এককেন্দ্রিক সরকার কাকে বলে?

এককেন্দ্রিক সরকার কাকে বলে?

বণ্টন নীতির ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে।

কোন ধরনের সরকারব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রিয় সরকারের নিকট ন্যস্ত থাকে?

উত্তর : এককেন্দ্রিক সরকারে।

৩. দুটি এককেন্দ্রিক রাষ্ট্রের নাম লিখ ।

উত্তর : বাংলাদেশ ও ব্রিটেন।

৪. কোন সরকারব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান?

উত্তর : এককেন্দ্রিক সরকারব্যবস্থায়।

এককেন্দ্রিক সরকার কাকে বলে?

উত্তর : যে শাসনব্যবস্থায় সমগ্র দেশের শাসনব্যবস্থা একটিমাত্র কেন্দ্র হতে পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে। কয়েকটি এককেন্দ্রিক সরকার শাসিত দেশের নাম বল ।

উত্তর : বাংলাদেশ, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ডেনমার্ক, ইতালি ইত্যাদি ।

৭. বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা প্রচলিত ছিল?

উত্তর : এককেন্দ্রিক সরকারব্যবস্থা।

৮. এককেন্দ্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য লেখ ।

উত্তর : ক. কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, খ. প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র ।

♪. “Unitarism is the habitual exercise of supreme legislative authority by one central power.”— বলেছেন?

উত্তর : অধ্যাপক ডাইসী ।

১০. এককেন্দ্রিক সরকারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার উৎস কী?

উত্তর : সংবিধান।

১১. এককেন্দ্রিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য, প্রদেশগুলো কেন্দ্রের এজেন্টমাত্র।

১২. বৃহৎ জনবহুল রাষ্ট্রে কোন শাসনব্যবস্থা অনুপযোগী?

উত্তর : এককেন্দ্রিক শাসনব্যবস্থা ।

১৩. এককেন্দ্রিক সরকারে কার প্রাধান্য থাকে?

উত্তর : কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে ।

১৪. এককেন্দ্রিক সরকারে যাবতীয় ক্ষমতা কার হাতে অর্পিত থাকে?

উত্তর : কেন্দ্রীয় সরকারের হাতে।

১৫. এককেন্দ্রিক সরকারব্যবস্থার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহকে ক্ষমতা অর্পণ করে কে?

উত্তর : কেন্দ্রীয় সরকার ।

১৬. “কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষমতা লাভ করাকে এককেন্দ্রিক সরকার বলে।”— উক্তিটি কে করেছেন?

উত্তর : অধ্যাপক ডাইসী।

১৭. “এককেন্দ্রীক সরকার হলো এমন একটি রাষ্ট্র যা একটি মাত্র কেন্দ্রীয় সরকারের অধীনে সংগঠিত।”— উক্তিটি কার?

উত্তর : সি. এফ. স্ট্রং এর।

Leave a Reply