক সরকারের শ্রেণিবিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে?
উত্তর : লিকক।
৩৪. আধুনিক সরকারের শ্রেণিবিভাগের পূর্ণতা দান করেছেন কে?
উত্তর : ম্যাকাইভার।
৩৫. সরকারের সাম্প্রতিক শ্রেণিবিভাগ করেছেন কারা?
উত্তর : David Easton, Alan Ball, Almond and Powell.
৩৬. সাম্প্রতিক কালের রাষ্ট্রবিজ্ঞানীগণ সরকারের শ্রেণিবিভাগের চেয়ে কোনটির শ্রেণিবিভাগের পক্ষপাতি?
উত্তর : সাম্প্রতিক কালের রাষ্ট্রবিজ্ঞানীগণ সরকারের শ্রেণিবিভাগের চেয়ে রাজনৈতিক ব্যবস্থার শ্রেণিবিভাগের পক্ষপাতি।
৩৭. Alan Ball রাজনৈতিক ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছেন তা কী কী?
উত্তর : Alan Ball রাজনৈতিক ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা: ১. পাশ্চাত্যের উদারনৈতিক, গণতান্ত্রিক ব্যবস্থা। ২. সর্বাত্মবাদী ব্যবস্থা, ৩. স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ।