টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা হেনরি।
১. রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেয়া হয়-
উত্তর : ১৬৪৯ সালে।
৩. স্টুয়ার্ট রাজবংশের প্রথম রাজা কে?
উত্তর : প্রথম জেমস।
৪. ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে?
উত্তর : রাজা দ্বিতীয় চার্লসের সময়।
৫. ব্রিটেনের রাজার তিনটি ক্ষমতা উল্লেখ কর :
উত্তর : ১. প্রধানমন্ত্রীর নিয়োগ ক্ষমতা; ২. আইনে ভেটো প্রদানের ক্ষমতা; ৩. পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা।
৬. রাজা বা রানীর ৪টি বিশেষ অধিকার উল্লেখ কর।
উত্তর : ১. প্রধানমন্ত্রীর নিয়োগ ক্ষমতা; ২. আইনে ভেটো প্রদানের ক্ষমতা; ৩. পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা; ৪. ক্ষমতা প্রদর্শনের অধিকার।
৭. কত শতাব্দি থেকে ব্রিটিশ রাজতন্ত্রের ক্রমবিবর্তনের অধ্যায় শুরু হয়?
উত্তর : নবম শতাব্দির তৃতীয় দশক হতে।
৮. ৮২৭ সালে কার সময় হতে ব্রিটিশ রাজতন্ত্রের যাত্রা শুরু হয়?
উত্তর : রাজা এগবার্ট।
৯. ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র বিদ্যমান?
উত্তর : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র (Constitution Monarchy ) ।
১০. ব্রিটেনের রাজা/রানী কতদিন ক্ষমতায় থাকেন?
উত্তর : সিংহাসন আসীন হওয়ার পর থেকে দায়িত্ব পালনে অক্ষম বা মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতায় আসীন থাকেন ।
১১. “তিনি রাজত্ব করেন, শাসন করেন না”— উক্তিটি কার সম্পর্কে বলা হয়?
উত্তর : ব্রিটিশ রাজা/রানী।
১২. যুক্তরাজ্যের রাজা বা রানী কি রাজনীতি নিরপেক্ষ?
উত্তর : হ্যাঁ।
১৩. ব্রিটেনের রাজা একজন – রাজতন্ত্র একটি
উত্তর : ব্যক্তি, প্রতিষ্ঠান
১৪. ব্রিটেনের শাসনব্যবস্থা ‘নিয়মতান্ত্রিক রাজতন্ত্র’ হিসেবে পরিচিতি লাভ করে কোন সময় থেকে?
উত্তর : ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের পর থেকে ।
১৫. রাজা কে?
উত্তর : রাজতন্ত্রের ব্যবহারকারী বিশেষ একজন ব্যক্তি।
১৬. রাজতন্ত্র কী?
উত্তর : রাজার পদ বা প্রতিষ্ঠান
১৭. “Henry Edward or George may die, but the king survives them all.”-কে বলেছেন?
উত্তর : ব্ল্যাকস্টোন ।
১৮. “The crown is an artificial or juristic person, it is not incarnate and it never dies.”-কে বলেছেন?
উত্তর : মুনরো।
১৯. ব্রিটেনে আদালতগুলো কী নামে পরিচিত?
উত্তর : ‘মহামান্য রানীর আদালত’।
২০. ব্রিটেনে প্রচলিত দু’টি প্রবচন লিখ
উত্তর : “রাজা কোনো অন্যায় করতে পারেন না”, “রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না।”
২১. ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতার উৎস কয়টি?
উত্তর : দু’টি। যথা— (i) পার্লামেন্ট প্রণীত আইন এবং (ii) রাজকীয় বিশেষাধিকার।
২২. ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
উত্তর : রাজকীয় বিশেষাধিকার ।
২৩. রাজকীয় বিশেষাধিকার কী?
উত্তর : রাজশক্তির হাতে প্রদত্ত সেসব বিশেষ ক্ষমতা, প্রাধান্য ও সুযোগ-সুবিধা, যা আইনের মাধ্যমে দেওয়া হয়েছে । ২৪. ব্রিটেনের চারটি গুরুত্বপূর্ণ রাজকীয় বিশেষাধিকারের নাম লিখ ।
উত্তর : পার্লামেন্টের অধিবেশন আহ্বান ও স্থগিত, পার্লামেন্ট বাতিল বা ভেঙে দেয়া, যুদ্ধ ঘোষণা, চুক্তি সম্পাদন করা ৷ 25. “The powers of the crown have expanded as democracy has grown.”- কে বলেছেন?
উত্তর : অগ ও জিঙ্ক।
২৬. ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর : রাজা বা রানী।
২৭. ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাজা বা রানীর অভিভাষণকে কী বলা হয়ে থাকে?
উত্তর : ‘সিংহাসন থেকে প্রদত্ত ভাষণ’ ।
২৮. কে রাজাকে ‘জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল’ বলে অভিহিত করেছেন?
উত্তর : কে. সি. হুইয়ার ।
২৯. “The monarchy is a useful instrument because it is personal and flexible, real and tangible”-কে বলেছেন?
উত্তর : সার আইভর জেনিসং (Sir Ivor Jennings)।.
৩০. ব্রিটিশ রাজা বা রানীর তিনটি ভূমিকা লিখ ।
উত্তর : প্রধানমন্ত্রী নিয়োগ, কমন্সসভা বাতিল বা ভেঙে দেয়া, শাসনব্যবস্থার ভারসাম্য রক্ষা, বৈদেশিক নীতি নির্ধারণ। ৩১. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার তিনটি কারণ লিখ ।
উত্তর : ইংরেজ জাতির রক্ষণশীলতা, নিয়মতান্ত্রিক শাসক প্রধানের প্রয়োজনীয়তা, জাতীয় ঐক্যের প্রতীক।
৩২. কাকে ব্রিটেনের সকল “ন্যায়বিচারের উৎস” হিসেবে গণ্য করা হয়?
উত্তর : রাজাকে।
৩৩. রাজা বা রানীর প্রধান রাজনৈতিক কাজ কী?
উত্তর : একজন প্রধানমন্ত্রী নিয়োগ করা ।
৩৪. ইংল্যান্ডের চার্চ-এর প্রধান কে?
উত্তর : রাজা বা রানী ।
৩৫. কোন যুগে ব্রিটেনে রাজতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার উদ্ভব ঘটে?
উত্তর : অ্যাংলো-স্যাক্সন যুগে।
৩৬. রাজশক্তি কী?
উত্তর : রাজা বা রানীর ক্ষমতাই রাজশক্তি ।
৩৭. ব্রিটেনের শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের প্রধান কে?
উত্তর : রাজা বা রানী।
৩৮. ব্রিটেনে রাজশক্তির কী কী ক্ষমতা আছে?
উত্তর : শাসন সংক্রান্ত, আইন ও বিচার সংক্রান্ত, সম্মান সংক্রান্ত ও খ্রিস্টধর্ম সংক্রান্ত ক্ষমতা আছে ।
৩৯. স্যাক্সন যুগে পার্লামেন্টে কে সভাপতিত্ব করতেন?
উত্তর : রাজা ।
৪০. কত সালে ব্রিটিশ পার্লামেন্ট রাজা দ্বিতীয় রিচার্ডকে ক্ষমতাচ্যুত করে?
উত্তর : ১৩৯৯ সালে।
৪১. ব্রিটেনের প্রথম রাজার নাম কী?
উত্তর : এগবার্ট (Egbert) (৮২৭ সাল)।
৪২. রাজা দ্বিতীয় জেমস সিংহাসন ত্যাগ করে কোন দেশে আশ্রয় গ্রহণ করেন?
