অধ্যাদেশ কী?

অধ্যাদেশ কী? What is Ordinance?

১. ব্রিটেনের আইনসভার নাম কী?

উত্তর : পার্লামেন্ট।

২. অধ্যাদেশ কী?

উত্তর : দেশে যখন পার্লামেন্ট থাকে না; কিংবা পার্লামেন্টের অধিবেশন চলমান থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করে তখন তাকে অধ্যাদেশ বলে ।

৩. সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?

উত্তর : তিনটি। যথা- (i) আইন বিভাগ, (ii) শাসন বিভাগ ও (iii) বিচার বিভাগ ।

৪. সরকারের সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন বিভাগ কোনটি ?

উত্তর : আইন বিভাগ ।

৫. গঠন কাঠামোর দিক থেকে আইনসভা কত প্রকার?

উত্তর : দু’প্রকার। যথা : (i) এক-কক্ষবিশিষ্ট আইনসভা ও (ii) দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা ।

৬. কোন কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট?

উত্তর : বাংলাদেশ, চীন, নিউজিল্যান্ড, গ্রিস, তুরস্ক, বুলগেরিয়া, সুইডেন প্রভৃতি ।

৭. যুগোশ্লাভিয়ার আইনসভার নাম কী?

উত্তর : কপচিনা।

৮. কোন কোন দেশের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট ?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, রাশিয়া, ফ্রান্স, কানাডা প্রভৃতি

৯. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার দু’টি কক্ষের নাম লিখ ।

উত্তর : নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ ।

১০. জনপ্রতিনিধি সভা কোন কক্ষ?

উত্তর : নিম্নকক্ষ ।

১১. কোন কক্ষ তুলনামূলকভাবে অধিক ক্ষমতার অধিকারী?

উত্তর : নিম্নকক্ষ ।

১২. কীসের ভিত্তিতে উচ্চকক্ষ সংগঠিত হয়ে থাকে?

উত্তর : উত্তরাধিকার সূত্রে, আংশিক মনোনয়নের ভিত্তিতে। ১৩. মার্কিন আইনসভা “উচ্চকক্ষ” ও “নিম্নকক্ষ”-এর নাম কী? উত্তর : নিম্নকক্ষ প্রতিনিধিসভা এবং উচ্চকক্ষ সিনেট । ১৪. ব্রিটিশ আইনসভা পার্লামেন্টের কক্ষ দু’টির নাম লিখ ।

উত্তর : নিম্নকক্ষ কমন্সসভা এবং উচ্চকক্ষ লর্ডসভা ।

১৫. এক-কক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন কারা?

উত্তর : অধ্যাপক লাস্কি, ম্যাকাইভার, বেন্থাম, ফ্রাঙ্কলিন, আবে সিঁয়ে প্রমুখ ।

. “The single chamber and magnificient legislative assembly seems best to answer the needs of the

modern state.”—’কে বলেছেন?

উত্তর : অধ্যাপক লাস্কি ।

Leave a Reply