একনায়কতন্ত্রের মূল মন্ত্র কী?
১. একনায়কতন্ত্রের অর্থ ব্যাখ্যা কর।
উত্তর : একনায়কতন্ত্র বলতে বুঝায় একজন ব্যক্তির শাসন।
একনায়কতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : একমাত্র নেতা, একটি রাজনৈতিক দল ও উগ্র জাতীয়তাবাদ।
৩. আধুনিক একনায়কতন্ত্রের বিকাশ কখন হয়?
উত্তর : ১ম বিশ্বযুদ্ধের পর।
৪. একনায়কতন্ত্রের মূল মন্ত্র কী?
উত্তর : এক ব্যক্তির শাসন।
৫. ইতালিতে কার নেতৃত্বে, কখন ফ্যাসিবাদী দলের জন্ম হয়?
উত্তর : মুসোলিনীর নেতৃত্বে ।
৬. জার্মানিতে কার নেতৃত্বে কখন নাৎসি দলের জন্ম হয়?
উত্তর : হিটলারের নেতৃত্বে ।
৭. “All within the state none outside the state”- উক্তিটি কার?
উত্তর : মুসোলিনীর।
৮. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে কোনটি গ্রহণযোগ্য?
উত্তর : গণতন্ত্র ।
৯. বাংলাদেশ কী একনায়কতান্ত্রিক রাষ্ট্র?
উত্তর : না।
১০. বিখ্যাত দু’জন একনায়কতান্ত্রিক শাসকের নাম বল ।
উত্তর : মুসোলিনী ও হিটলার।
১১. একনায়কতন্ত্র কী?
উত্তর : যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে ।
১২. প্রথম বিশ্বযুদ্ধের পর কে, কোথায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে?
উত্তর : ফ্রাঙ্কো স্পেনে, হিটলার জার্মানিতে ও মুসোলিনী ইতালিতে।
১৩. একনায়কতন্ত্রের মূলমন্ত্র কী?
উত্তর : “এক জাতি, এক দল এবং এক নেতা” ।
১৪. গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কী?
উত্তর : একনায়কতন্ত্র ।
১৫. গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে মূল পার্থক্য কী?
উত্তর : গণতন্ত্র জনগণের শাসন, একনায়কতন্ত্র এক ব্যক্তির শাসন ।
- “Everything for the state, nothing against the state, nothing outside the state is the maxim of such a government.”- একনায়কতন্ত্রের সম্পর্কে এ উক্তিটি কার?
- উত্তর : ইতালির ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনির ।
১৭. “একনায়কতন্ত্র বলতে বুঝায় রাষ্ট্রপ্রধান কর্তৃক অতিরিক্ত আইনগত ক্ষমতা চর্চার ধারণা।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : Porf. Ford
১৮. ইতালির ফ্যাসিস্ট দলের মূল কথা কী ছিল?
উত্তর : To believe, to obey to fight.
১৯. অধ্যাপক ফাইনার একনায়কতন্ত্রের কোন চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?
উত্তর : প্রচারণার ব্যবহার, একদলীয় ব্যবস্থা, একটি নামসর্বস্ব আইনসভা এবং ক্ষমতার অত্যধিক কেন্দ্রীকরণ ।