উত্তর : ফ্রান্সে ।
৪৩. “রাজার মৃত্যু হয়েছে, রাজা দীর্ঘজীবী হোন এবং রাজা কোনো অন্যায় করতে পারে না।”—উক্তি দুটি কোন দেশের রাজার সম্পর্কে বলা হয়েছে?
উত্তর : ব্রিটেনের।
৪৪. নর্মান রাজা উইলিয়াম ও তাঁর উত্তরাধিকারীরা কীভাবে রাজকার্য পরিচালনা করতেন?
উত্তর : উইলিয়াম ও তাঁর উত্তরাধিকারীরা “মহাপরিষদ” (Megnum Concilium) নামক একটি সংস্থার পরামর্শক্রমে রাজকার্য পরিচালনা করতেন।
৪৫. মহাপরিষদ কীভাবে গঠিত হতো?
উত্তর : রাজপরিবারের প্রধান কর্মচারী, আর্চ বিশপ, বিশপ, আর্ল, অ্যাবট এবং নাইটদের নিয়ে মহাপরিষদ (Megnum Concilium) গঠিত হতো ।
৪৬. মহাপরিষদের অধিবেশন কোথায় বসত?
উত্তর : ওয়েস্ট মিনস্টারে মহাপরিষদের অধিবেশন বসত ।
৪৭. রাজাকে শাসনকার্যে সর্বদা সাহায্য করার জন্য কোন পরিষদ গঠিত হয়?
উত্তর : রাজাকে শাসনকার্যে সর্বদা সাহায্য করার জন্য ক্ষুদ্রতর পরিষদ (Curia Regis) গঠিত হয় ।
৪৮. ক্ষুদ্রতর পরিষদ (Curia Regis) কাদের নিয়ে গঠিত হতো?
উত্তর : কতিপয় প্রধান রাজকর্মচারী ও ব্যারনদের নিয়ে ক্ষুদ্রতর পরিষদ গঠিত হয়।
৪৯. লর্ডসভার অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর : ব্রিটেনের রাজা বা রানী লর্ডসভার অধিবেশন আহ্বান করেন।
৫০. পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ব্রিটিশ রাজতন্ত্র ।
৫১. কবে কার সময় হতে ব্রিটিশ রাজতন্ত্র আজ পর্যন্ত এক প্রকার অবিচ্ছিন্নভাবেই চলে আসছে?
উত্তর : ৮২৯ সালে রাজা এগবার্ট এর সময় হতে ব্রিটিশ রাজতন্ত্র আজ পর্যন্ত এক প্রকার অবিচ্ছিন্নভাবেই চলে আসছে।
৫২. কোন সময় ব্রিটেনের রাজতন্ত্র সংকটের সম্মুখীন হয়?
উত্তর : সপ্তদশ শতাব্দিতে স্টুয়ার্ট রাজাদের রাজত্বকালে ব্রিটেনের রাজতন্ত্র সংকটের সম্মুখীন হয়।
৫৩. কবে থেকে ব্রিটেনের শাসনব্যবস্থা সাধারণভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হিসেবে পরিচিতি লাভ করেছে?
উত্তর : ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের পর থেকে ব্রিটেনের শাসনব্যবস্থা সাধারণভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
৫৪. কার সম্মতি ব্যতীত পার্লামেন্টে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত হতে পারে না?
উত্তর : রাজার বা রানীর সম্মতি ব্যতীত পার্লামেন্টে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত হতে পারে না।
৫৫. পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাজা-রানীর অভিভাষণটিকে কী বলা হয়?
উত্তর : পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাজা বা রানীর অভিভাষণটিকে সিংহাসন থেকে প্রদত্ত ভাষণ বলা হয় ।
৫৬. কে ব্রিটেনের সকল ন্যায়বিচারের উৎস?
উত্তর : রাজা বা রানী ব্রিটেনের সকল ন্যায়বিচারের উৎস।
৫৭. কে কবে রাজতন্ত্রের বিলোপের কথা বললে সমগ্র দেশব্যাপী বিরূপ সমালোচনার ঝড় ওঠে?
