জনমত জনগণের নয়

ব্যাপক অর্থে, জনমত কী?

১. জনমতের তিনটি বাহনের নাম লিখ ।

উত্তর : পরিবার; বন্ধু-বান্ধব এবং সংবাদপত্র ।

২. রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জনমত বলতে কী বুঝায়?

উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জাতীয় সমস্যাবলির উপর দেশের জনসাধারণ যে সব মত পোষণ করেন এবং এদের মধ্যে যে মত প্রভাবশালী ন্যায়সঙ্গত বুদ্ধিদীপ্ত জনকল্যাণকর সেগুলোকে জনমত বলা হয়।

৩. জনমত গঠনের দুটি প্রাতিষ্ঠানিক মাধ্যমের উল্লেখ কর ।

উত্তর : মুদ্রণযন্ত্র ও সংবাদপত্র ।

৪. জনমত গঠনের দুটি সামাজিক মাধ্যমের উল্লেখ কর।

উত্তর : পরিবার এবং বন্ধুবান্ধব বা সঙ্গীসাথী ।

৫. ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় কী জনমতের গুরুত্ব দেয়া হয় ?

উত্তর : না ।

৬. “জনমত জনগণের নয় এবং মতও নয়”— উক্তিটি কার ?

উত্তর : অধ্যাপক ফাইনার।

৭. সাধারণ অর্থে, জনমত কী?

উত্তর : সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত।

৮. ব্যাপক অর্থে, জনমত কী?

উত্তর : যে মতগুলো প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামি।

 “Public opinion has really been chief and ultimate power in nearly all nations at nearly all

times.”-কে বলেছেন?

উত্তর : জেমস ব্রাইস ।

১০. ‘জনমত’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় কার লেখনীতে?

উত্তর : জ্যা জ্যাক রুশোর ।

১১. “Voice of the people is the voice of god.”- কে বলেছেন?

উত্তর : রুশো।

১২. “Public opinion is a social product due to the interaction of many minds.”- কে বলেছেন?

উত্তর : মরিস জিন্সবার্গ ।

১৩. “Public opinion consists of the opinion held by a public at a certain time. “- কার উক্তি?

উত্তর : কিম্বল ইয়ং।

১৪. “The press is the most widely disseminated single agent of instruction in the modern world.”- কে বলেছেন?

উত্তর : হারম্যান ফাইনার ।

১৫. প্রচারের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী কোন্ মাধ্যম?

উত্তর : প্রেস বা মুদ্রণযন্ত্র ।

১৬. সুষ্ঠু জনমত গঠনের তিনটি শর্ত লিখ।

উত্তর : শিক্ষার বিস্তার, আদর্শ প্রচারযন্ত্র, মতামত প্রকাশের স্বাধীনতা ।

১৭. জনমত পরিমাপের তিনটি উপায় বা পদ্ধতির নাম লিখ ।

উত্তর : সাধারণ নির্বাচন গণভোট, জরিপ ৷

১৮. জনমত পরিমাপের প্রকৃষ্টতম পদ্ধতি কোনটি?

উত্তর : সাধারণ নির্বাচন ।

১৯. “Public opinion is neither public nor opinion.”- কে বলেছেন?

উত্তর : গেটেল ।

২০. “জনগণ নির্দিষ্ট কোন বিষয়ে যে অভিমত পোষণ করে তাই হলো জনমত।”— উক্তিটি কার?

উত্তর : Kimble Young এর।

২১. “জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠ যথেষ্ট নয়, অথবা একমত হবারও প্রয়োজন হয় না।” কথাটি কে বলেছেন?

উত্তর : অধ্যাপক লাওয়েল ।

 

২২. গণতান্ত্রিক শাসনের মূলভিত্তি কী?

উত্তর : জনমত।

২৩. গণতন্ত্রের মূল চালিকাশক্তি বা Life blood বলা হয় কোনটিকে?

উত্তর : জনমতকে ।

২৪. কার প্রাথমিক শর্ত সতর্ক ও সুচিন্তিত জনমত?

উত্তর : গণতন্ত্রের।

২৫. “রাজনৈতিক দলের মাধ্যমে জনমত সরকারি নীতিতে রূপান্তরিত হয়।” কথাটি কে বলেছেন?

উত্তর : ম্যাকাইভার।

২৬. “All government and most political actors treat public opinion as a mighty force.”- উক্তিটি কে

করেছেন?

উত্তর : Austin Renney এর।

২৭. ‘সরকারের জন্ম হয়েছে জনগণের মধ্যে থেকে এবং তাদের মতের উপর নির্ভর করে।” জনমতের গুরুত্ব সম্পর্কে উক্তিটি কার?

উত্তর : এডমন্ড বার্ক ।

২৮. “পৃথিবীর কেউ তার শাসনকার্যে অপরিহার্যভাবে জনমত ব্যতীত অন্য কিছুর নির্ভরশীল করেন নি।”— জনমতের গুরুত্ব সম্পর্কে উক্তিটি কে করেছেন?

Leave a Reply