উত্তর : লর্ড অ্যালট্রিনচান ১৯৫৭ সালে রাজতন্ত্র বিলোপের কথা বললে সমগ্র দেশব্যাপী বিরূপ সমালোচনার ঝড় ওঠে। ৫৮. Sir Ivor Jennings তাঁর কোন গ্রন্থে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার ৪টি কারণ নির্দেশ করেছেন?
উত্তর : Sir Ivor Jennings তাঁর “The Queen’s Government” গ্রন্থে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার ৪টি কারণ নির্দেশ করেছেন।
টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
সংক্ষিপ্ত প্রশ্ন PART – B
১. রাজা কে?
Who is the Crown?
২. রাজতন্ত্র কী?
What is the Monarchy?
৩. রাজা ও রাজতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
What are the differences between King and Monarchy?
৪. ‘রাজা কোনো অন্যায় করতে পারেন না।‘—ব্যাখ্যা কর ।
“The King can do no wrong’-Explain it.
৫. “রাজা রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না।“—ব্যাখ্যা কর।
The King reigns but does not rule.”-Explain it.
৬. ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতার উৎসসমূহ বর্ণনা কর ।
Describe the sources of power of Monarchy in Britain.
৭. রাজকীয় বিশেষাধিকারের সংজ্ঞা দাও ৷
Define the Royal Prerogatives.
৮. ‘রাজার মৃত্যু নেই‘ ব্যাখ্যা কর ।
The King never dies. – Explain it.
৯. রাজকীয় বিশেষাধিকারসমূহ কী কী?
What are the Royal Prerogatives?
১০. ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
Discuss the power and functions of the Monarchy in Britain.
১১. ব্রিটিশ রাজা বা রানীর ভূমিকা ও পদমর্যাদা বর্ণনা কর।
Describe role and status of King or Queen in Britain.
১২. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কী কী?
What are the reasons for the survival of Monarchy in Britain?
১৩. ব্রিটিশ রাজা বা রানীর শাসন সংক্রান্ত কার্যাবলির বর্ণনা কর।
Describe the executive functions of the British King or Queen.
১৪. ব্রিটিশ রাজা বা রানী আইন সংক্রান্ত কী কী কাজ সম্পাদন করেন?
What type of works does perform the King or queen of Britain in respect of law?
রচনামূলক প্রশ্ন PART – C
১. ব্রিটিশ রাজতন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর ।
Describe briefly the history of British Monarchy.
২. রাজা এবং রাজতন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
Distinguish between the King and Monarchy.
৩. “রাজা কোনো অন্যায় করতে পারে না।”—উক্তিটি ব্যাখ্যা কর ।
“The King can do no wrong ” – Explain it.
৪. ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতার উৎস সম্পর্কে আলোচনা কর ।
Describe the sources of power of Monarchy in Britain.
৫. রাজকীয় বিশেষাধিকারসমূহ আলোচনা কর ।
Discuss about the Royal Prerogatives.
৬. রাজকীয় বিশেষাধিকারের গুরুত্ব ও উপযোগিতা আলোচনা কর ।
Discuss about the importance and utility of Royal Prerogatives.
৭. ব্রিটেনের রাজতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।
Discuss the power and functions of the Monarchy in Britain.
৮. ব্রিটেনের রাজতন্ত্র ‘জাঁকজমকপূর্ণ সাক্ষীগোপল‘ কী–না আলোচনা কর ।
Is the Monarchy of Britain ‘a magnificient cipher’ Discuss it. ৯. ব্রিটিশ শাসনব্যবস্থায় রাজা বা রানীর ভূমিকা ও পদমর্যাদা পর্যালোচনা কর।
Review the role and status of King or Queen in Britain.
১০. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ সম্পর্কে আলোচনা কর।
Discuss the reasons for the survival of Monarchy in Britain.